Kashmir Attack: ফের ভারতে গ্রেফতার ২ পাক চর, 'অমৃতসর বায়ুসেনা ঘাঁটি সম্পর্কে পাকিস্তানকে তথ্য সরবরাহ করছিল ধৃতরা..'!
Two Pakistani Spy Arrested In India : পহেলগাঁওকাণ্ডে উত্তেজনার আবহেই গ্রেফতার দুই পাক চর..
সম্প্রতি রাজস্থানের জয়সলমেরে পাক গুপ্তচরকে গ্রেফতার করা হয়। জয়সলমেরে পাঠান খান নামে ISI এজেন্ট পাকড়াও । সূত্র মারফত খবর, '২০১৩-য় পাকিস্তান গিয়ে ISI-র সঙ্গে যোগাযোগ। পাকিস্তানে ট্রেনিং নিয়ে ভারতে ফিরেই শুরু গুপ্তচরবৃত্তি', জয়সলমেরের সীমান্ত নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাচারের অভিযোগ। প্রায় ১ মাস ধরে দফায় দফায় জেরার পরে ওই পাক গুপ্তচর গ্রেফতার করা হয়।
এদিকে কিছুদিন আগেই হিযবুত তাহরীর, AQIS ও ISIS-এর সঙ্গে যুক্ত সন্দেহে এক মহিলা সহ চারজনকে গ্রেফতার করেছিল ঝাড়খণ্ড ATS। ধৃতরা অবৈধ অস্ত্র ব্যবসা এবং দেশবিরোধী কার্যকলাপে জড়িত ছিল বলে জানিয়েছিল ATS। ধৃত গুলফাম হাসান, অয়ন জাভেদ, সেহজাদ আলম ও শবনম পারভিনের কাছ থেকে দু'টি পিস্তল, ১২টি কার্তুজ, ইলেকট্রনিক গ্যাজেট ও নিষিদ্ধ সংগঠনের মালা উদ্ধার করা হয়। UAPA আইনে ২০২৪ সালে হিযবুত তাহরীকে নিষিদ্ধ করা হয়েছিল, তারপর থেকে দেশে এটি প্রথম মামলা বলে জানিয়েছিল ঝাড়খণ্ড পুলিশ।
বৈসরনে হামলার আগে জঙ্গিরা, পহেলগাঁওয়েরই অ্য়ামিউজমেন্ট পার্ক, বেতাব ভ্যালি, আরু ভ্যালি এবং চন্দনওয়াড়িতে রেকি করেছিল বলে জম্মু-কাশ্মীর পুলিশ সূত্রে দাবি। সেখানে ভাল যোগাযোগ ব্যবস্থা থাকায় সেই সব জায়গায় হামলার পরিকল্পনা বাতিল করা হয়। দুর্গম বলেই বৈসরনকে হামলার জন্য বেছে নিয়েছিল জঙ্গিরা। হঠাৎ করে জঙ্গল থেকে বেরিয়ে এসে গুলিবৃষ্টি নয়। একেবারে পরিকল্পনা মাফিক, একাধিক জায়গায় রেকি করে, ভেবেচিন্তে,তারপরই পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় হামলা চালিয়েছিল পাকিস্তানেক জঙ্গিরা। এবার তদন্তকারীদের হাতে এল সেই প্রমাণ ।
বৈসরনে হামলার আগে, ওভার গ্রাউন্ড ওয়ার্কার বা OGW-দের মদতে আরও যে চার জায়গায় জঙ্গিরা রেকি করেছিল সেগুলি হল,পহেলগাঁওয়ের অ্য়ামিউজমেন্ট পার্ক, বেতাব ভ্যালি, আরু ভ্যালি এবং চন্দনওয়াড়ি। জঙ্গিরা প্রথম রেকি করেছিল,পহেলগাঁওয়ের এই অ্য়ামিউজমেন্ট পার্কে। কেন এই অ্য়ামিউজমেন্ট পার্কে হামলার পরিকল্পনা বাতিল করে জঙ্গিরা? তার কারণ, এই রাস্তা। যা ধরে দিয়ে মাত্র সাত মিনিটেই এখানে চলে আসতে পারত সেনা বা জমমু-কাশ্মীর পুলিশের জওয়ানরা। এরপর জঙ্গিরা রেকি করেছিল পহেলগাঁওয়ের আরু ভ্যালিতেও।
আরও পড়ুন>>
ভয়ঙ্কর হুঙ্কার তিন আন্তর্জাতিক ত্রাসের, বিস্তারিত