Live

প্রত্যাঘাতে পাশে আছেন ট্রাম্প? বিস্তারিত পড়ুন

 Operation Sindoor : সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের চরম প্রত্যাঘাতে পাশে আছেন ট্রাম্প? বড় বার্তা ইজরায়েলেরও

সন্ত্রাসবাদের ইস্যুতেও বরাবর একসুরে কথা বলেছেন মোদি , ট্রাম্প। এবার 'অপারেশন সিঁদুরে'র পর কার পাশে থাকবে বলে জানাল আমেরিকা ? 

ভারতের চরম প্রত্যাঘাতে পাশে আছেন ট্রাম্প?
Source : ABP Ananda

নয়াদিল্লি :
 পুলওয়ামা হামলার পর পাকিস্তানের বালাকোটে এয়ারস্ট্রাইক হলেও, ১৯৭১-এর পর এই প্রথম। শুধু পাক অধিকৃত কাশ্মীর নয়, পাকিস্তানের অভ্যন্তরে ঢুকে চার-চারটি জায়গায় এয়ারস্ট্রাইক করল ভারত। পহেলগাঁও হামলার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ফোনে কথা বলে পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তিনি 'প্রিয় বন্ধু' সম্বোধন করেন। সন্ত্রাসবাদের ইস্যুতেও বরাবর একসুরে কথা বলেছেন দুজনে। এবার 'অপারেশন সিঁদুরে'র পর কার পাশে থাকবে বলে জানাল আমেরিকা ? 

 

 কী জানাল আমেরিকা ?

এর আগে এক সাংবাদিক সম্মেলনে  ট্রাম্প বলেছিলেন,'আমি ভারতের খুব কাছের, আমি পাকিস্তানেরও খুব কাছের। কাশ্মীর নিয়ে হাজার বছর ধরে লড়াই চলছে। সম্ভবত তার চেয়েও বেশি সময় ধরে। তবে এই হামলা খুবই খারাপ ঘটনা। '  ৬ মে গভীর রাতে ভারতীয় সেনার প্রত্যাঘাতের খবরে কী জানাল হোয়াইট হাউস? অপারেশন সিঁদুরের খবরে ট্রাম্প বলেন, "এটা লজ্জাজনক। আমরা এইমাত্র এটি সম্পর্কে শুনেছি, তারা দীর্ঘদিন ধরে লড়াই করছে... আমি আশা করি এটি খুব দ্রুত শেষ হবে।" 
কী জানালেন মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশ সচিব ?

এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশ সচিব রুবিয়ো সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে জানান, ভারত এবং পাকিস্তানের পরিস্থিতির দিকে নজর রাখেছে হোয়াইট হাউস। দুই দেশই পরমাণু শক্তিধর। তাই তাদের  মধ্যে সমস্যার শান্তিপূর্ণ সমাধান হওয়া বাঞ্ছনীয়। এই বিষয়ে চেষ্টাও চালিয়ে যাবে মার্কিন যুক্তরাষ্ট্র। পরিস্থিতির আপডেট রাখা হচ্ছে হোয়াইট হাউসের তরফে।  জানিয়েছেন রুবিয়ো।   

এর আগে ট্রাম্প বলেছিলেন, 'ভারত পাক সীমান্তে উত্তেজনা দেড় হাজার বছরের। পাকিস্তান এবং ভারতের মধ্যে সবসময়েই প্রচণ্ড উত্তেজনা ছিল। আমি দুই দেশের নেতাকেই চিনি। আমি নিশ্চিত যে, তাঁরা কোনও না কোনওভাবে এর সমাধান করবেন।'  

ইজরায়েলের প্রতিক্রিয়া 

ভারতের পাশে আছে ইজরায়েল। ভারতের জাতীয় পতাকার ছবি দিয়ে এক্স হ্যান্ডলে পোস্ট করেন ভারতে নিযুক্ত ইজরায়েলের মুখপাত্র গাই নির। 

ভারতের প্রত্যাঘাতে এখনও পর্যন্ত ৯০০ জঙ্গির মৃত্যু হয়েছে বলে  অনুমান। সূত্রের খবর, হামলার আগে, ঘাঁটিগুলিতে বহু জঙ্গির উপস্থিতি লক্ষ্য় করা যায়। বাহাওয়ালপুরে আড়াইশোর ওপর, মুরিদকেতে ১২০ জন, মুজফ্ফরাবাদে ১৩০, কোটলিতে প্রায় ৮০ জন, শিয়ালকোটে অন্তত ১০০ জন, গুলপুরে প্রায় ৮০ জন, ভীমবেরে ৬০ এবং চক অমরুতে প্রায় ৮০ জন জঙ্গির উপস্থিতি টের পাওয়া যায়। স্থানীয় সূত্রে দাবি, ভারতের প্রত্যাঘাতে কোটলিতে এখনও পর্যন্ত ৩০ জন হিজবুল জঙ্গির মৃত্যু হয়েছে। কোটলির এই জঙ্গি ঘাঁটি প্রায় ২৫ বছর ধরে চলছিল। 











Previous Post Next Post