Higher Secondary Result Live: উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ, প্রথম স্থানে বর্ধমান সিএমএস হাইস্কুলের রূপায়ণ পাল
WBCHSE 12th Result Live: সল্টলেকে বিদ্যাসাগর ভবনে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা। মার্কশিট পাওয়া যাবে ৮ মে অর্থাৎ বৃহস্পতিবার
14:31 PM (IST) • 07 May 2025
WBCHSE Result Live: এ বছর প্রথম বার মেটাল ডিটেক্টর ব্যবহার করা হয়েছে
সংসদের তরফে সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন, এ বারের উচ্চ মাধ্যমিকে পরীক্ষার্থীর সংখ্যা ৪,৭৩,৯১৯ জন। এ বছর প্রথম বার মেটাল ডিটেক্টর ব্যবহার করা হয়েছে। কোথাও প্রশ্ন ফাঁস হয়নি। প্রশ্নপত্র নিয়েও অভিযোগ আসেনি। মোবাইল নিয়ে ধরা পড়েছিলেন কয়েক জন, তাঁদের পরীক্ষা বাতিল করা হয়েছে।
WB 12th Result Live: পরীক্ষার্থীরা বুধবারই দুপুর ২টো থেকে অনলাইনে রেজাল্ট দেখতে পারবেন
অন্যান্য বছরের মতো এবারও wb12.abplive.com-এ লগ ইন করে পরীক্ষার্থীরা উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল জানতে পারবেন। wb12.abplive.com-এ ফল দেখার জন্য সংশ্লিষ্ট ওয়েবসাইটে যেতে হবে।
WB HS Result Live: নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে পড়া অনীশ বাড়ুই এবং অনীক বাড়ুই দুই ভাই একই নম্বর পেয়ে নবম স্থানে
উচ্চ মাধ্যমিকে মেধাতালিকায় নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ৩ ছাত্র। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে পড়া অনীশ বাড়ুই এবং অনীক বাড়ুই দুই ভাই একই নম্বর পেয়ে নবম স্থানে রয়েছে।
WB HS Result Live: উচ্চ মাধ্যমিকে কলকাতায় প্রথম স্থানে পাঠভবনের ছাত্র তথাগত রায়
উচ্চ মাধ্যমিকে মেধাতালিকায় অষ্টম স্থানে পাঠভবনের ছাত্র তথাগত রায়। কলকাতায় প্রথম স্থানাধিকারী
Higher Secondary Result Live: উচ্চ মাধ্যমিকে মেধাতালিকায় হুগলি থেকে সবচেয়ে বেশি পড়ুয়া
মেধাতালিকায় সবাইকে টেক্কা হুগলির। উচ্চ মাধ্যমিকের প্রথম দশে এ বছর হুগলি থেকে সবচেয়ে বেশি পড়ুয়া। আছে ১৪ জন। কলকাতার চার জন প্রথম দশে রয়েছে। পূর্ব মেদিনীপুর থেকে ৪, কলকাতা থেকে ৪ জন মেধাতালিকায়।