Assets of Supreme Court Judges: ৯১ কোটি আয়কর দিয়েছেন একজনই? সুপ্রিম কোর্টের বিচারপতিদের সম্পত্তিদের খতিয়ান প্রকাশ্যে
Supreme Court Justices' Assets: সোমবার রাতে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে বিচারপতিদের সম্পত্তির খতিয়ান প্রকাশ করা হয়েছে।
Updated at : Tue, May 6,2025, 10:19 am (IST)
নয়াদিল্লি: দিল্লি হাইকোর্টের বিচারপতির বাড়ি থেকে কাঁড়ি কাঁড়ি পোড়া টাকা উদ্ধারে চাঞ্চল্য় ছড়িয়েছিল গোটা দেশে। এর পরই বিচারবিভাগের স্বচ্ছতা ধরে রাখতে সুপ্রিম কোর্টের বিচারপতিদের সম্পত্তির হিসেব-নিকেশ জনসাধারণের সামনে তুলে ধরার সিদ্ধান্ত গৃহীত হয় কিছুদিন আগে। অবশেষে বিচারপতিদের সম্পত্তির খতিয়ান দেশবাসীর নাগালে চলে এল। সেখানে ফিক্সড ডিপোজিট থেকে PPF, শেয়ারবাজার থেকে বাড়ি-ফ্ল্য়াট, বিচারপতিদের যাবতীয় বিনিয়োগের খুঁটিনাটি তথ্য রয়েছে। (Assets of Supreme Court Judges)
সোমবার রাতে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে বিচারপতিদের সম্পত্তির খতিয়ান প্রকাশ করা হয়েছে। আর তাতে বর্তমান প্রধান বিচারপতি সঞ্জীব খন্নার স্থাবর-অস্থাবর সম্পত্তির হিসেবও রয়েছে। দেখা গিয়েছে, ৫৫.৭৫ লক্ষ টাকার ফিক্সড ডিপোজিট রয়েছে তাঁর। PPF-এ রয়েছে ১.০৬ কোটি টাকা। দক্ষিণ দিল্লিতে 2BHK ফ্ল্যাট রয়েছে তাঁর। কমনওয়েলথ গেমস ভিলেজে রয়েছে একটি 4BHK ফ্ল্যাট। গুরুগ্রামে মেয়ের যে 4BHK ফ্ল্যাট রয়েছে, তাতে ৫৬ শতাংশ মালিকানা CJI সঞ্জীব খন্নার। দেশভাগের আগে থেকে হিমাচল প্রদেশে যে পৈতৃক ভিটে রয়েছে, তাতেও অংশ রয়েছে তাঁর। (Supreme Court Justices' Assets)
সঞ্জীব খন্নার পর CJI হিসেবে দায়িত্ব নেবেন বিচারপতি বিআর গাভাই। তাঁর ব্যাঙ্ক অ্যাকউন্টে ১৯.৬৩ লক্ষ টাকা রয়েছে। PPF-এ রয়েছে ৬.৫৯ লক্ষ টাকা। দিল্লি এবং মুম্বইয়ে তাঁর ফ্ল্যাট রয়েছে। পাশাপাশি, মহারাষ্ট্রের অমরাবতীতে উত্তরাধিকার সূত্রে পাওয়া একটি বাড়ি রয়েছে তাঁর। উত্তরাধিকার সূত্রে অমরাবতী এবং নাগপুরে কৃষিজমিও পেয়েছেন তিনি। পাশাপাশি, মাথার উপর ১.৩ কোটি টাকার ঋণ রয়েছে।
সুপ্রিম কোর্টের বিচারপতিদের সম্পত্তি প্রকাশ্যে আনার সিদ্ধান্ত গৃহীত হয় গত ১ এপ্রিল। সেই মতো সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে ৩৩ জনের মধ্যে ২১ বিচারপতির সম্পত্তির খতিয়ান প্রকাশিত হয়েছে। আগামী ২৪ মে অবসর নেওয়ার কথা বিচারপতি এএস ওকার। তাঁর PPF-এ ৯২.৩৫ লক্ষ, ২১.৬৭ লক্ষটাকার ফিক্সড ডিপোজিট রয়েছে। একটি মারুতি ব্যালেনো গাড়ি রয়েছে তাঁর। গাড়ির ঋণ রয়েছে ৫.১ লক্ষ টাকার।
বিচারপতি বিক্রম নাথ জানিয়েছেন, নয়ডায় একটি 2BHK ফ্ল্যাট রয়েছে তাঁর। এলাহাবাদে রয়েছে বাংলো। উত্তরপ্রদেশে উত্তরাধিকার সূত্রে পাওয়া কৃষিজমি রয়েছে। পাশাপাশি, বিনিয়োগ রয়েছে ১.৫ কোটি টাকার।
বিচারপতি সূর্যকান্তের বাড়ি রয়েছে চণ্ডীগড়, গুরুগ্রাম এবং দিল্লিতে। স্ত্রীর সঙ্গে যৌথ মালিকানা রয়েছে সম্পত্তিগুলিতে। ৩১টি ফিক্সড ডিপোজিট রয়েছে, সুদ সমেত যা ৬.০৩ টাকার।
বিচারপতি বেলা এম ত্রিবেদীর বাড়ি রয়েছে আমদাবাদে। সেখানে একটি নির্মীয়মান বাড়িও রয়েছে তাঁর। মিউচুয়াল ফান্ডে ৬০ লক্ষ টাকা বিনিয়োগ করেছেন, PPF-এ রয়েছে ২০ লক্ষ টাকা। গয়না রয়েছে ৫০ লক্ষ টাকার। ২০১৫ সালে কেনা একটি মারুতি সুইফ্ট গাড়ি রয়েছে তাঁর।
বিচারপতি সুধাংশু ধুলিয়ার কাছে ২০০৮ সালে কেনা মারুতি জেন এস্টিলো গাড়ি রয়েছে। সেটি এখন আর ব্যবহার করেন না। দেহরাদূণে পড়ে রয়েছে গাড়িটি। বিচারপতি হওয়ার আগেই স্থাবর সম্পত্তি ছিল, কিছু যোগ হয়নি বলে জানিয়েছেন তিনি।
বিচারপতি সঞ্জয় কুমারের শেয়ার বাজারে মোটা বিনিয়োগ রয়েছে। ভারত পেট্রোলিয়াম, ভারতী এয়ারটেল, HCL, HDFC, Infosys, NMDC, Oceltra Greentech, Reliance, Solara Active Pharma Sciences, SBI, Steel Authority of India, Tata Communications, TCS, Tata Motors, Vedanta Ltd, Jio Fianance, Vijaya Diagnostic Centre, ITC Hotel, NMDC Steel Ltd-এর শেয়ারে বিনিয়োগ করেছেন।
বিচারপতির আসনে বসার আগে সফল আইনজীবী ছিলেন বিচারতি কেভি বিশ্বনাথন। ২০২৩ সালের মে মাসে সুপ্রিম কোর্টের বিচারপতি হন। মোট ১২০.৯৬ কোটি টাকার বিনিয়োগ রয়েছে তাঁর। ২০১০-’১১ এবং ২০২৪-’২৫ সালে ৯১.৪৭ কোটি টাকার আয়কর দিয়েছেন।
আরও পড়ুন: