Modi Shah Bengal Visit: দুদিনের ব্যবধানে রাজ্যে মোদি-শাহ, ২০২৬-র ভোটের আগে কী বার্তা?
WB Assembly Election 2026: বৃহস্পতিবার, অর্থাৎ ২৯ মে রাজ্য়ে আসছেন নরেন্দ্র মোদি। আর, ২ দিন পর, ৩১ মে কলকাতায় আসছেন অমিত শাহ।
কলকাতা: বছর খানেক বাদেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। ছাব্বিশের ভোটকে পাখির চোখ করে, বৃহস্পতিবার রাজ্য়ে আসছেন নরেন্দ্র মোদি। আলিপুরদুয়ারে প্রশাসনিক বৈঠক ও রাজনৈতিক সভা করবেন তিনি। ৩১ মে, দুদিনের সফরে রাজ্য়ে আসবেন অমিত শাহ। ১ জুন, সকালে প্রশাসনিক কর্মসূচি ও বিকেলে রাজ্য় বিজেপির মণ্ডল সভাপতিদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তাঁর। ভোট আসলেই নরেন্দ্র মোদি- অমিত শাহ বেশি আসেন, তাঁরা আসার পরেও বিজেপি হেরেছে, মন্তব্য় কুণাল ঘোষের।
বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। ধীরে ধীরে তেতে উঠতে শুরু করেছে রাজ্য় রাজনীতি। আর এই আবহেই বৃহস্পতিবার, অর্থাৎ ২৯ মে রাজ্য়ে আসছেন নরেন্দ্র মোদি। আর, ২ দিন পর, ৩১ মে কলকাতায় আসছেন অমিত শাহ। অর্থাৎ বিজেপির দুই শীর্ষ নেতার পরপর পশ্চিমবঙ্গ সফর। নজরে কি বঙ্গ বিধানসভা ভোট? এখন থেকেই কি সুর বেধে দিতে আসছেন বিজেপির দুই মহারথী? বৃহস্পতিবার, আলিপুরদুয়ারে আসছেন প্রধানমন্ত্রী। সূত্রের খবর, প্রশাসনিক বৈঠক ও রাজনৈতিক সভা করবেন তিনি। আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ মনোজ টিগ্গা বলেন, "মঞ্চ বাঁধার সামগ্রী পৌঁছে গেছে। ৮-১০টা ট্রাকে। গতকাল মাঠ পরিদর্শন করে গেছেন আধিকারিকরা। লক্ষাধিক লোক আসবে।''
নরেন্দ্র মোদি আসার ২ দিন বাদেই অর্থাৎ ৩১ মে, কলকাতায় আসছেন অমিত শাহ। ১ জুন, সকালে বাংলাদেশ সীমান্তে প্রশাসনিক কর্মসূচি রয়েছে তাঁর। বিকেলে সায়েন্স সিটি অডিটোরিয়ামে পশ্চিমবঙ্গ বিজেপির মণ্ডল সভাপতিদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে অমিত শাহর। বিজেপির সূত্রে খবর, কয়েক মাস পরেই বঙ্গে বিধানসভা ভোট, তার আগে প্রতিমাসে মোদি-শাহ-নাড্ডার একটি করে জনসভার জন্য আবেদন জানানো হয়েছে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে। এনিয়ে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, "ভোট আসলেই মোদী-শাহ বেশি আসেন। এরা রাজনৈতিক পর্যটকের ভূমিকা নিয়ে নেন৷ এর আগেও এরা নিয়মিত এসেছেন। ২০২১,২০২৩,২০২৪ এসেছেন। তারা আসার পরেও বিজেপি হেরেছে৷ আমাদের কথা খালি হাতে আসছেন কেন? বাংলার টাকা বকেয়া। ৩৭০০ কোটি টাকা মমতা বন্দোপাধ্যায় নিজের তহবিল থেকে টাকা দিয়েছেন৷ খালি হাতে শুধু কথা বলতে আসবেন না৷'' যদিও এনিয়ে রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন, "তাদের আসার সঙ্গে বিধানসভা ভোটের সম্পর্ক নেই। তবে সরকারি কাজে তারা আসছেন। মোদিজি জনসভা করবেন।''
আরও পড়ুন>>
কী ঘটতে চলেছে বাংলাদেশে? বিস্তারিত #Bangladesh #yunus