Live

গুরুত্বপূর্ণ বার্তা শিক্ষামন্ত্রীর ! কী বললেন ব্রাত্য বসু ? 'রাজ্য সরকার

 SSC Scam: চাকরিহারাদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা শিক্ষামন্ত্রীর ! কী বললেন ব্রাত্য বসু ? 'রাজ্য সরকার..'



Education Minister Bratya Basu On SSC Scam: সাংবাদিক বৈঠকে শিক্ষামন্ত্রী, চাকরিহারাদের জন্য ব্রাত্য বসুর বড় বার্তা..

কলকাতা: সাংবাদিক বৈঠকে ব্রাত্য বসু। এদিন শিক্ষামন্ত্রী বলেন, 'যোগ্য অশিক্ষক কর্মীদের পাশে আছে সরকার। চাকরিহারাদের পাশে রাজ্য সরকার। আদালতের রায়কে সমর্থন জানাই। আইনি পরামর্শ নিয়ে আমরা পরবর্তী সিদ্ধান্ত জানাব। আইনি পরামর্শ নিয়ে রিভিউ পিটিশন। রায়ের কপি হাতে পেলে পরবর্তী পদক্ষেপ।'



আরও পড়ুন, পেশায় বিড়ি শ্রমিক, মেয়ের বিয়ের জন্য জমানো দেড় লক্ষ টাকার জিনিস লুঠ, ওয়াকফ অশান্তিতে সর্বস্বান্ত মা..

শিক্ষামন্ত্রী:  যোগ্য অশিক্ষক কর্মীদের পাশেও আমরা আছি। মুখ্যমন্ত্রী তো স্বয়ং সাংবাদিক বৈঠক করে এটা জানিয়েছেন। ফলে আমি তাঁদেরও চিন্তা করতে বারণ করব। শিক্ষকদের ক্ষেত্রে আজকে যেমন রায় এসেছে। পরবর্তী ধাপে দেখা যাক। আমরা এক্ষেত্রেও সর্বতভাবে থাকব। 

সাংবাদিক: শিক্ষকদের একাংশ তো পরীক্ষায় বসতে চাইছে না। কিন্তু কোর্ট তো বলছে, পরীক্ষা দিতে হবে..

শিক্ষামন্ত্রী : মহামান্য আদালতে পর্যবেক্ষণ বা রায়ের উপর, এক্ষেত্রে আমি কোনও মন্তব্য করব না।  

সাংবাদিক: OBC সংরক্ষণ নিয়ে..

শিক্ষামন্ত্রী : ভাল করে যদি রায়টা পড়ে দেখেন, ২০১৬ সালের রুলের উপর নির্ভরশীল।

সাংবাদিক: বললেন যে, যারা যোগ্য, তাঁরা স্কুলে যেতে পারবেন, ৩১ ডিসেম্বর অবধি কনটিনিউ করতে পারবেন। কিন্তু যারা অযোগ্য, যাদের চিহ্নিত করা গিয়েছে, তাঁদের তো বেতন ফেরৎ দেওয়ার পুরনো অর্ডার জারি আছে ..

শিক্ষামন্ত্রী : যতক্ষণ না রায় আসছে, পুরোটাই আমি আইনি..

সাংবাদিক: যারা যোগ্য রয়েছেন, তাঁদের মধ্য়ে অনেকেই এমন ছিলেন, যারা অন্য জায়গায় চাকরি করতেন, এবং তাঁদের ক্ষেত্রে একটা রায় ছিল, যেখানে তিন মাসের মধ্যে তাঁদের আগের অবস্থানে ফেরৎ দেওয়ার কথা ছিল। তাঁরা কি এখনও ডিসেম্বর অবধি চাকরি করতে পারবেন ?

শিক্ষামন্ত্রী : এগুলি সবই টেকনিক্যাল ডিটেলস। মহামান্য সুপ্রিম কোর্ট, আমাদের এখটি বোর্ডের, মধ্যশিক্ষা পর্ষদের আবেদন গ্রহণ করেছেন। তাঁরা যেটা বলেছেন,  পড়ুয়াদের ভবিষ্যত নিয়ে চিন্তিত। ৩১ ডিসেম্বর পর্যন্ত, শিক্ষকদের তাঁরা ধরে রাখতে বলেছেন। এবং পাশাপাশি, পরীক্ষার প্রস্তুতি নিতে বলেছেন। এর সঙ্গে আপনি যে টেকনিক্যাল বিষয়গুলি বলছেন, যতক্ষণ না রায় আমরা দেখতে পাচ্ছি, এবং আইনজীবীদের সঙ্গে পরামর্শ করতে না পারছি, এই মুহূর্তে তা নিয়ে কিছু বলা সম্ভব নয়।

প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতির জেরে SSC-তে চাকরি বাতিলের প্রতিবাদে উত্তপ্ত হয়ে উঠল কোচবিহার থেকে কলকাতা। সল্টলেকে বাম ছাত্র-যুব ও শিক্ষক সংগঠনের মিছিলে বাঁধল ধুন্ধুমার। কোচবিহারে পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি হল এবিভিপি সমর্থকদের। এদিকে, ওএমআর শিটের কপি চেয়ে বৃহস্পতিবার সিবিআই দফতরে ডেপুটেশন জমা দিলেন চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মীরা।সল্টলেকে মিছিলে ধুন্ধুমার - যাদবপুরে মিছিল - সিবিআইয়ের কাছে ডেপুটেশন- কোচবিহারে এবিভিপির মিছিলে উত্তেজনা।  

আরও পড়ুন>>

Previous Post Next Post