Live

এবার ভারতের জল ভারতেরই কথাতে থামবে, সিন্ধু জল চুক্তি নিয়ে পাকিস্তানকে বার্তা মোদির

 PM Narendra Modi Live : এবার ভারতের জল ভারতেরই কথাতে থামবে, সিন্ধু জল চুক্তি নিয়ে পাকিস্তানকে বার্তা মোদির  

ABP India@2047 Summit : এবিপি ইন্ডিয়া সামিটে (ABP India@2047 Summit) প্রধানমন্ত্রীর বার্তা স্বাভাবিকভাবেই চিন্তা বাড়াবে 'শত্রু দেশের'।

সিন্ধু জল চুক্তি নিয়ে পাকিস্তানকে বার্তা মোদির।

ABP India@2047 Summit : ভারত-পাকিস্তান যুদ্ধের (India Pakistan War) আবহে এবার পাকিস্তানকে (Pakistan Crisis) কড়া বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। এবিপি ইন্ডিয়া সামিটে (ABP India@2047 Summit) প্রধানমন্ত্রীর বার্তা স্বাভাবিকভাবেই চিন্তা বাড়াবে 'শত্রু দেশের'। জেনে নিন, কেন মোদির বার্তা শুনে অনাহারে মৃত্যুর কথা ভাববে পাকিস্তান।   
সিন্ধু জল চুক্তি নিয়ে পাকিস্তানকে কী বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী
এদিন এবিপি ইন্ডিয়া সামিটে প্রধানমন্ত্রী বলেন,  'আগে ভারতের হকের জলও বাইরে যাচ্ছিল। এবার ভারতের জল ভারতেরই কাজে আসবে, ভারতের অধিকারেই বইবে।' আজকের অনুষ্ঠানে পাকিস্তানের নাম উল্লেখ না করে প্রতিবেশী দেশক এই বার্তা দেন মোদি। যা চিন্তা বাড়িয়ে দিয়েছে ইসলামাবাদের। কারণ ইতিমধ্য়েই সিন্ধু জল চুক্তি সাসপেন্ড করেছে ভারত। যার পর থেকেই পাকিস্তানের তরফে আসছে একাধিক হুমকি।

পাল্টা হুমকি এসেছে পাকিস্তান থেকে

ভারত সিন্ধু জলচুক্তি সাসপেন্ড করায় পাক প্রাক্তন বিদেশমন্ত্রী বিলাওয়াল আলি ভুট্টো ভারতকে হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, ভারত সিন্ধুর জল বন্ধ করলে, হয় জল বইবে না হলে ভারতীয়দের রক্ত বইবে। যদিও ভারত যুদ্ধের প্রস্তুতি শুরু করতেই এখন সুর নরম করেছেন তিনি। এখন ভারতকে আলোচনায় বসার কথা বলছেন তিনি।
ভারতের জল যাবে না পাকিস্তানে। সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) সঙ্গে বিস্তারিত রোড ম্যাপ তৈরির পরই এই ঘোষণা করেছেন জলশক্তি মন্ত্রী সিআর পাটিল (CR Patil)। পাশাপাশি তিনি জানান, আগামী দিনে ভারত থেকে এক ফোঁটা জল পাবে না পাকিস্তান।

কী বলেছেন জলশক্তি মন্ত্রী

সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সিআর পাটিল বলেন, হোম মিনিস্টারের সঙ্গে এই বিষয়ে একটি রোড ম্যাপ তৈরি করা হয়েছে। যেখানে তিনটি বিষয়ে আলোচনা হয়েছে। পাকিস্তান যাতে ভারতের থেকে এক ফোঁটা জল না পায়, সেই জন্য কম , মাঝারি ও দীর্ঘ সময়ের পরিকল্পনা নেওয়া হয়েছে। শীঘ্রই নদীর পলি তোলার কাজ শুরু করে গতিপথ পরিবর্তন করা হবে। পহেলগাঁওয়ে পর্যটকদের ওপর জঙ্গি হামলার পরই এই বড় সিদ্ধান্ত নিয়েছে ভারত।

এই নিয়ে কী বলেছেন জম্মু- কাশ্মীরের মুখ্যমন্ত্রী

সিন্ধু জল চুক্তির বিষয়ে মুখ খুলেছেন জম্মু- কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। তিনি বলেন, ১৯৬০ সালের ভারত ও পাকিস্তানের মধ্যে হওয়া এই চুক্তি কাশ্মীরের জন্য সবথেকে বৈষম্য়মূলক একটি নথি। অবশেষে ভারত সরকার পদক্ষেপ নিল। আমরা কখনোই এই চুক্তির সঙ্গে সহমত ছিলাম না। 

আরও পড়ুন>>




Previous Post Next Post