Supreme Court: 'ভারত কোনও ধর্মশালা নয়, যেখানে পৃথিবীর যে কোনও প্রান্তের মানুষ বসবাস করতে পারে..' ; উদ্বাস্তু মামলায় স্পষ্ট করল সুপ্রিম কোর্ট
Supreme Court On Intervene in Deportation of Srilanka Tamil: প্রাক্তন এলটিটিই-র সদস্যর দাবি খারিজ, উদ্বাস্তু মামলায় বড় বার্তা শীর্ষ আদালতের
ভারত কোনও ধর্মশালা নয়, যেখানে পৃথিবীর যে কোনও প্রান্তের মানুষ বসবাস করতে পারে..' ; উদ্বাস্তু মামলায় স্পষ্ট করল সুপ্রিম কোর্ট
নয়াদিল্লি: 'ভারত ধর্মশালা নয়, যেখানে পৃথিবীর যে কোনও প্রান্তের মানুষ বসবাস করতে পারে', উদ্বাস্তু মামলায় স্পষ্ট জানিয়ে দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। মূলত শ্রীলঙ্কার তামিল নাগরিককে আটক করার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা হয়েছিল। তবে এবার প্রাক্তন এলটিটিই-র সদস্যর দাবি খারিজ করে দিল দেশের শীর্ষ আদালত।
মূলত শ্রীলঙ্কা থেকে ভারতে এসে বসবাসের জন্য সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন সুভাষকরণ। ২০১৫ সালে আবেদনকারী সুভাষকরণকে তামিলনাড়ুতে গ্রেফতার করা হয়। শ্রীলঙ্কার তামিল জঙ্গি সুভাষকরণ ভারতে অনুপ্রবেশ করেছে। এই তথ্য উঠে আসে তদন্তে। এরপরেই নিম্ন আদালত ১০ বছরের কারাদণ্ডের নির্দেশ দেয়, পরে হাইকোর্টে সাজা কমিয়ে ৭ বছরের কারাদণ্ডের নির্দেশ দেয়। তবে সাজা শেষের পর ভারত ছেড়ে শ্রীলঙ্কা ফিরতে হবে, পরিষ্কার জানিয়ে দেয় হাইকোর্ট। কিন্তু তারপরেও হাইকোর্টের নির্দেশ চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন সুভাষকরণ। অবশেষে, আবেদনকারীর আবেদন খারিজ করে দিলেন সুপ্রিম কোর্টের ২ বিচারপতি দীপঙ্কর দত্ত ও কে সুভাষ রেড্ডি (Justice Dipankar Datta and Subhash Reddy )।
উদ্বাস্তু মামলায় সুপ্রিম কোর্ট জানিয়েছে, ভারতে বসবাসের কোনও অধিকার নেই আবেদনকারীর। ভারতীয় নাগরিকরা দেশের যে কোনও প্রান্তে বসবাস করতে পারেন, বিদেশিরা নয়।' পাশাপাশি দেশের শীর্ষ আদালত স্পষ্ট করে জানিয়েছে, এখনই ভারতের জনসংখ্যা ১৪০ কোটি। ভারত কোনও ধর্মশালা নয়। তাই গোটা বিশ্বের যে কোনও প্রান্তের মানুষকে এখানে আশ্রয় দেওয়া যায় না।'
'২৭ জুনের মধ্যে মিটিয়ে দিতে হবে বকেয়া DA-র ২৫%
#DA #SupremeCourt
কলকাতা: '৬ সপ্তাহের মধ্যে মিটিয়ে দিতে হবে বকেয়া DA-র ২৫%', নির্দেশ সুপ্রিম কোর্টের। চাকরি চেয়ে জুটেছে মার। সেই মার খাওয়া শিক্ষকদেরই থানায় তলব। সরকারি সম্পত্তি নষ্ট, কাজে বাধা, হুমকি-সহ একাধিক অভিযোগে মামলা। চিহ্নিত ১৫ জন, পাঠানো হচ্ছে নোটিস। ন্যায়বিচার চাইলে রাষ্ট্রপতিকে চিঠি দিন। রাজনৈতিক দলগুলিকে হোম টাস্ক চাকরিহারাদের।পেনের কালি মুখে লাগিয়ে প্রতিবাদ। ২০২২-এর টেট উত্তীর্ণ প্রার্থীদের বিক্ষোভ। নিয়োগ বিজ্ঞপ্তির দাবিতে কলেজ স্কোয়ারে অবস্থান।কলকাতা পুরসভার ক্রেডিট সোসাইটির ভোটে জয়ী তৃণমূল।এবার মার খাওয়া চাকরিহারা শিক্ষকদেরই থানায় তলব! কলকাতাতেও এসেছিল পাক-চর সন্দেহে ধৃত হরিয়ানার ইউটিউবার জ্যোতি! বিরিয়ানি ও বিয়ে খাওয়ার নাম করে বাংলা থেকেও পাকিস্তানে তথ্য পাচার?
৬ সপ্তাহের মধ্যে মিটিয়ে দিতে হবে বকেয়া DA-র ২৫%। ২৭ জুনের মধ্যে মিটিয়ে দিতে হবে বকেয়া DA-র ২৫%। বকেয়া DA-র জন্য সরকারি কর্মীদের অনন্তকাল অপেক্ষায় রাখা যাবে না', DA মামলায় নির্দেশ সুপ্রিম কোর্টের, ৪ অগাস্ট পরবর্তী শুনানি
Tags
#SupremeCourt #news