Live

টাইটান্সের ওপেনাররা ২০০ রানের পার্টনারশিপ গড়ে দলকে জেতালেন বিস্তারিত পড়ুন #DCvsGT #SaiSudarshan #ShubmanGill #IPL2025 #ABPLIVE

 DC vs GT: সুদর্শনের শতরান, গিলের ৯৩, দিল্লি ক্যাপিটালসকে দুরমুশ করে প্লে-অফে পৌঁছল গুজরাত টাইটান্স

Delhi Capitals vs Gujarat Titans: এক ওভার বাকি থাকতেই দিল্লি ক্যাপিটালসকে পরাস্ত করে আইপিএলের লিগ তালিকার শীর্ষে পৌঁছে গেল গুজরাত টাইটান্স।



নয়াদিল্লি: যে কোনও পরিবেশ, পিচ, পরিস্থিতিতেই ২০০ রানের লক্ষ্য সহজ নয়। তবে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে (Delhi Capitals vs Gujarat Titans) কার্যত হেলায় জিতল গুজরাত টাইটান্স। এক ওভার ও ১০ উইকেট বাকি রেখেই ম্যাচ জিতে নিল টাইটান্স। প্লে-অফেও নিজেদের স্থান পাকা করলেন শুভমন গিলরা (Shubman Gill)। সাই সুদর্শন (Sai Sudharsan) ১০৮ ও গিল ৯৩ রানের দুরন্ত ইনিংসে দলের জয় সুনিশ্চিত করলেন তাঁরা। গুজরাতের এই জয়ে আরসিবি ও পঞ্জাব কিংসের প্লে-অফও পাকা হয়ে গেল।

এদিন টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন টাইটান্স অধিনায়ক শুভমন গিল। গিলদের হয়ে দলে ফেরেন কাগিসো রাবাডা। অপরদিকে, দিল্লি একাদশে রাখা হয়েছে মুস্তাফিজুর রহমানকেও। স্টার্কের পরিবর্তে মুস্তাফিজুর রহমানকে দলে নিয়েছে রাজধানীর ফ্র্যাঞ্চাইজি। তবে গতকাল বাংলাদেশের হয়ে আমিরশাহির বিপক্ষে খেলার পর আজ বাংলাদেশি তারকা ম্যাচ খেলবেন, এমনটা হয়তো অনেকেই ভাবেননি। তবে সকলকে খানিক চমকে দিয়েই তাঁকে দলে রাখা হয়েছে।

গুজরাত টাইটান্সের বিরুদ্ধে দুরন্ত সেঞ্চুরি হাঁকান তারকা ক্রিকেটার। তাঁর অপরাজিত ১১২ রানে ভর করেই নির্ধারিত ২০ ওভারে তিন উইকেটের বিনিময়ে ১৯৯ রান তোল দিল্লি ক্যাপিটালস। অপরদিকে অবশ্য কেউ তেমন সাপোর্ট দিলে রানটা আরেকটু বাড়তে পারত। তবে, তা হয়নি। রাহুলের ১১২-র পর দিল্লির হয়ে অভিষেক পোড়েল সর্বাধিক ৩০ রানের ইনিংস খেলেন।

দু'শো রান তাড়া করার বেশ কঠিন চ্যালেঞ্জ। দিল্লির বোলারদের সামনে গুজরাতের দুরন্ত ছন্দে থাকা টপ অর্ডারের বেশ কঠিন পরীক্ষা হবে বলে মনে করেছিলেন সবাই। তবে কোথায় কী! কার্যত হেসেখেলে জিতল টাইটান্স। গিলরা কোনও উইকেট তো হারানইনি, এমনকী কোনওসময়ে দেখেও তাদের যে খুব চাপে মনে হয়েছে এমনটা নয়।

ম্যাচের পঞ্চম ওভারে টাইটান্স ৫০ রানের গণ্ডি পার করে, ১১ ওভারেই শতরানের গণ্ডিও পার করে ফেলে তারা। সাই সুদর্শন ৩০ বলে প্রথমে নিজের অর্ধশতরান পূরণ করেন এবং তারপর দেখতে দেখতেই ছক্কা হাঁকিয়ে ৫৬ বলে নিজের সেঞ্চুরিও পূরণ করে ফেলেন। গিল শতরান করেননি, তবে তাঁর ৯৩ রানের ইনিংস কিন্তু কোনও অংশে কম ছিল না। টাইটান্স অধিনায়কের ইনিংসে তাঁর ক্লাস ছিল চোখের পড়ার মতো। তিনি ৩৩ বলে অর্ধশতরান করেন এবং শেষমেশ এক পরিপক্ক ব্যাটারের মতো দলকে জিতিয়েই মাঠ ছাড়েন। 
Previous Post Next Post