ENG vs IND: শার্দুল না নীতীশ? কত নম্বরে নামবেন শুভমন গিল? প্রথম টেস্টের জন্য ভারতীয় একাদশ বাছলেন শাস্ত্রী
Indian Cricket Team: ছয় ব্যাটার, তিন ফাস্ট বোলার এবং দুই অলরাউন্ডারকে নিয়েই হেডিংলি টেস্টের জন্য নিজের পছন্দের ভারতীয় দল বাছাই করলেন রবি শাস্ত্রী।
নয়াদিল্লি: তারকা ত্রয়ীর অবসরের পর মাঠে নামতে চলেছে ভারতীয় দল। শুক্রবার থেকে হেডিংলিতে শুরু হচ্ছে ভারত বনাম ইংল্যান্ডের (ENG vs IND) পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ়। এই সিরিজ়ের শুভমন গিলের নেতৃত্বাধীন ভারতীয় দলে যেমন একাধিক নতুন মুখ রয়েছে, তেমন প্রসিদ্ধ কৃষ্ণ, করুণ নায়াররা প্রত্যাবর্তনও ঘটাচ্ছেন। তাই ভারতীয় (Indian Cricket Team) একাদশ কেমন হবে, সেই নিয়ে জোর জল্পনা, কল্পনা।
প্রথম টেস্টে কেমন হতে পারে ভারতীয় দল? সেই বিষয়েই নিজের মতামত ব্যক্ত করলেন প্রাক্তন ভারতীয় কোচ রবি শাস্ত্রী (Ravi Shastri)। তিনি কিন্তু লিডসে ভারতীয় দলে এক তরুণ তুর্কি অভিষেকের সম্ভাবনা দেখছেন। ওপেনিংয়ে তাঁর পছন্দ বাঁ হাতি, ডান হাতি ব্যাটারের কম্বিনেশন। আইসিসিকে দেওয়া সাক্ষাৎকারে শাস্ত্রী বলেন, 'ওপেনিংয়ে আমার মতে জয়সওয়াল ও রাহুলের খেলা উচিত। রাহুলের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সফর। দলের সবথেকে অভিজ্ঞ ক্রিকেটার ও। গত সফরেও তো ও ওপেন করেছিল, শতরানও হাঁকিয়েছিল। তাই ওর ওপেন করা উচিত বলে আমার মনে হয়। তিনে আমি তরুণ সাই সুদর্শনকে দেখতে চাই। ওর যেটুুকু খেলা দেখেছি আমার বেশ ভালই লেগেছে।'
নতুন অধিনায়ক শুভমন গিলকে চার নম্বরে ব্যাট করতে দেখতে চান শাস্ত্রী, পাঁচে তাঁর পছন্দ করুণ নায়ার। 'বর্তমান ফর্মে অনুযায়ী যা বুঝছি করুণ নায়ার পাঁচে এবং ছয় নম্বরে পন্থ। আমার মতে করুণ খুব খাটা খাটনি করে দলে ফিরেছে। ঘরোয়া ক্রিকেটে ওর পারফরম্যান্স অসাধারণ।' মত তাঁর সাতে নম্বরে রবীন্দ্র জাডেজাকেই পছন্দ শাস্ত্রীর। আর ফাস্ট বোলিং অলরাউন্ডার হিসাবে নীতীশ রেড্ডির বদলে শাস্ত্রীর কাছে এগিয়ে শার্দুল ঠাকুর।
লিডসে মেঘলা পরিবেশে ফাস্ট বোলার হিসাবে দলে জায়গা পাওয়ার জন্য মূল লড়াইটা অর্শদীপ ও প্রসিদ্ধ কৃষ্ণের মধ্যেই হবে। তবে শাস্ত্রীর ভোট প্রসিদ্ধর দিকে। তিনি বলেন, 'আমি হলে তিন ফাস্ট বোলার এবং শার্দুল ঠাকুরকে নিয়ে নামতাম। নীতীশ রেড্ডি ও শার্দুল ঠাকুরের মধ্যে লড়াইটা কঠিন। তবে কে কতটা বল করে, সেইদিকটা নজর দেওয়া উচিত। রেড্ডি ১২, ১৪ ওভার বল করলে ওই এগিয়ে থাকব, কারণ ওর ব্যাটিংটা ভাল। আর তিন ফাস্ট বোলারের ক্ষেত্রে আমি প্রসিদ্ধ কৃষ্ণকে দলে নেব, মহম্মদ সিরাজ দলে থাকবে এবং অবশ্যই থাকবে যশপ্রীত বুমরা।'
Tags
#ipl2025