ভারতের সামনে তিনটি রাস্তা খোলা, ট্রাম্পের ৫০ শতাংশ শুল্কের মোকাবিলা কী ভাবে সম্ভব? ত্রাতা হতে পারে কে
নতুন করে আরও ২৫ শতাংশ যোগ হওয়ায় মোট শুল্কের পরিমাণ দাঁড়িয়েছে ৫০ শতাংশ, যা বিভিন্ন দেশের উপর আরোপিত মার্কিন শুল্কের মধ্যে সর্বোচ্চ। বিশেষজ্ঞেরা মনে করছেন, তিনটি পথ এখন ভারতের সামনে খোলা আছে।

মার্কিন শুল্কের মোকাবিলার চেষ্টায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
যে তিন পথের কথা বিশেষজ্ঞেরা বলছেন, তার মধ্যে অন্যতম হল আলোচনা। অনেকেই মনে করছেন, আমেরিকা এবং ভারতের আধিকারিকেরা বাণিজ্য নিয়ে রুদ্ধদ্বার বৈঠকে বসতে পারেন। সেখানে আলোচনার মাধ্যমে জট কাটলেও কাটতে পারে। চলতি মাসের শেষের দিকে আমেরিকার বাণিজ্যদল ভারতে আসছে। প্রথম থেকেই ভারতের সঙ্গে বাণিজ্যচুক্তি নিয়ে আশাবাদী ছিলেন ট্রাম্প। কিন্তু ভারত এ বিষয়ে ‘ধীরে চলো’ নীতি নিয়েছিল। ফলে ট্রাম্প হতাশ এবং বিরক্ত হয়েছেন। রুশ বাণিজ্য তো বটেই, ভারতের কৃষি-বাজারে প্রবেশাধিকার চেয়েছিল আমেরিকা। যাতে নয়াদিল্লি রাজি হয়নি। সূত্রের খবর, পর পর পাঁচ থেকে ছ’টি বৈঠক ভেস্তে গিয়েছে। তার পরেই এই পদক্ষেপ।
Tags
#modi #abp ananda