Live

জম্মু-কাশ্মিরে পর্যটনদের উপর জঙ্গিদের হামলা। বিস্তারিত পড়ুন

 Pahalgam terror attack: পর্যটক সেজে এসেছিল ওরা, তারপরই পাহাড়ের উপর থেকে টার্গেট করে করে গুলি, কীভাবে হামলার ছক কষেছিল কাশ্মীরে? জানুন

Jammu and Kashmir: বস্তুত, কাশ্মীরে জঙ্গিহামলার খবর আকছাড় উঠে আসে। কিন্তু পর্যটকদের উপর হামলার ঘটনা নেই বললেই চলে। সন্ত্রাসবাদী সংগঠনগুলি বরাবরই দাবি করে, তারা কাশ্মীরের স্বার্থে লড়াই করছে।




কাশ্মীর: ভরা মরশুম। গোটা দেশ এমনকী বিদেশ থেকেও প্রচুর পর্যটক পৌঁছয় জম্মু-কাশ্মীরে। মঙ্গলবার সেই কাশ্মীরকেই ‘টার্গেট’ করেছিল জঙ্গিরা। পহেলগাঁওয়ে পরপর গুলি চালায় তারা পর্যটকদের উপর। শেষ পাওয়া খবর অনুযায়ী (সন্ধে ৬টা বেজে ৪৫ মিনিট) একজন পর্যটকের মৃত্যু হয়েছে। আহত আরও বারোজন।

কীভাবে হামলা চালালো জঙ্গিরা?


ভারতীয় গোয়েন্দা সূত্রে খবর, জঙ্গিরা পর্যটক সেজেই তাঁদের ভিড়ে মিলেমিশে ছিল। তারপর ক্রমাগত রেইকি করে তারা। সেই খবর পৌঁছে দেয় নিজেদের সংগঠনের বাকি সকলের কাছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, পহেলগাঁওয়ের যে অঞ্চলে গুলি চলেছে, সেইখানকার পাহাড় থেকে একেবারে পয়েন্ট করে করে গুলি চালানো হয়েছে সুযোগ বুঝে। এই হামলা চালানোর পরই সরে যায় তারা। সেই সময় কর্তব্য়রত পুলিশ ও সেনাবাহিনী এসে চিরুনী তল্লাশি করে। তবে যারা এই গুলি চালিয়েছিল, তাদের এখনও নিকেশ করা সম্ভন হয়নি। অর্থাৎ,হামলার সুনির্দিষ্ট পরিকল্পনা যে দীর্ঘদিন ধরে চলেছিল, তা বলার অপেক্ষা রাখে না। এদিন প্রায় ছয় থেকে সাতজন জঙ্গি গুলি চালিয়েছে বলে খবর।

বস্তুত, কাশ্মীরে জঙ্গিহামলার খবর আকছাড় উঠে আসে। কিন্তু পর্যটকদের উপর হামলার ঘটনা নেই বললেই চলে। সন্ত্রাসবাদী সংগঠনগুলি বরাবরই দাবি করে, তারা কাশ্মীরের স্বার্থে লড়াই করছে। অর্থাৎ, এখানকার মানুষদের রুটি-রুজি, তাঁদের আর্থিক সামাজিক পরিকাঠামোকে সুরক্ষিত করা। কিন্তু এইভাবে পর্যটকদের উপর হামলা কেন চালানো হল? তার উত্তর এখনও না মিললেও, এই ঘটনা যে পর্যটকদের মধ্যে আতঙ্ক তৈরি করেছে তা বলার অপেক্ষা রাখে না। ওয়াকিবহালের মতে, এ দিনের হামলা কার্যত কাশ্মীরের অর্থনীতি মেরুদণ্ডে আঘাত হানতে পারে।

Previous Post Next Post