Live

দুর্ঘটনাগ্রস্ত বিমানের ব্ল্যাকবক্স বিদেশে পাঠানো নিয়ে কোনও সিদ্ধান্ত হয়নি, স্পষ্ট করল অসামরিক বিমান পরিবহন মন্ত্রক বিস্তারিত

 Ahmedabad Plane Crash: দুর্ঘটনাগ্রস্ত বিমানের ব্ল্যাকবক্স বিদেশে পাঠানো নিয়ে কোনও সিদ্ধান্ত হয়নি, স্পষ্ট করল অসামরিক বিমান পরিবহন মন্ত্রক

Ahmedabad Plane Crash CVR: বিমান বিপর্যয়ের আগে শেষমুহূর্তে কী হয়েছিল ? রহস্য লুকিয়ে কি ব্ল্যাকবক্সেই ? ডিকোডিংয়ের জন্য এই ডিভাইসকে কি বিদেশে পাঠানো হবে ? স্পষ্ট করল অসামরিক বিমান পরিষেবা মন্ত্রক

দুর্ঘটনাগ্রস্ত বিমানের ব্ল্যাকবক্স বিদেশে পাঠানো নিয়ে কোনও সিদ্ধান্ত হয়নি, স্পষ্ট করল অসামরিক বিমান পরিবহন মন্ত্রক

নয়াদিল্লি: আমদাবাদ বিমান বিপর্যয়ের পরপরই ক্ষতিগ্রস্থ অবস্থায় ককপিটের ব্ল্যাকবক্সটি উদ্ধার হয়েছে। তবে এদিন বৃহস্পতিবার অসামরিক বিমান পরিষেবা মন্ত্রক স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে, CVR বা DFDR বিদেশে পাঠানো নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। এবিষয়ে যাবতীয় বিশ্লেষণের পরেই সিদ্ধান্ত নেওয়া হবে।


অসামরিক বিমান পরিষেবা মন্ত্রকের দাবি, কিছু সংবাদমাধ্যম ইতিমধ্যেই এমন সম্প্রচার করেছে যে, বিমান বিপর্যয়ে এয়ার ইন্ডিয়ার AI171 উড়ান থেকে  উদ্ধার হওয়া ব্ল্যাকবক্স CVR/DFDR বিদেশে ডিকোডিংয়ের জন্য পাঠানো হচ্ছে। কিন্তু সব যান্ত্রিক বিষয়ে, সুরক্ষার ইস্যুগুলি এবং নিরাপত্তার দিকগুলি খতিয়ে দেওখার পরেই  এই যাবতীয় সিদ্ধান্ত নেবে AAIB (Aircraft Accident Investigation Bureau).

তথ্যসূত্র : IANS



Previous Post Next Post