SSC Case: এসএসসি-র এই অধিকার কোথায়? হাইকোর্টে বিস্ফোরক মন্তব্য বিচারপতির! যুক্তি সাজালেন আইনজীবী কল্যাণ
SSC Case: এসএসসি-কে বিচারপতি সৌমেন সেনের প্রশ্ন, এসএসসি রুল কি বলে এই অযোগ্যদের নিয়ে এমন আইনি যুক্তি তুলে ধরার কথা?

হাইকোর্টে 'অযোগ্য' বাদ আপিল মামলা৷ ডিভিশন বেঞ্চের প্রশ্নের মুখে SSC।
'এসএসসি'র অযোগ্যদের নিয়ে আদালতে সওয়াল করার আইনি অধিকার (লোকাস) কোথায়? এসএসসি রিক্রুটিং অথরিটি। তাহলে এসএসসি লোকাস কীভাবে আসে অযোগ্যদের হয়ে আইনি যুক্তি তুলে ধরার। প্রশ্ন বিচারপতি সৌমেন সেনের
এসএসসি-কে বিচারপতি সৌমেন সেনের আরও প্রশ্ন, এসএসসি রুল কি বলে এই অযোগ্যদের নিয়ে এমন আইনি যুক্তি তুলে ধরার কথা?
এসএসসি কাজ করে দিনের শেষে পাবলিক ইন্টারেস্টে বা জনস্বার্থে। পলিসি ডিসিশন আমাদের নিতে হয়। উত্তর এসএসসি-র আইনজীবী কল্যাণ বন্দোপাধ্যায়ের।
নবম-দশম, একাদশ -দ্বাদশে মোট নিয়োগ হবে নতুন বিজ্ঞপ্তী মেনে ৩৫৭২৬ পদে। আগে ২০১৬ সালে নবম থেকে দ্বাদশে নিয়োগ হয় ১৮৬১৭। ডিভিশন বেঞ্চে তথ্য জানাল SSC।
এসএসসি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে একক বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ চাকরিপ্রার্থীরা। লড়াই এবার ডিভিশন বেঞ্চে৷ সিঙ্গল বেঞ্চে চারটি বিষয়ে আবেদন ছিল, চারটির মধ্যে একটি বিষয়ে আবেদন মঞ্জুর করেছে সিঙ্গল বেঞ্চ। বাকি ৩ বিষয়ে আদালতে আবেদন করেছেন ফিরদৌস শামিম। অযোগ্যরা পরীক্ষায় বসতে পারবে না, চাকরিপ্রার্থীদের এই আবেদনে সাড়া দিয়েছেন একক বেঞ্চ।
বাকি তিনটি বিষয় নিয়ে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছেন ফিরদৌস শামিম। দাবিগুলির মধ্যে রয়েছে, নতুন রুলের বিজ্ঞপ্তি সিদ্ধান্ত খারিজ করুক আদালত। সেই সঙ্গে আরও দাবি বয়সের তারতম্যের ফারাক খারিজ করুক আদালত। পাশাপাশি তাঁদের দাবি, নূন্যতম যোগ্যতামান নম্বর এবং নম্বরের বিন্যাস বাতিল করুক আদালত। এই তিন বিষয় নিয়ে কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চে শুনানি চলছে।