Live

আগামীকাল কি বন্ধ থাকবে ব্যাঙ্ক ?

 Bharat Bandh: দেশজুড়ে ধর্মঘটের ডাক দিয়েছেন ২৫ কোটি কর্মী, ৯ জুলাই বুধবার কি বন্ধ থাকবে ব্যাঙ্ক ?

Bharat Bandh on July 9: ১০টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও তাদের সহযোগীদের একটি ফোরাম আগামীকাল বুধবার ৯ জুলাই সাধারণ ধর্মঘট বা ভারত বন্ধ ডেকেছে। আগামীকাল কি ব্যাঙ্কও বন্ধ থাকবে ?


আগামীকাল কি বন্ধ থাকবে ব্যাঙ্ক ?


Bharat Bandh 2025: আগামীকাল বুধবার দেশব্যাপী ধর্মঘট হওয়ার কথা রয়েছে। ২৫ কোটিরও বেশি কর্মী এই ধর্মঘটে সামিল হবেন বলে জানা গিয়েছে। এদের মধ্যে ব্যাঙ্কিং, বিমা, ডাক ও ইনফ্রাস্ট্রাকচারের মত সরকারি পরিষেবা খাতে নিযুক্ত কর্মীরাও (Bank Strike) রয়েছেন। আগামীকাল দেশজুড়ে ভারত বনধের ফলে পরিষেবা ব্যাহত হতে পারে। বেশ কিছু শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে এই ধর্মঘটের ডাক দিয়েছেন। তারা আগামীকাল সরকারের (Bharat Bandh 2025) শ্রমিক-বিরোধী, কৃষক বিরোধী এবং দেশবিরোধী কর্পোরেট নীতির প্রতিবাদ জানাবেন,

এই মর্মে ১০টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও তাদের সহযোগীদের একটি ফোরাম আগামীকাল বুধবার ৯ জুলাই সাধারণ ধর্মঘট বা ভারত বন্ধ ডেকেছে। এক বিবৃতিতে কর্মীদের এই দেশব্যাপী সাধারণ ধর্মঘটকে 'একটি দুর্দান্ত সাফল্য' বলে চিহ্নিত করেছেন। এই বিবৃতিতে আরও বলা হয়েছে যে সরকারি ও বেসরকারি অসংগঠিত অর্থনীতির সকল ক্ষেত্রগুলিতে প্রস্তুতি চলছে শ্রমিক ইউনিয়নগুলির মধ্যে।

অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেসের অমরজিৎ কৌর পিটিআই সংবাদমাধ্যমে জানিয়েছেন যে, ২৫ কোটিরও বেশি শ্রমিক এই ধর্মঘটে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। গ্রামীণ শ্রমিক-কর্মীরাও এই ধর্মঘটে সামিল হবেন বলেই জানা গিয়েছে। শ্রমিক ইউনিয়ন ফোরাম সর্বশেষ একটি বিবৃতিতে জানিয়েছে যে গত বছর শ্রমমন্ত্রী মনসুখ মান্ডব্যের কাছে ১৭ দফা দাবির একটি সনদ জমা করা হয়।

ব্যাঙ্ক, স্কুল-কলেজ কি বন্ধ থাকবে আগামীকাল ?

হিন্দ মজদুর সভার হরভজন সিং সিধু পিটিআই সংবাদমাধ্যমে জানিয়েছেন যে ধর্মঘটের কারণে ব্যাঙ্কিং, ডাক, কয়লাখনি, কারখানা, রাষ্ট্রীয় পরিবহন পরিষেবা প্রভাবিত হবে। তাছাড়া সোমবার ব্যাঙ্ক-কর্মীদের একটি সংগঠন জানিয়েছে যে আগামীকাল ভারত বনধে ব্যাঙ্কিং সেক্টরের কর্মীরাও যোগ দেবেন। অল ইন্ডিয়া ব্যাঙ্ক কর্মী সমিতির সঙ্গে যুক্ত পশ্চিমবঙ্গ প্রাদেশিক ব্যাঙ্ক কর্মী সমিতি জানিয়েছে যে বিমা খাতের কর্মীরাও এই ধর্মঘটে যোগ দেবেন।

আগামীকাল ভারত বনধে ২৭ লক্ষেরও বেশি বিদ্যুৎ বিভাগের কর্মী অংশ নেওয়ার কারণে ৯ জুলাই সারা দেশে বিদ্যুৎ বিভ্রাট হতে পারে। তবে ব্যাঙ্ক এবং অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করা হয়নি বনধের ব্যাপারে। সরকারি ছুটি নেই আগামীকাল, তবে এই বনধের কারণে পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। এই বনধের কারণে রাজ্য সরকার এখনও স্কুল-কলেজ বা অন্য কোনও প্রতিষ্ঠানে ছুটির ঘোষণা করেনি।   

Previous Post Next Post