Live

Gold Price: শুক্রবারে সস্তা হল সোনা, স্বস্তি গ্রাহকদের ! আজ ১ ভরিতে কত কমবে খরচ ?

 Gold Price: শুক্রবারে সস্তা হল সোনা, স্বস্তি গ্রাহকদের ! আজ ১ ভরিতে কত কমবে খরচ ?

Gold Rate Today in Bengal on 18 April: বাংলার বাজারে আজ শুক্রবার ১৮ এপ্রিল ২৪ ক্যারাট, ২২ ক্যারাট এবং ১৮ ক্যারাট সোনার দাম (Gold Price) কমেছে।




Gold Silver Rate on 18 April: সোনার দাম প্রতিদিনই ওঠানামা করতে থাকে। দাম কমলে স্বস্তি মেলে গ্রাহকদের। কম দামে সোনা কেনার সুযোগ পান সকলেই। পয়লা বৈশাখের পর থেকেই হু হু করে বেড়েই চলছিল সোনার দাম। তবে আজ সেই দাম (Gold Rate Today) বাড়ার ধারায় ছেদ পড়েছে। দাম আজ খানিক কমেছে সোনার। বাংলার বাজারে আজ শুক্রবার ১৮ এপ্রিল ২৪ ক্যারাট, ২২ ক্যারাট এবং ১৮ ক্যারাট সোনার দাম (Gold Price) কমেছে। অন্যদিকে রুপোর দামও কেজিতে ২০০ টাকা কমেছে। আজ সোনার গয়না গড়াতে কত খরচ হবে ?


  

সোনা ভারতে বলুন বা বাংলায় একটি অত্যন্ত শুভ ধাতু বলেই মনে করা হয়। যে কোনও অনুষ্ঠানে বা শুভ কাজে সোনা উপহার দেওয়ার চল রয়েছে। আবার অনেকে সোনাকে বিনিয়োগের মাধ্যম হিসেবেও মনে করেন। ফলে সোনার দাম বাড়লে বিনিয়োগে বেশি মুনাফা আসলেও সোনার গয়না কেনার পক্ষে খরচ অনেকখানি বেড়ে যায়। সবচেয়ে বিশুদ্ধ সোনা ২৪ ক্যারাটের, যদিও এই সোনায় গয়না গড়া হয় না। সঞ্চয়ের জন্য যাঁরা সোনার বার বা কয়েন কেনেন, তাঁরাই পাকা সোনা কেনেন। 

আজকের সোনার দাম ( ১৮ এপ্রিল ২০২৫)                  

সোনাওজনদাম (টাকায়)
২৪ ক্যারেট (Fine Gold 995)১ গ্রাম৯৫৪০
২২ ক্যারেট (কিনতে গেলে)১ গ্রাম৯০৬৫
২২ ক্যারেট (বেচতে গেলে)১ গ্রাম৮৬৮১
১৮ ক্যারেট১ গ্রাম৭৪৪০
রুপো (৯৯৯)১ কেজি৯৬,২১৫

*১৯৯৩ সালে তৈরি হয় স্বর্ণশিল্প বাঁচাও কমিটি। গোটা রাজ্যেই কার্যকর এই সংগঠন। স্বর্ণশিল্পী এবং স্বর্ণ ব্যবসায়ীদের নিয়ে এই সংগঠনের কার্যকলাপ। বর্তমানে এর কার্যনির্বাহী সভাপতি সমর কুমার দে।  

সোনা কেনা বা বিক্রির সময় কয়েকটি বিষয় মনে রাখা আবশ্যক:               

  • সোনার বিশুদ্ধতা: সোনার বিশুদ্ধতা ক্যারেটে প্রকাশ করা হয়। ২৪ ক্যারেট সোনা ৯৯.৯% খাঁটি এবং ২২ ক্যারেট সোনা ৯২% খাঁটি।  ১৪ এবং ১৮ ক্যারেটে যথাক্রমে মাত্র ৫৮.৩৩% এবং ৭৫% খাঁটি সোনা থাকে।
  • গয়নায় হলমার্ক:  হলমার্কে জুয়েলারের শনাক্তকরণ চিহ্ন, হলমার্কিংয়ের বছর, ক্যারেট এবং ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS) এর স্ট্যাম্প উল্লেখ থাকে। BIS স্ট্যাম্প হল একটি সার্টিফিকেট যা নিশ্চিত করে যে গয়নাটি ব্যুরো কর্তৃক নির্ধারিত মান অনুসারে তৈরি করা হয়েছে। এর পাশাপাশি, জুয়েলারদের ব্যক্তিগত হলমার্কও থাকে। তাতে  ধাতুর বিশুদ্ধতা এবং তৈরির বছর লেখা থাকে।
  • বাইব্যাক: অনেক গয়নার দোকানে পুরাতন গয়নার বদলে নতুন গয়না কিনতে চাইলে বাইব্যাকের অপশন রয়েছে। নকশা এবং ট্রেন্ড পরিবর্তিত হতে পারে, তবে সোনার মূল্য একই থাকে। অতএব, কেনার সময় বাইব্যাক নিয়ে আলোচনা করে নিতে পারেন। 
Previous Post Next Post