Live

এসআইআর নিয়ে প্রস্তুতি সেরে ফেলুন! পশ্চিমবঙ্গ-সহ সব রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চলের সিইওদের চিঠি কমিশনের

 এসআইআর নিয়ে প্রস্তুতি সেরে ফেলুন! পশ্চিমবঙ্গ-সহ সব রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চলের সিইওদের চিঠি কমিশনের

এসআইআরের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন বিএলও, বিএলও সুপারভাইজ়ারেরা। সিইও দফতরকে তাঁদের নিয়োগ করে প্রশিক্ষণের প্রক্রিয়া সম্পন্ন করতে বলেছে কমিশন।




বিহারে ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা (স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা এসআইআর) হয়ে গিয়েছে। এ বার পশ্চিমবঙ্গ-সহ বাকি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে শুরু হবে এসআইআরের কাজ। সেই কাজের জন্য রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে প্রস্তুতি সেরে রাখতে বলল নির্বাচন কমিশন। কমিশন সূত্রে জানা গিয়েছে, সকল রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও)-এর দফতরকে চিঠি দেওয়া হয়েছে। চিঠিতে বুথ লেভেল অফিসার (বিএলও), বিএলও সুপারভাইজ়ার, বুথ লেভেল এজেন্ট (বিএলএ) নিয়োগ এবং তাঁদের প্রশিক্ষণের কাজ শেষ করতে বলা হয়েছে। সেই সংক্রান্ত তথ্য অবিলম্বে জমা দিতেও বলা হয়েছে সিইও-দের।

কমিশন সূত্রে জানা গিয়েছে, বিহার ছাড়া দেশের বাকি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরকে চিঠি দেওয়া হয়েছে। কমিশন সূত্রে খবর, এসআইআরের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন বিএলও, বিএলও সুপারভাইজ়ারেরা। সিইও দফতরকে তাঁদের নিয়োগ করে প্রশিক্ষণের প্রক্রিয়া সম্পন্ন করতে বলেছে কমিশন। প্রতিটি ভোটকেন্দ্রের জন্য এক জন বিএলও থাকবেন। কোনও বুথে যদি ১২০০-র বেশি ভোটার থাকে, সেখানে আলাদা বিএলও নিয়োগ করতে হবে। বিএলও সুপারভাইজ়ারের অধীনে ১০টির বেশি ভোট কেন্দ্রের দায়িত্ব দেওয়া যাবে না। ইআরও (ইলেকশন রিটার্নিং অফিসার)-র শূন্যপদও পূরণ করতে হবে। কমিশন জানিয়েছে, এসআইআরের বিষয়ে বুথ লেভেল এজেন্ট (বিএলএ)-কেও অবগত করতে হবে। তাঁরা বিএলওদের সঙ্গে এলাকায় ঘোরেন। কাজ দেখাশোনা করেন। এই বিএলএ নিয়োগের জন্য রাজনৈতিক দলগুলিকে লিখিত ভাবে জানিয়ে দিতে হবে সিইও-র দফতরকে। কোনও রাজনৈতিক দলের বিএলএ না-থাকলে, নিয়োগ করতে হবে বলে জানিয়েছে কমিশন। পাশাপাশি, এ-ও জানিয়েছে বিএলও, বিএলও সুপারভাইজ়ার, বিএলএ-দের বিষয়ে সব তথ্য অবিলম্বে জমা দিতে হবে সিইও-র দফতরকে।

কমিশন সূত্রে খবর, এ রাজ্যে যে কোনও সময় এসআইআরের বিজ্ঞপ্তি জারি হতে পারে। কমিশনের এক আধিকারিক জানিয়েছেন, সুপ্রিম কোর্টে বিহারের এসআইআর নিয়ে মামলা চলছে। ১২ অগস্ট মামলার পরবর্তী শুনানি। তার পরেও বিজ্ঞপ্তি জারি করা হতে পারে।
পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা (স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা এসআইআর) হয়েছিল ২০০২ সালে। সেই ভোটার তালিকাকে ভিত্তি করে কাজ এগোতে চাইছে নির্বাচন কমিশন। সোমবার রাজ্যের ২০০২ সালে ভোটার তালিকা প্রকাশের কাজ শুরু করা হয়েছে কমিশনের তরফে। এখনও পর্যন্ত ১১টি জেলার শতাধিক বিধানসভা ক্ষেত্রের ভোটার তালিকা প্রকাশ করেছে কমিশন।
Previous Post Next Post