Ghatal Flood: ফিরল আতঙ্কের দিন, ফের জলের তলায় ঘাটালের একাধিক এলাকা
West Midnapore News: বর্ষার শুরুতেই ফিরল পশ্চিম মেদিনীপুরের ঘাটালের পরিচিত ছবি। টানা বৃষ্টিতে শিলাবতীর নদীর জলস্তর বেড়ে ভাসছে ঘাটাল। যেদিকে দু'চোখ যায় শুধু জল আর জল।
বর্ষার শুরুতেই ফিরল পশ্চিম মেদিনীপুরের ঘাটালের পরিচিত ছবি। টানা বৃষ্টিতে শিলাবতীর নদীর জলস্তর বেড়ে ভাসছে ঘাটাল। যেদিকে দু'চোখ যায় শুধু জল আর জল। এক তলার বাড়ি থেকে দোকানপাটের বেশিরভাগটাই জলের তলায়। বাড়ি থেকে বেরোনোর একমাত্র ভরসা নৌকা। ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরাও। ঘাটালের আড়গোড়ার বাসিন্দা বলেন, "আমাদের এই পরিস্থিতি। ঘাটাল মাস্টার প্ল্য়ান কবে হবে জানিনা। কিন্তু খাল সংস্কার করলে এই অবস্থা হত না।''
অন্যদিকে চন্দ্রকোণা থেকে বন্যার জল কমতেই বেরিয়ে আসছে একের পর এক কঙ্কালসার চেহারা। শুক্রবার আত্মীয়র বাড়ি থেকে ফেরার পথে, জলের তোড় ভাসিয়ে নিয়ে গিয়েছিল চন্দ্রকোণার বাসিন্দা, ৪২ বছর বয়সি তুলসী রুইদাসকে। শনিবার এলাকায় জলস্তর কমতেই চাষের জমি থেকে উদ্ধার হয় তাঁর নিথর দেহ। গুরুত্বপূর্ণ রাজ্য সড়ক থেকে শুরু করে চাষবাসের বেহাল ছবি, এলাকা পরিদর্শনে বিধায়ক থেকে শুরু করে প্রশাসনের আধিকারিকেরা। চন্দ্রকোনা এক ও দু'নম্বর ব্লকের বেশকিছু এলাকা এখনও জলমগ্ন। বিচ্ছিন্ন যোগাযোগ, নেই বিদ্যুৎ এলাকাতে পানীয় জলের সমস্যা ও দেখা দিয়েছে। কৃষিকাজের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন কৃষকেরা। চন্দ্রকোনা দু নম্বর ব্লকের বিভিন্ন এলাকা ঘুরে দেখলেন চন্দ্রকোনার বিধায়ক অরূপ ধাড়া বন্যায় ব্যাপক ক্ষতির কথা স্বীকার করলেন তিনি।
আবহাওয়ার আপডেট: তবে দুর্যোগ থেকে এখনই রেহাই মিলবে না। আজ, রবিবারও দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হতে পারে ঝড় বৃষ্টি। বীরভূম ও মুর্শিদাবাদ জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাসের সতর্কতা। সোমবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে। উপকূলের জেলা এবং পশ্চিমের জেলাগুলিতে ঝড়ের গতিবেগ ৫০ কিলোমিটার প্রতি ঘণটায় থাকবে। মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, বুধবার ও বৃহস্পতিবার ভারী বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা আরও বাড়বে।