ডিএম-দের সঙ্গে আজ বৈঠক মুখ্যমন্ত্রীর
বৃহস্পতিবার প্রথমার্ধেই মুখ্যমন্ত্রীর সঙ্গে জেলা শাসকদের বৈঠকটি হওয়ার কথা। তাতে এ পর্যন্ত সব ধরনের কাজকর্মের রিপোর্ট সঙ্গে রাখার কথা জেলাশাসকদের।
ভোটার তালিকায় নিবিড় সংশোধন নিয়ে ধারাবাহিক ভাবে সুর চড়াচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নাম বাদ যাওয়া নিয়ে সতর্কও করছেন তিনি। বীরভূম থেকে সেই সতর্কবার্তা পেয়েছেন বুথ লেভেল অফিসারেরাও (বিএলও)। প্রশাসনিক সূত্রের খবর, আজ, বৃহস্পতিবার তিনি বৈঠক করবেন সব জেলাশাসকের (ডিএম) সঙ্গে। ভার্চুয়াল মাধ্যমের বদলে তাঁদের যেতে হবে নবান্নেই। ভোটার তালিকায় নিবিড় সংশোধনের আগে এই পদক্ষেপ তাৎপর্যপূর্ণ।
বৃহস্পতিবার প্রথমার্ধেই মুখ্যমন্ত্রীর সঙ্গে জেলা শাসকদের বৈঠকটি হওয়ার কথা। তাতে এ পর্যন্ত সব ধরনের কাজকর্মের রিপোর্ট সঙ্গে রাখার কথা জেলাশাসকদের। বিশেষ করে সেই সব তথ্য, যা ভোটার তালিকা সংশোধনী প্রক্রিয়ার সঙ্গে সরাসরি সম্পর্কযুক্ত।
বস্তুত, রাজ্যস্তরে জাতীয় নির্বাচন কমিশনের হয়ে মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) নির্বাচনী যে কোনও কাজের দায়িত্বে থাকেন। জেলাস্তরে জেলাশাসকেরা সামলান জেলা নির্বাচনী আধিকারিক বা ডিইও-র দায়িত্ব। সেই জেলাশাসকেরা বাকি আধিকারিকদের জেলাস্তরে পরিচালনা করেন। ফলে সিইও-র পরে ডিইও-দের ভূমিকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচনী কাজে। সূত্রের দাবি, অন্যান্য কাজের সবিস্তার রিপোর্টের সঙ্গে নির্বাচনী প্রস্তুতি সংক্রান্ত সব তথ্যও রাখার কথা জেলাশাসকদের। সাম্প্রতিক অতীতে কতগুলি জন্মের শংসাপত্র তৈরি হয়েছে, কত জনকে ‘ডোমিসাইল সার্টিফিকেট’দেওয়া হয়েছে—সবই জানতে চাইতে পারে নবান্ন।