Live

ভারতের হাতে আসবে S-500? জানুন এর কারিকুরি, বিস্তারিত কমেন্টে #S500

 S-500 Air Defense System : একসঙ্গে ১০টার্গেটকে দেবে উড়িয়ে, পরাক্রমে শত্রুর শিরদাঁড়া হবে গুঁড়ো, সুদর্শন চক্রকেও টেক্কা দিতে পারে S-500

S-500 Air Defense System - এই সিস্টেম শত্রুর যুদ্ধবিমান, ক্রুজ ক্ষেপণাস্ত্র, হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, এবং পৃথিবীর নিম্ন কক্ষপথে থাকা গুপ্তচর উপগ্রহকেও ধ্বংস করতে পারে।


নয়াদিল্লি : পাকিস্তানের মিসাইল হানা প্রতিহত করতে, ভারতের প্রধান অস্ত্র হয়ে উঠেছে, রাশিয়ার তৈরি অ্যান্টি মিসাইল এয়ার ডিফেন্স সিস্টেম 'S-400'  যা সারা বিশ্বের মধ্য়ে আধুনিকতম। ৬০০ কিলোমিটার দূরে থাকা লক্ষ্যবস্তুকেও অনায়াসে খুঁজে নেয় এই  সিস্টেম। তারপর ক্ষিপ্র গতিতে ছুটে যায় তা। সুদর্শন চক্র S-400-এর সাফল্যকে সামনে রেখে, রাশিয়া এখন ভারতকে S-500-এর যৌথ উৎপাদনের প্রস্তাব দিয়েছে। জানেন কি, S-500, S-400 এর চেয়ে কতটা শক্তিশালী। বিভিন্ন সূত্র থেকে পাওয়া খবর বলছে, ভারতের এস-৪০০-র তুলনায় এস-৫০০ প্রতিরক্ষা ব্যবস্থা অনেক বেশি শক্তিশালী। 

কীভাবে কাজ করে

পাকিস্তানের দিক থেকে আসা সব ড্রোন আর  ক্ষেপণাস্ত্রকে আকাশেই আটকে দিতে সক্ষম ভারতের এই এয়ার ডিফেন্স সিস্টেম।  পাকিস্তান যতই চেষ্টা করুক না কেন, ভারতের এয়ার ডিফেন্স সিস্টেমের সঙ্গে তারা পাল্লা দিতেই পারেনি । ভারতীয় সেনার অস্ত্র ভাণ্ডারে আছে সুদর্শন চক্র S-400। এবার পাকিস্তানের বিরুদ্ধে সেই ব্রহ্মাস্ত্রই ঝুলি থেকে বার করেছে ভারত! তার প্রথম আঘাতেই, খানখান হয়ে  গিয়েছে পাকিস্তানের ছোড়া মিসাইল! আকাশপথে শত্রুপক্ষ আক্রমণ করলে তা প্রতিহত করতে অব্যর্থ এই রুশ এয়ার ডিফেন্স সিস্টেমগুলি। গত তিন বছর ধরে চলা ইউক্রেন যুদ্ধে, বারবার নিজের জাত চিনিয়েছে এইসব হাতিয়ার। জেনে নেওয়া যাক, S-400-এর তুলনায় S-500 কতটা শক্তিশালী।  

সুদর্শন চক্রকেও টেক্কা দিতে পারে S-500



S-500 একটি স্পেস-ডিফেন্স ক্যাপেবল সিস্টেম। S-500 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র  যুগপৎ হাইপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং আকাশ পথে ছুটে আসা শত্রু-যুদ্ধাস্ত্রকে বাধাদান এবং ধ্বংস করতে অব্যর্থ। S-500 র এমন এক এয়ার ডিফেন্স সিস্টেম যা প্রবল গতিতে আসা ( সর্বোচ্চ 7 কিলোমিটার/সেকেন্ড , বলছে সূত্র ) উড়ন্ত  ১০ টি ব্যালিস্টিক হাইপারসনিক বস্তুকে এক সঙ্গে টার্গেট করতে পারে। মাঝ পথেই টার্গেট করে দুরমুশ করে দিতে পারে এই অস্ত্র । ১৮০ থেকে ২০০ কিলোমিটার  দূরের বস্তুকেও লক্ষ্য করতে সক্ষম। 
সহজ কথায় বললে, এটি একসঙ্গে অনেক লক্ষ্যকে টার্গেট করতে পারে। এই সিস্টেম শত্রুর যুদ্ধবিমান, ক্রুজ ক্ষেপণাস্ত্র, হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, এবং পৃথিবীর নিম্ন কক্ষপথে থাকা গুপ্তচর উপগ্রহকেও ধ্বংস করতে পারে। S-500 এর ইন্টারসেপ্টর ৬০০ কিমি (370 মাইলের বেশি) রেঞ্জে আকাশের লক্ষ্যবস্তু ধ্বংস করতে সক্ষম।  ২০০ কিলোমিটার পর্যন্ত উঁচুতে থাকা লক্ষ্যবস্তুকে ধ্বংস করতে সক্ষম।  S-500 ক্ষেপণাস্ত্র উন্নতমানের, অত্যন্ত শক্তিশালী । এতে দূরপাল্লার রাডার রয়েছে। এগুলোর  স্টিলথ এবং হাইপারসনিক প্রযুক্তি শত্রুপক্ষের অস্ত্রগুলিকে আরও ভালভাবে সনাক্ত করতে পারে আর একদম লক্ষ্যে আঘাত হানতে পারে। S-400 যুদ্ধবিমান, ড্রোন, ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকে লক্ষ্য করতে পারে, অন্যদিকে S-500 হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রকেও ধ্বংস করতে পারে। এই অত্যাধুনিক এয়ারডিফেন্স সিস্টেমের সামনে   পাকিস্তান এখন কার্যত নতজানু। 




Previous Post Next Post