SSC Scam: শিক্ষামন্ত্রী ও SSC-র চেয়ারম্যানের পদত্যাগ দাবি ! বিক্ষোভের মাঝেই 'বৈধ' ও 'অবৈধ' নিয়ে বড় প্রশ্ন চাকরিহারাদের..
Recruitment Scam SSC Bhawan Big Question Arise: এসএসসি দফতরের সামনে বিক্ষোভের মাঝেই বড়সড় প্রশ্ন তুললেন চাকরিহারারা
![]() |
Source: Abp Ananda
কলকাতা: ঘড়ির কাঁটার দিকে তাঁকিয়ে ছিলেন চাকরিহারারা। এদিকে সন্ধ্যা ৬ টা পেরিয়ে গেলেও 'যোগ্যদের' তালিকা প্রকাশ হয়নি। এদিকে এসএসসি দফতরের সামনে বিক্ষোভের মাঝেই বড়সড় প্রশ্ন তুললেন চাকরিহারারা। শিক্ষামন্ত্রী-চেয়ারম্যানের পদত্যাগের দাবি জানিয়েছেন তাঁরা।
আরও পড়ুন,
প্রশ্ন ১ চাকরিহারা: দাড়িভিট কাণ্ড ও ২০১৯ এর লোকসভা নির্বাচনের জন্য, প্যানেলের ভ্যালিডিটি এক্সটেনশন করা হয়। যেটা ক্যাবিনেটের সিদ্ধান্ত অনুযায়ী, কিন্তু পরবর্তীতে SSC এখন বলতে চাইছে, প্রথম থেকে তৃতীয় কাউন্সিলিং বৈধ। বাদ বাকি সব হচ্ছে Tented ! সুপ্রিম কোর্ট SSC হলফনামা দিয়ে জানিয়েছে, ৬ হাজার ২৭৬ জন বৈধ , বাকি সব বৈধ। তাহলে আজকে উনি কী করে বলছেন, প্রথম থেকে তৃতীয় কাউন্সিলিং অবধি বৈধ, বাকি সব অবৈধ ? এটা আমরা মানছি না।
চাকরিহারা: এই কমিশন প্রতিটা মুহূর্তে, প্রথম থেকে মিথ্যা কথা বলছে, আমাদেরকে বিপদের মুখে ফেলে দিচ্ছে। আমরা এর বিচার চাই। আমরা এখুনি SSC-র চেয়ারম্যানের পদত্যাগ চাই। এখনও শুধু টালবাহানা করছে। আজকে ওকে ওখান থেকে নামতে হবে। আজকে ওই সিংহাসন থেকে নামাবো আমরা।
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)