Live

খবর

 India-Bangladesh Relations: পাকিস্তানকে আক্রমণ করলে উত্তর-পূর্ব ভারত দখল করে নেবে বাংলাদেশ? হুমকি ইউনূস-সহযোগীর

Muhammad Yunus: ২০২৪ সালের ডিসেম্বর মাসে ফজলুরকে National Independent Commission-এর চেয়াম্যান নিযুক্ত করে ইউনূস সরকার।


নয়াদিল্লি: কাশ্মীরে জঙ্গি হামলা নিয়ে পাকিস্তানের সঙ্গে সংঘাত জারি। সীমান্তের নিরাপত্তার উপর বাড়তি জোর দেওয়া হচ্ছে। আর সেই আবহে এবার বাংলাদেশ থেকে হুমকি এল। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূসের সহযোগী ভারতের উত্তর-পূর্ব অংশ দখলের ডাক দিলেন। এব্যাপারে চিনের সাহায্য় নেওয়া হতে পারে বলেও জানালেন তিনি। (India-Bangladesh Relations)

বাংলাদেশ সেনার প্রাক্তন আধিকারিক, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলুর রহমান এই মন্তব্য করেছেন। বর্তমানে ইউনূসের মুখ্য় উপদেষ্টা হিসেবে কাজ করছেন ফজলুর। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে বিতর্কিত মন্তব্য করেন তিনি। লেখেন, ‘ভারত পাকিস্তাকে আক্রমণ করলে, বাংলাদেশের উচিত হবে উত্তর-পূর্ব ভারতের সাত রাজ্য দখল করে নেওয়া। এব্যাপারে যৌথ সামরিক ব্যবস্থা নিয়ে চিনের সঙ্গে আলোচনা শুরু করা প্রয়োজন বলে মনে করি’। (Muhammad Yunus)

২০২৪ সালের ডিসেম্বর মাসে ফজলুরকে National Independent Commission-এর চেয়াম্যান নিযুক্ত করে ইউনূস সরকার।  ২০০৯ সালে বাংলাদেশ রাইফেলসের বিদ্রোহ এবং হত্যাকাণ্ড নিয়ে তদন্তের দায়িত্ব পান ফজলুর। বর্তমানে ইউনূসের মুখ্য উপদেষ্টাও তিনি। স্বভাবতই তাঁর মন্তব্য ঘিরে বিতর্ক শুরু হয়েছে। আর তাতে ফজলুরের সঙ্গে দূরত্ব বাড়িয়েছে ইউনূস সরকার। দেশের বিদেশমন্ত্রকের তরফে একটি বিবৃতি প্রকাশ করা হয় শুক্রবার, যাতে বলা হয়, ‘ওই মন্তব্যের সঙ্গে বাংলাদেশ সরকারের নীতির কোনও মিল নেই। বাংলাদেশ সরকার কোনও ভাবেই ওই মন্তব্যকে সমর্থন করে না’। এই ধরনের মন্তব্য করা থেকেও বিরত থাকতে বলা হয় সকলকে। 

 

আরও পড়ুন :>>

Next