Live

Independence Day: এই বছরের শেষেই আসবে ‘মেড ইন ইন্ডিয়া’ সেমিকন্ডাক্টর চিপ, লালকেল্লা থেকে বড় ঘোষণা মোদির

 Made in India Semiconductor Chip: বর্তমানে চিন, তাইওয়ান, দক্ষিণ কোরিয়া, জাপান, আমেরিকার মত দেশে সেমিকন্ডাক্টর চিপগুলি বৃহৎ পরিসরে তৈরি করা হয়। তবে এবার বাজারে আসবে মেড ইন ইন্ডিয়া সেমিকন্ডাক্টর চিপ।

ভারতে তৈরি সেমিকন্ডাক্টর চিপ আসবে এই বছরের শেষেই


Independence Day 2025: এখনও পর্যন্ত ভারত সেমিকন্ডাক্টরের জন্য অন্য দেশের উপরে নির্ভরশীল ছিল। প্রতি বছর সেমিকন্ডাক্টর আমদানিতে কোটি কোটি টাকা খরচ হয় দেশের, কিন্তু এবার এই পরিস্থিতি বদলে যেতে চলেছে। ১৫ অগাস্ট শুক্রবার স্বাধীনতা দিবস (Independence Day 2025) উপলক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লাল কেল্লা থেকে তাঁর বক্তব্যে বনলেন যে এই বছর অর্থাৎ ২০২৫ সালের শেষেই ভারতের বাজারে আসবে প্রথম মেড ইন ইন্ডিয়া সেমিকন্ডাক্টর চিপ।

এই পরিসরে মার্কিন শুল্কের আবহের মধ্যেও ভারতকে প্রযুক্তিগত দিক থেকে স্বনির্ভর করার জন্য সরকারের প্রচেষ্টা সম্পর্কেও কথা বলেন নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। তিনি দেশের অনেক কৌশলগত শিল্পকে সমর্থন করার জন্য জ্বালানি ও গুরুত্বপূর্ণ খনিজ পদার্থের ক্ষেত্রে দেশকে স্বনির্ভর হওয়ার প্রয়োজনীয়তার উপরেও জোর দেন।


সেমিকন্ডাক্টর চিপ তৈরিতে এগিয়ে এই দেশগুলি


বর্তমানে চিন, তাইওয়ান, দক্ষিণ কোরিয়া, জাপান, আমেরিকার মত দেশে সেমিকন্ডাক্টর চিপগুলি বৃহৎ পরিসরে তৈরি করা হয়। চিন ও তাইওয়ান একাই বিশ্বের প্রায় ৭৫ শতাংশ চিপ তৈরি করে থাকে। সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রিসভা ইন্ডিয়া সেমিকন্ডাক্টর মিশনের অধীনে চারটি নতুন প্রকল্প অনুমোদন করার পরে প্রধানমন্ত্রী মোদি প্রথমবারের মত এই বছরের শেষে বাজারে ভারতে তৈরি সেমিকন্ডাক্টর চিপ আসার কথা জানান এদিন। চিপ নির্মাণের পরিকাঠামো উন্নত করার প্রতি ভারতের নিরন্তর প্রচেষ্টার ফসল এই উদ্যোগ।


এই নতুন উদ্যোগের জন্য ভারতের খরচ হবে ৪৬০০ কোটি টাকা। আর এর ফলে ২০৩৪ জনের দক্ষ কর্মসংস্থান তৈরি হবে, সঙ্গে আরও অনেক পরোক্ষ কর্মসংস্থান তৈরি হবে বলে আশা করা হচ্ছে। এর ফলে ইন্ডিয়া সেমিকন্ডাক্টর মিশনের অধীনে অনুমোদিত মোট প্রকল্পের সংখ্যা দাঁড়াবে ১০টি-তে, যার মোট পরিকল্পিত বিনিয়োগের পরিমাণ হবে ১.৬০ লক্ষ কোটি টাকা। মোট ৬টি রাজ্যে বিস্তৃত হবে এই প্রকল্পগুলি।


থ্রি ডি গ্লাস সলিউশইনস ইনকর্পোরেটেড, কন্টিনেটাল ডিভাইস ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড এবং অ্যাডভান্সড সিস্টেম ইন প্যাকেজ টেকনোলজিস এই তিনটি প্রস্তাব অনুমোদিত হয়েছে ইতিমধ্যেই। SiCsem এবং 3D Glass তাদের ফেসিলিটি শুরু করবে ওড়িশায়, CDIL কাজ শুরু করবে পঞ্জাবে আর ASIP অন্ধ্রপ্রদেশে কার্যক্রম শুরু করবে। ভারতে সেমিকন্ডাক্টর এবং ডিসপ্লে ম্যানুফ্যাকচারিং ইকোসিস্টেমের উন্নয়নের জন্য সরকার ৭৬ হাজার কোটি টাকা খরচ করে সেমিকন ইন্ডিয়া প্রকল্প চালু করেছে।  

Previous Post Next Post