China on Operation Sindoor: ‘আমরা পরস্পরের প্রতিবেশী, এমন কিছু করবেন না যাতে…’, পাকিস্তানে ভারতের স্ট্রাইক নিয়ে মুখ খুলল চিন
India-Pakistan Conflict: বৃহত্তর স্বার্থে দুই পক্ষকেই সংযত হতে হবে বলে মত তাদের।
নয়াদিল্লি: পহেলগাঁও জঙ্গি হামলার বদলা নিতে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে Operation Sindoor চালিয়েছে ভারত। সেই নিয়ে এবার তীব্র প্রতিক্রিয়া জানাল চিন। ভারতের তরফে যে অভিযান চালানো হয়েছে, তা 'দুঃখজনক' বলে মন্তব্য করল তারা। বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগও প্রকাশ করেছে বেজিং। বৃহত্তর স্বার্থে দুই পক্ষকেই সংযত হতে হবে বলে মত তাদের। (China on Operation Sindoor)
কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পাল্টা গভীর রাতে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে সেনা অভিযান চালিয়েছে ভারত। সেখানে জঙ্গিদের বহু ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারতের সেনা, নৌসেনা এবং বায়ুসেনা। সেই নিয়ে আন্তর্জাতিক মহলে শোরগোলের মধ্যেই প্রতিক্রিয়া জানাল চিন। চিনেক বিদেশ মন্ত্রকের মুখপাত্র বিবৃতি দিয়ে নিজেদের অবস্থান জানিয়েছেন। (India-Pakistan Conflict)
চিনের তরফে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, 'আজ ভোরে ভারত যে সেনা অভিযান চালিয়েছে, তা দুঃখজনক। বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন আমরা। ভারত এবং পাকিস্তান চিরকাল পরস্পরের প্রতিবেশী হিসেবেই বিরাজ করবে। তারা চিনেরও প্রতিবেশী। চিন সব রকমের সন্ত্রাসের বিরোধী। দু'পক্ষের কাছেই আবেদন, বৃহত্তর স্বার্থে, শান্তি ও স্থিতিশীলতার জন্য সংযত থাকুন, এমন কিছু করবেন না, যাতে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে'।
চিন এবং পাকিস্তান, দুই পড়শি দেশের সঙ্গেই সীমান্ত সংঘাত চলছে ভারতের। ভারতকে প্যাঁচে ফেলতে একদিকে চিনকে লাগাতার কাছে টানার চেষ্টা চালিয়ে গিয়েছে পাকিস্তান, অন্য দিকে ভারতের অস্বস্তি বাড়িয়ে পাকিস্তানকে সহযোগিতা জুগিয়ে গিয়েছে চিনও। এমনকি পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনায় যখন তোলপাড় পরিস্থিতি, সেই সময়ও পাকিস্তানকেই কার্যত সমর্থন করতে দেখা যায় চিনকে। পহেলগাঁও হামলা নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি জানায় পাকিস্তান। সেই সময় তাদের পাশে দাঁড়ায় বেজিং।
সেই সময় চিনের বিদেশমন্ত্রকের তরফে বলা হয়, “পাকিস্তান আমাদের বন্ধু, সর্বক্ষণের সহযোগী। নিরাপত্তা নিয়ে পাকিস্তানের উদ্বেগের কারণ বুঝতে পারছি আমরা। পাকিস্তানের সার্বভৌমত্ব এবং নিরাপত্তাজনিত স্বার্থকে সমর্থন করছি আমরা।” চিনের ওই মন্তব্য অস্বস্তিতে ফেলেছিল দিল্লিকে। কূটনীতিকরাও সেই সময় চিনকে নিয়ে সতর্ক করেন ভারতকে। এখন Operation Sindoor নিয়েও নিজেদের অবস্থান জানাল চিন। যদিও শান্তি ও স্থিতাবস্থার উপরই জোর দিয়েছে তারা।
আরও পড়ুন>>