Live

কিছুই জানি না’! রাশিয়ার সঙ্গে আমেরিকার বাণিজ্য প্রসঙ্গে ভারতের দাবি নিয়ে খোঁজখবর নিতে চান ডোনাল্ড ট্রাম্প

 কিছুই জানি না’! রাশিয়ার সঙ্গে আমেরিকার বাণিজ্য প্রসঙ্গে ভারতের দাবি নিয়ে খোঁজখবর নিতে চান ডোনাল্ড ট্রাম্প

রাশিয়ার থেকে তেল আমদানি করায় ভারতের উপর রুষ্ট মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই কারণে ভারতীয় পণ্যের উপর আরও আমদানি শুল্ক চাপানোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি। তার পরেই রাশিয়া-আমেরিকা বাণিজ্য প্রসঙ্গে মুখ খোলে নয়াদিল্লি।



রাশিয়ার থেকে ইউরেনিয়াম এবং সার আমদানি করে আমেরিকা? দু’দেশের বাণিজ্য নিয়ে সেই প্রশ্ন উঠতেই কিছু জানেন না বলে দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিষয়টি নিয়ে খোঁজখবর নিতে হবে বলেও জানান তিনি!

রাশিয়ার কাছ থেকে তেল আমদানি করায় ভারতের উপর রুষ্ট মার্কিন প্রেসিডেন্ট। সেই কারণে ভারতীয় পণ্যের উপর আরও আমদানি শুল্ক চাপানোর হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের হুঁশিয়ারির প্রতিক্রিয়া দিতে দেরি করেনি নয়াদিল্লি। ভারতের বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়, রাশিয়ার থেকে তেল কেনা নিয়ে নয়াদিল্লিকে বার বার উদ্দেশ্যপ্রণোদিত ভাবে নিশানা করছে আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়ন। এটি শুধু অন্যায্যই নয়, অযৌক্তিকও। এর পরই রাশিয়া এবং আমেরিকার বাণিজ্য প্রসঙ্গ টেনে আনে নয়াদিল্লি। পাল্টা তারা দাবি করেছে, রাশিয়ার কাছ থেকে পারমাণবিক শিল্পের জন্য প্রয়োজনীয় ইউরেনিয়াম হেক্সাফ্লোরাইড, প্যালাডিয়াম, বিবিধ সার এবং রাসায়নিক কেনে আমেরিকা। এমনকি রাশিয়া-ইউক্রেন সংঘর্ষের পরেও সেই আমদানি অব্যাহত রয়েছে।

নয়াদিল্লির এই দাবি প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্টের প্রতিক্রিয়া জানতে চান সাংবাদিকেরা। ট্রাম্পের তখন জানান, বিষয়টি সম্পর্কে অবহিত নন তিনি! মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘‘আমি এই সম্পর্কে কিছুই জানি না। বিষয়টি দেখতে হবে।’’ পাশাপাশি, ভারতের উপর অতিরিক্ত শুল্ক চাপানোর বিষয় নিয়েও সুর চড়ান ট্রাম্প।


ভারতের সঙ্গে আমেরিকার একটি বাণিজ্যচুক্তি হওয়ার কথা। কিন্তু দু’পক্ষ এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছোতে পারেনি। তার মধ্যেই ভারতীয় পণ্যের উপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করার কথা ঘোষণা করেছিলেন ট্রাম্প। তিনি জানিয়েছিলেন, রাশিয়ার কাছ থেকে তেল এবং অস্ত্র কেনার জন্য ভারতকে ‘জরিমানা’ও দিতে হবে। জরিমানার অঙ্ক কত, তা স্পষ্ট করেননি ট্রাম্প। একতরফা ভাবে ভারতীয় পণ্যের উপর শুল্ক আরোপের বিষয় নিয়ে ভারতের বিভিন্ন মহলে আলোচনা চলছে। আদৌ ভারতের সঙ্গে আমেরিকার আর ‘বন্ধুত্বপূর্ণ’ সম্পর্ক থাকবে কি না, তা নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন কেউ কেউ। বিশ্ব কূটনৈতিক মহলে চর্চায় রয়েছে ট্রাম্পের শুল্কযুদ্ধ। কিন্তু তাতেও থামছে না তাঁর আস্ফালন। সোম এবং মঙ্গলবার, পর পর দু’দিন ভারতের উপর আরও শুল্ক চাপানোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।


মঙ্গলবার সন্ধ্যায় (ভারতীয় সময়) সংবাদমাধ্যম ‘সিএনবিসি’-কে দেওয়া সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘‘ভারত ভাল ব্যবসায়িক বন্ধু নয়। কারণ ওরা আমাদের সঙ্গে ব্যবসা করে। কিন্তু আমরা ওদের সঙ্গে ব্যবসা করতে পারি না।’’ তার পরেই ভারতের উপর অতিরিক্ত শুল্ক চাপানোর কথা আবার জানান ট্রাম্প। তাঁর কথায়, ‘‘আগামী ২৪ ঘণ্টার মধ্যে ভারতের উপর আরও শুল্ক চাপাতে চলেছি।’’ তবে ভারতীয় পণ্যের উপর কত পরিমাণ অতিরিক্ত শুল্ক আরোপ করা হবে, তা নিয়ে স্পষ্ট করে কোনও ধারণা দেননি ট্রাম্প। সোমবারও একই সুর শোনা গিয়েছিল তাঁর কণ্ঠে।



Previous Post Next Post