Muhammad Yunus:'কাজ করতে পারছেন না',পদত্যাগ করতে চাইছেন মহম্মদ ইউনূস, ফের বড় পরিবর্তনের সঙ্কেত বাংলাদেশে
জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম আরও বলেন, ইউনূস জানিয়েছেন, তিনি কাজ করতে পারছেন না।
ঢাকা : ইতিমধ্যেই মহম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার ভার্সেস বাংলাদেশ সেনার দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে । আর এবার সামনে এল বড় খবর। জল্পনা শোনা যাচ্ছিলই। দেশের বর্তমান অবস্থায় নাকি কাজ করতেই পারছেন না মহম্মদ ইউনূস। তিনি নাকি পদ ছাড়তে চান। এবার একেবারে ঘোড়ার মুখের খবর দিলেন জাতীয় নাগরিক পার্টির নেতা নাহিদ ইসলাম। তিনি ইউনূসের সঙ্গে দেখা করে বেরিয়েই চাঞ্চল্যকর দাবি করেছেন। এমন খবরই প্রকাশ বিবিসি বাংলায়। ইউনূসের ‘ভাবনা’ তাঁর কানে আসছিল। তাই নিজ-কানে কথাটা শুনতেই ইউনূসের 'যমুনা'য় পৌঁছেছিলেন তিনি। সেখান থেকে বেরিয়েই নাহিদ জানিয়ে দেন, সত্যই পদত্যাগের কথা ভাবছেন ইউনূস।
নাহিদ জানান, "আমরা আজ সকাল থেকেই স্যারের (ইউনূস) পদত্যাগের খবর পাচ্ছি। তাই আমি স্যারের সাথে দেখা করতে গিয়েছিলাম বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য। তিনি বলেছেন, তিনি সত্যিই এ বিষয়ে ভাবছেন। তিনি মনে করেন এখন পরিস্থিতি এমন যে তিনি কাজ করতে পারছেন না"। বিবিসি বাংলাকে জানান তিনি। ইউনূস জানিয়েছেন, রাজনৈতিক দলগুলি একটি সাধারণ ভিত্তি তৈরি করতে না পারলে তিনি কাজ করতে পারবেন না। যদিও নাহিদ তাঁর ‘স্যর’কে তিনি পদত্যাগ না করার অনুরোধই জানিয়ে এসেছেন।
প্রসঙ্গত উল্লেখ্য, বিএনপির লাগাতার নির্বাচনের দাবি তুলছে। বিক্ষোভ দেখাচ্ছে। এর পর বিভিন্ন রাজনৈতিক দলগুলি যদি তাঁকে পূর্ণ সমর্থন না করে, তাহলে মহম্মদ ইউনূস পদত্যাগ করবেন বলে জানিয়েছেন। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম আরও বলেন, ইউনূস জানিয়েছেন, তিনি কাজ করতে পারছেন না। তাঁকে একটা গণ অভ্যুত্থানের পর দেশের পরিবর্তন, সংস্কারের স্বার্থে প্রধান উপদেষ্টার দায়িত্বে আনা হয়েছিল। কিন্তু এখন বিভিন্ন রাজনৈতিক দলগুলো মিলে এমন পরিস্থিতি তৈরি করেছে , যেখানে কাজ করা সম্ভব নয়। তাঁর প্রায় হাত-পা-বাঁধা অবস্থা। এই পরিস্থিতিতে নাহিদ ইসলাম ইউনূসকে আবারও তাঁর সিদ্ধান্ত সম্পর্কে ভেবে দেখতে বলেছেন।
ইতিমধ্যেই মহম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার ভার্সেস বাংলাদেশ সেনার দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে । বুধবার বাংলাদেশে নির্বাচন নিয়ে, বিএনপির সঙ্গে গলা মিলিয়েই তত্ত্বাবধায়ক সরকারের উপর চাপ সৃষ্টি করেছেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান । আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি করেন তিনি। তিনি বলেন, দেশ গত ৯ মাস ধরে অভিভাবকহীন। এদিকে বিএনপি স্পষ্ট জানিয়ে দিয়েছে, আগামী ডিসেম্বরের মধ্যে পরবর্তী সাধারণ নির্বাচনের জন্য একটি নির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করা না হলে অন্তবর্তী সরকারের সঙ্গে সহযোগিতার বিষয়টি পুনর্বিবেচনা করতে বাধ্য হবে তারা। এই পরিস্থিতিতে ইউনূস দায়িত্ব ছাড়তে চাওয়ার কথা বললেন।
Tags
#Bangladesh #yunus