Live

আমি গ্যারান্টি দিচ্ছি... শালবনি থেকে কী বললেন সৌরভ? বিস্তারিত পড়ুন

 Sourav Ganguly: পাঁচ বছর পর আপনাদের আর কোনও অভিযোগ থাকবে না, শালবনিতে বললেন সৌরভ

Shalboni: সোমবারই ইডেন গার্ডেন্সে রয়েছে আইপিএলে কলকাতা নাইট রাইডার্স বনাম গুজরাত টাইটান্স (KKR vs GT) ম্যাচ। দুপুরে শালবনির অনুষ্ঠানে গিয়েছিলেন সৌরভ।

শালবনী থেকে কী বললেন সৌরভ? - পিটিআই ফাইল চিত্র

শালবনী: সোমবার শালবনিতে জিন্দলদের জোড়া তাপবিদ্যুৎ প্রকল্পের শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। জিন্দল গোষ্ঠীর ১৬০০ মেগাওয়াট তাপবিদ্যুৎ প্রকল্পের শিলান্যাস হয়েছে। ৮০০ ইউনিটের দু'টি তাপবিদ্যুৎ প্রকল্প গড়ছে জিন্দল গোষ্ঠী। খরচ হবে ১৬ হাজার কোটি টাকা। শিলান্যাস অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও ছিলেন জিন্দল গোষ্ঠীর চেয়ারম্যান সজ্জন জিন্দল। শালবনির সেই অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ও
 (Sourav Ganguly)।



সোমবারই ইডেন গার্ডেন্সে রয়েছে আইপিএলে কলকাতা নাইট রাইডার্স বনাম গুজরাত টাইটান্স (KKR vs GT) ম্যাচ। দুপুরে শালবনির অনুষ্ঠানে গিয়েছিলেন সৌরভ। সেখান থেকেই সন্ধ্যায় ইডেনে পৌঁছনোর কথা তাঁর।

শালবনিতে তাপবিদ্যুৎ কেন্দ্রের পাশেই ইন্ডাস্ট্রিয়াল পার্কও তৈরি করছে জিন্দল গোষ্ঠী। তাপবিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি কর্মীদের দক্ষতায় শান দেওয়ার ব্যাপারেও জোর দিচ্ছে জিন্দল গোষ্ঠী। যে কর্মকাণ্ড দেখে উচ্ছ্বসিত সৌরভ। ভারতীয় দলের কিংবদন্তি অধিনায়ক শালবনিতে বলেছেন, 'আগামী পাঁচ বছর খুব সুন্দর কাটবে। মেদিনীপুরের মানুষদের চাকরি হবে।' এরপরই সৌরভ বলেন, 'আমি গ্যারান্টি দিচ্ছি, এই পরিকাঠামো থেকে আপনার যে সুযোগ সুবিধা পাবেন, পাঁচ বছর পর আপনাদের আর কারও কোনও অভিযোগ থাকবে না।'

সজ্জন জিন্দলের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন সৌরভ। বলেছেন, 'আমি সজ্জন জিন্দলকে বহুদিন ধরে চিনি। ওঁদের বেঙ্গালুরুর বিজয়নগরের প্রকল্পও দেখে এসেছি। নিজস্ব অভিজ্ঞতা থেকে বলতে পারি, যেখানেই ওঁরা পাওয়ার প্ল্যান্ট, কারখানা তৈরি করেন, সেই জায়গাটির আমূল পরিবর্তন হয়। সামগ্রিক উন্নতি হয়। গোটা এলাকার ছবিটাই ওঁরা বদলে দেন। আজ থেকে আগামী পাঁচ বছরের মধ্যে গোটা জেলাটাই বদলে যাবে। কারণ আমি দেখে এসেছি, কর্নাটকের বিজয়নগরের মানুষের জীবনধারা বদলে গিয়েছে।'

তবে সৌরভ চান, শুধু মেদিনীপুরে নয়, রাজ্যের অন্যত্রও বিনিয়োগ করুক জিন্দল গোষ্ঠী। সৌরভের আশা, রাজ্যের সঙ্গে জিন্দলের মতো বড় এক শিল্পগোষ্ঠীর যোগ ইতিবাচক হবে। শালবনির এই তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে ১৫ কিমি দূরেই সৌরভের প্রস্তাবিত ইস্পাত কারখানা। গত কয়েক বছর ধরে যে কারখানার পরিকল্পনা করে রেখেছেন সৌরভ। খুব দ্রুতই সেই কারখানার কাজ শুরু হবে এবং প্রচুর মানুষের কর্মসংস্থান হবে বলে আশ্বাস দিয়েছেন সৌরভ। পাশাপাশি তিনি বলেছেন, 'জিন্দল গোষ্ঠী এ রাজ্যে বিনিয়োগ করায় আমি ধন্যবাদ জানাই। আমি মনে করি, শুধু মেদিনীপুর নয়, গোটা বাংলাতেই আগামী দিনে জিন্দলরা আরও বিনিয়োগ করবেন।'

Previous Post Next Post