Live

কী সুবিধে মিলবে এসবিআইয়ের এই স্কিমে ? বিস্তারিত -

 SBI Scheme: মাসে মাত্র ৫৯৩ টাকা জমিয়েই লাখপতি হবেন ! SBI দিচ্ছে বড় সুযোগ

SBI Har Ghar Lakhpati Yojana: যে কোনও ভারতীয় নাগরিক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এই স্কিমে বিনিয়োগ করতে পারেন। এসবিআইয়ের এই স্কিমে আপনি সিঙ্গল বা জয়েন্ট অ্যাকাউন্টে খাতা খুলতে পারেন

এই যোজনায় লাখপতি হতে পারেন আপনিও

Investment Scheme: আজকালকার দিনে সঞ্চয় সকলের জীবনেই একটি বিশেষ গুরুত্বপূর্ণ দিক হয়ে উঠেছে। কখন কীভাবে টাকার দরকার পড়বে জীবনে কেউ বলতে পারে না। আর এই পরিস্থিতিতে এমন কোনও নিশ্চয়তা নেই যে আপনার কোনও আত্মীয় আপনাকে আর্থিক সাহায্য করবে। কিন্তু নিজেই যদি মাসে মাসে অল্প অল্প করে টাকা (SBI Scheme) জমানো যায়, তা আপনারই অসময়ে কাজে লাগবে। আপনার সঞ্চয়ই আপনাকে কঠিন সময়ের হাত থেকে বাঁচাতে পারবে। আর তাই প্রত্যেকেই চাকরি হোক ব্যবসা, কাজের সঙ্গে সঙ্গে বিভিন্ন জায়গায় টাকা (Investment Scheme) জমান, বিনিয়োগ করেন। এমনই একটি বিনিয়োগের স্কিম নিয়ে এসেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এই স্কিমে মাসে মাত্র ৫৯৩ টাকা করে জমালেই লাখপতি হতে পারেন আপনিও।

প্রতি মাসে দিতে হবে ৫৯৩ টাকা

আজকাল বিনিয়োগের মাধ্যমে অল্প অল্প করে বড় টাকা সঞ্চয় করা খুবই সহজ হয়ে গিয়েছে। আপনিও চাইলে এসবিআইয়ের এই সঞ্চয় প্রকল্পে টাকা জমাতে পারেন। এই বিশেষ প্রকল্পের নাম হল এসবিআই লাখপতি রেকারিং ডিপোজিট স্কিম। আপনার জন্য এই স্কিম বিশেষ সুবিধেজনক হবে। এই স্কিমে টাকা জমানোর জন্য আপনি বার্ষিক ৬.৭৫ শতাংশ হারে সুদ পাবেন। তবে সাধারণ নাগরিকের থেকে প্রবীণ নাগরিকরা এই স্কিমে বেশি সুদ পাবেন। প্রবীণ নাগরিকদের জন্য এসবিআইয়ের এই বিশেষ রেকারিং ডিপোজিট স্কিমে সুদ পাওয়া যাবে ৭.২৫ শতাংশ।
আপনি যদি মাসে মাসে মাত্র ৫৯৩ টাকা করে এই স্কিমে জমান, তাহলে ১০ বছরে আপনি ১ লক্ষ টাকার ফান্ড জমা করে ফেলতে পারবেন। আর তাছাড়া আপনি যদি মাত্র ৩ বছরের মধ্যে ১ লক্ষ টাকা জমাতে চান, তাহলে এই স্কিমে আপনাকে ২৫০২ টাকা করে জমাতে হবে। আর আপনি যদি একজন প্রবীণ নাগরিক হয়ে থাকেন তাহলে আপনাকে মাসে ২৪৮২ টাকা করে জমাতে হবে তিন বছরে ১ লক্ষ টাকা জমানোর জন্য।

এইভাবে আপনি বিনিয়োগ করতে পারেন

যে কোনও ভারতীয় নাগরিক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এই হর ঘর লাখপতি স্কিমে বিনিয়োগ করতে পারেন। এসবিআইয়ের হর ঘর লাখপতি স্কিমে আপনি সিঙ্গল বা জয়েন্ট অ্যাকাউন্টে খাতা খুলতে পারেন। যে কোনও স্টেট ব্যাঙ্কের শাখায় গেলেই এই স্কিমে আপনি নাম নথিভুক্ত করাতে পারবেন এবং তারপর থেকে শুরু করতে পারেন বিনিয়োগ। শাখায় গেলেই আপনি একটি ফর্ম পাবেন, তা পূরণ অরে জমা দিতে হবে সংশ্লিষ্ট নথি সহ। আর এই ফর্ম জমা দেওয়ার পরে যাচাই করা হয়ে গেলে প্রতি মাসে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হবে।
Previous Post Next Post