আলিপুরদুয়ার, দুর্গাপুরের পরে এ বার মোদীর তৃতীয় সভা দমদমে, এ বছর হবে আরও সাতটি
গত ২৯ মে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার এবং ১৮ জুলাই পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে এসেছিলেন প্রধানমন্ত্রী। দু’জায়গাতেই প্রশাসনিক এবং রাজনৈতিক, দু’রকম কর্মসূচি ছিল মোদীর। দমদমের সেন্ট্রাল জেল ময়দানের সভাস্থলেও তেমনটাই হবে বলে বিজেপির একটি সূত্রের খবর।
পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন ক্রমশ এগিয়ে আসছে। আর রাজ্যে বাড়তি নজর দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্য বিজেপি সূত্রের খবর, অগস্টের তৃতীয় সপ্তাহে দমদমে সরকারি প্রকল্পের উদ্বোধন এবং জনসভা করতে আসছেন প্রধানমন্ত্রী।
গত ২৯ মে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার এবং ১৮ জুলাই পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে এসেছিলেন প্রধানমন্ত্রী। দু’জায়গাতেই প্রশাসনিক এবং রাজনৈতিক, দু’রকম কর্মসূচি ছিল মোদীর। দমদমের সেন্ট্রাল জেল ময়দানের সভাস্থলেও তেমনটাই হবে বলে বিজেপির একটি সূত্রের খবর। জনসভা মঞ্চের পিছনেই প্রশাসনিক সভার মঞ্চ তৈরি হবে। প্রথমে প্রধানমন্ত্রী সেখানেই যাবেন। কিছু সরকারি প্রকল্পের শিলান্যাসের পাশাপাশি ইতিমধ্যেই তৈরি কোনও প্রকল্পের উদ্বোধনও মোদীর কর্মসূচির তালিকায় থাকতে পারে। তবে সে সব এখনও স্পষ্ট জানানো হয়নি।
প্রশাসনিক কর্মসূচি শেষ করে অদূরে জনসভার মঞ্চে যাবেন মোদী। আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ড ময়দান এবং দুর্গাপুরের নেহরু স্টেডিয়ামেও তেমনটাই করেছিলেন তিনি। দমদমের প্রশাসনিক কর্মসূচিতে কলকাতা মেট্রোর কোনও প্রকল্পের উদ্বোধন করতে পারেন প্রধানমন্ত্রী। বিজেপির ওই সূত্র জানাচ্ছে, চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত পশ্চিমবঙ্গে মোট ১০টি প্রশাসনিক ও রাজনৈতিক কর্মসূচিতে যোগ দিতে পারেন প্রধানমন্ত্রী মোদী। আগামী বছরের গোড়ায় প্রধানমন্ত্রীকে সামনে রেখে বিগ্রেড সমাবেশ করারও পরিকল্পনা রয়েছে রাজ্য বিজেপির।
Tags
#modi #abp ananda