Viral Video: শিশুকে একা ঘরে রেখে বাইরে মা, বহুতলের জানলা দিয়ে গলে গেল বাচ্চাটি! এরপরই...
বহুতলের জানলা দিয়ে পড়ে যাচ্ছিল শিশু, জওয়ানদের চিৎকার 'ঘুম ভাঙল' বাড়ির লোকের, ভাইরাল ভিডিও

কর্মীদের তৎপরতায় ওই শিশুর প্রাণ রক্ষা পায়
Source : ABP Ananda
পুনে: মুহূর্তের ভুলে ঘটে যাচ্ছিল এক ভয়াবহ কাণ্ড। যদিও ভাগ্যে ও দমকলকর্মীর সাহসিকতার জেরে রীতিমতো প্রাণে বাঁচল এক চার বছরের খুদে।
পুণের গুজর নিম্বালকার ওয়াদি এলাকার সোনাওয়ানে একটি বহুতলে থাকে ভাবিকা নামের একটি বছর চারেকের খুদে ও তার পরিবার। মেয়েকে বাড়িতে তালাবন্ধ রেখে বড় মেয়েকে নিয়ে স্কুলের গাড়ি ধরতে বেরোন মা। বড় মেয়েকে স্কুলে নামাতে যাওয়ার সময় বাইরে থেকে ঘরটি তালাবদ্ধ করে রাখেন। ভাবিকাকে তৃতীয় তলায় একা রেখে যান।
শিশুমন, দুষ্টুমি করতে করতেই বহুতলের জানলা গলে বাইরে বেরিয়ে আসে। লোহার গ্রিল ভেদ করে মাথা বের করে বারান্দার ধারে পা রাখে সে। তবে বিপদ বুঝতে পেরে গ্রিলটি শক্ত করে ধরে রাখে, নড়াচড়া করতে না পেরে। সেই সময় সোসাইটির বাসিন্দাদের লক্ষ্যে আসে গোটা বিষয়টি। শিশুটিকে লক্ষ্য করে সাহায্যের জন্য চিৎকার করতে শুরু করে তাঁরা।
যোগেশ চবন, একজন অগ্নিনির্বাপক কর্মী, তিনি সবে ছুটি কাটিয়ে ফিরেছিলেন। এই হট্টগোল পৌঁছয় তাঁর কানে। তিনি তৎক্ষণাৎ তৃতীয় তলায় দৌড়ে যান কিন্তু ঘরটি তালাবদ্ধ দেখতে পান। এরপর তিনি দৌড়ে এসে শিশুর মা কে দেখতে পেয়ে চাবি নিয়েই দৌড়ে যান। দরজা খুলে জানালা দিয়ে ভাবিকাকে নিরাপদে ভেতরে টেনে আনেন। ঘটনাটি সকাল ৯:০৬ মিনিটে ঘটে। সকলেই বলছেন যে চবন সময়মতো হস্তক্ষেপ না করলে এই ঘটনাই মর্মান্তিক রূপ নিতে পারত।
পুণের কাটরাজের এই ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়।