Live

এবার ভারতের আম আটকাল আমেরিকা । বিশদে পড়ুন #DonaldTrump #USIndiaRelation


 US India Relation: ভারতের ১৫টি আমের কন্টেনার আটকাল আমেরিকা, ৪.২ কোটি টাকার ক্ষতি

Donald Trump On India:যদিও আমের এই শিপমেন্টগুলি বাতিলের পিছনে কারণ দেখিয়েছে আমেরিকা।

এবার ভারতের আম আটকাল আমেরিকা ।
Donald Trump On India: ভারত থেকে আমেরিকায় (US India Relation) ঢোকার আগেই আটকে দেওয়া হল ১৫ টি আমের কন্টেনার। যার ফলে কমপক্ষে ৪.২ কোটি টাকার ক্ষতির মুখে পড়তে হল ভারতের রফতানিকারকদের। যদিও আমের এই শিপমেন্টগুলি বাতিলের পিছনে কারণ দেখিয়েছে আমেরিকা।

নতুন করে ক্ষতির মুখে পড়ল ভারতের রফতানি ক্ষেত্র

ভারত ট্রাম্পের কথা না মানতেই একে একে খাঁড়া নেমে এসেছে দেশের অর্থনীতির ওপর। ট্রেড না করার হুমকি থেকে অ্যাপলকে ভারতে আইফোন তৈরি করতে মানা করেছেন মার্কিন প্রেসিডেন্ট। এরই মধ্যে নতুন করে ক্ষতির মুখে পড়ল ভারতের রফতানি ক্ষেত্র। আমেরিকা ১৫টি আমের শিপমেন্ট বাতিল করতেই ভারতের রফতানিকারকদের বিপুল ক্ষতির মুখে পড়তে হয়েছে। 

শিপমেন্ট বাতিল করার পিছনে কী কারণ দিচ্ছে আমেরিকা

এই শিপমেন্ট বাতিলের পিছনে ডকুমেন্টেশনের ত্রুটির কারণ দেখিয়েছে আমেরিকা। মার্কিন যুক্তরাষ্ট্র ভারত থেকে পাঠানো বেশ কয়েকটি আমের চালান প্রত্যাখ্যান করেছে। লস অ্যাঞ্জেলেস, সান ফ্রান্সিসকো এবং আটলান্টার বিমানবন্দরে কমপক্ষে ১৫টি চালান বাতিল করা হয়েছে। মার্কিন কৃষি বিভাগের (USDA) তত্ত্বাবধানে ৮ এবং ৯ মে নভি মুম্বাইয়ের ভাশিতে অবস্থিত একটি কারখানায় এই আমগুলি রেডিয়েশনের মধ্য দিয়ে গিয়েছিল। যা কীটপতঙ্গ নির্মূল ও আমেরা শেলফ লাইফ বাড়ানোর জন্য একটি বাধ্যতামূলক প্রক্রিয়া।

মার্কিন কর্তৃপক্ষ এই রেডিয়েশন সম্পর্কিত নথিতে অনিয়ম, বিশেষ করে PPQ203 ফর্ম প্রত্যাখ্যানের কারণ হিসাবে উল্লেখ করেছে। PPQ203 হল ভারতে মার্কিন আধিকারিকদের দ্বারা জারি করা একটি গুরুত্বপূর্ণ শংসাপত্র। যা নিয়ে মুখ খুলেছেন রফতানিকারকরা।তারা দাবি করেছেন, এই দোষ হয় থাকলে তা নভি মুম্বাইয়ের রেডিয়েশন কেন্দ্রের, তাদের নয়। একজন রপ্তানিকারক বলেছেন, "আমরা কোনও ভুল করিনি, তবুও আমাদের এর জন্য শাস্তি দেওয়া হচ্ছে।"
ইকোনমিক টাইমসের রিপোর্ট অনুসারে, প্রত্যাখ্যাত চালানগুলি হয় ভারতে ফেরত পাঠানো হবে অথবা নষ্ট করে দেওয়া হবে। আমের পচনশীল প্রকৃতি ও ফিরিয়ে আনার বিপুল খরচের কারণে, রপ্তানিকারকরা ফল নষ্ট করার সিদ্ধান্ত নিয়েছেন, যার ফলে প্রায় $500,000 (প্রায় 4.2 কোটি টাকা) ক্ষতি হয়েছে।
ইকোনমিক টাইমসের মতে, USDA ক্ষতিগ্রস্ত রপ্তানিকারককে জানিয়েছে- "ভুল PPQ203" এর কারণে মার্কিন কাস্টমস ও সীমান্ত সুরক্ষা বাহিনী এই ফল ঢুকতে দেয়নি। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই শিপমেন্ট "পুনরায় রপ্তানি বা ধ্বংস করতে হবে।" মার্কিন সরকার এই আম পাল্টা পাঠানোর খরচ বহন করবে না।


India US Trade Deal : ট্রাম্প মুখ খুলতেই পাল্টা দিল ভারত, ইন্দো-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এই বললেন বিদেশমন্ত্রী 

Donald Trump S Jaishankar News : বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (S Jaishankar) বুঝিয়ে দিলেন সম্মানজনক চুক্তি না হলে সেখানে নেই ভারত। জেনে নিন, আজ কী বলেছেন মোদির মন্ত্রী (PM Modi)। 

ট্রাম্পকে পাল্টা দিল ভারত..

Donald Trump S Jaishankar News : ২৪ ঘণ্টাও গেল না, ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি (India US Trade Deal) নিয়ে ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) মুখ খুলতেই পাল্টা দিল ভারত। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (S Jaishankar) বুঝিয়ে দিলেন সম্মানজনক চুক্তি না হলে সেখানে নেই ভারত। জেনে নিন, আজ কী বলেছেন মোদির মন্ত্রী (PM Modi)। 

কী বলেছেন মার্কিন প্রেসিডেন্ট

এবার ভারত-আমেরিকার বাণিজ্য চুক্তি (India US Trade) নিয়ে বড় দাবি করলেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। আমেরিকার প্রেডিডেন্ট জানিয়েছেন, মার্কিন আমদানির ওপর সব শুল্ক খারিজ করার প্রস্তাব দিয়েছে ভারত। দোহায় বিজনেস লিডারদের এক সমাবেশে মার্কিন প্রেসিডেন্ট বলেন, "ভারত আমাদের এমন একটি চুক্তির প্রস্তাব দিয়েছে, যেখানে মূলত তারা আমাদের উপর আক্ষরিক অর্থে কোনও শুল্ক আরোপ করতে ইচ্ছুক নয় বলে জানিয়েছেন।" বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েলের ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনার আগে এই মন্তব্য করেছেন ট্রাম্প। বাণিজ্যমন্ত্রী ১৬ মে থেকে মার্কিন সফরে থাকবেন। সেখানেই এই নিয়ে আলোচনা হবে। 

পাল্টা কী বলছেন বিদেশমন্ত্রী 

এদিন এই প্রসঙ্গে মুখ খুলেছে ভারত। সাংবাদিকের প্রশ্নের উত্তরে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, ''যেকোনও বাণিজ্য চুক্তি দুই পক্ষের জন্য লাভজনক হওয়া উচিত। এই চুক্তি উভয় দেশের জন্য কাজে লাগতে হবে। বাণিজ্য চুক্তি থেকে আমাদের এটাই প্রত্যাশা।" বিদেশমন্ত্রী আরও বলেন, "ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য আলোচনা চলছে। এগুলি জটিল আলোচনা। সবকিছু ঠিক না হওয়া পর্যন্ত কিছুই সিদ্ধান্ত নেওয়া হয় না। যতক্ষণ না এটি সম্পন্ন হয়, ততক্ষণ পর্যন্ত এটি সম্পর্কে কোনও মন্তব্য অকাল রায় দেওয়ার সমান।" বৃহস্পতিবার সংবাদ সংস্থা এএনআই-এর সঙ্গে কথোপকথনের সময় এই মন্তব্য করেন এস জয়শঙ্কর।

পাকিস্তান নিয়ে এই মন্তব্য করেন বিদেশমন্ত্রী

 এখানেই শেষ নয়, আজ ভারত -পাকিস্তান যুদ্ধ নিয়েও মুখ খুলেছেন বিদেশমন্ত্রী। তিনি বলেছেন, ভারতের প্রত্যাঘাতে দিশেহারা হয়ে সংঘর্ষবিরতি চেয়েছিল পাকিস্তানই। স্যাটেলাইট ইমেজেও পাকিস্তানে ধ্বংসের ছবি ধরা পড়েছে’। সূতরাং বোঝাই যাচ্ছে কারা ও কেন সংঘর্ষবিরতি চেয়েছিল।

Share Market Today : পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতি না করলে ভারতের বাণিজ্যে ক্ষতির হুমকি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট (Donald Trump)। যদিও মোদি সরকার (PM Modi) জানিয়ে দেয়, অপারেশন সিঁদুর (Operation Sindoor) এখনও বন্ধ হয়নি। পাকিস্তান হামলা (India Pakistan Tension) করলে এবার বুঝিয়ে দেবে ভারত। আর কোনও নিউক্লিয়ার ব্ল্যাকমেল সহ্য করা হবে না। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সেই বক্তব্যের প্রতিফলন দেখা গেল ভারতের শেয়ার বাজারে (Indian Share Market)।   

আজ কী হয়েছে বাজারে 

এদিন ভারতীয় স্টক মার্কেটের বেঞ্চমার্ক সূচক সেনসেক্স ও নিফটি ৫০, বৃহস্পতিবার ১৫ মে বড় লাফ দিয়েছে । যার নেতৃত্বে এইচডিএফসি ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্ক ও রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ সহ নির্বাচিত হেভিওয়েটদের শেয়ার রয়েছে। আজ সেনসেক্স ৮১,৩৫৪.৪৩ এ খোলে। আগের ক্লোজিংয়ের ৮১,৩৩০.৫৬ পয়েন্টের তুলনায় ১,৩৮৮ পয়েন্ট বা ১.৭ শতাংশ বেড়ে ৮২,৭১৮-এর ইন্ট্রাডে হাইয়ে পৌঁছেছে। 

আরও পড়ুন:>>



Previous Post Next Post