Live

পাওয়ার প্লেতে ৮৯ রান তুলেও হারল রয়্যালস বিস্তারিত পড়ুন:

 RR vs PBKS: স্পিনজালে নাস্তানাবুদ রয়্যালস, যশস্বী, জুরেলের দুরন্ত হাফসেঞ্চুরির পরেও ১০ রানে হারল রাজস্থান

RR vs PBKS: স্পিনজালে নাস্তানাবুদ রয়্যালস, যশস্বী, জুরেলের দুরন্ত হাফসেঞ্চুরির পরেও ১০ রানে হারল রাজস্থান

জয়পুর: ২০ ওভারে ২২০ রানের লক্ষ্য, কোনও মাঠ, পিচ, পরিবেশেই সহজ নয়। তবে মানসিংহ স্টেডিয়ামে এর আগেও দু'শো রান তাড়া করে সহজেই ম্যাচ জিতেছে রাজস্থান রয়্যালস। এই ম্যাচেও তেমনটারই আশা করছিলেন রয়্যালস সমর্থকরা। নির্ধারিত লক্ষ্যে শুরুটা দুরন্তভাবে করেছিল রয়্যালস। দুই বাঁ-হাতি তরুণ ওপেনার অর্শদীপ সিংহদের বিরুদ্ধে কার্যত দাপট দেখান। পাওয়ার প্লেতেই মাত্র এক উইকেটে উঠে ৮৯ রান।

এমন পরিস্থিতিতে রাজস্থান যে ম্যাচে অনেকটাই এগিয়ে ছিল, তা বলাই বাহুল্য। তবে ফের একবার সেই চেনা ছবি ধরা পড়ল। ফের একবার জয়ের স্থান থেকে হার ছিনিয়ে আনল রাজস্থান রয়্যালস। মিডল অর্ডারে ধ্রুব জুরেল লড়াকু অর্ধশতরানের ইনিংস খেলে দলকে জেতানোর আপ্রাণ চেষ্টা করেন। তবে তাঁকে তেমন কেউ সঙ্গই দেননি। শেষমেশ ১০ রানে হারতে হরল রাজস্থান রয়্যালসকে। তবে এই জয় সত্ত্বেও প্লে-অফে পঞ্জাবের স্থান এখনও পাকা নয়। অবশ্য রাতের ম্যাচে গুজরাত টাইটান্স দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে হারালেই কিন্তু ছবিটা বদলে যাবে। পঞ্জাব, গুজরাত ও আরসিবি একেবারে তিন দল প্লে-অফে পৌঁছে যাবে।

আরও পড়ুন:>>


Previous Post Next Post