Elon Musk-এর StarLink আসার আগেই ভারতের ইন্টারনেটে নিঃশব্দ বিপ্লব, এবার জলের দরে বাড়িতে আসবে ব্রডব্যান্ড!
BharatNet Project: ইতিমধ্যে, ভারতনেট প্রকল্পের জন্য স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রায়ত্ত সংস্থা আইটিআই লিমিটেড বিএসএনএলের সঙ্গে প্রায় ১ হাজার ৯০১ কোটি টাকার একটি চুক্তি স্বাক্ষর করেছে।
ইতিমধ্যে ভারতে তাদের পরিষেবা শুরু করার অনুমতি পেয়েছে ইলন মাস্কের স্টারলিঙ্ক। মনে করা হচ্ছে আগামী অগস্ট মাসেই পরিষেবা শুরু করতে পারে তারা। কিন্তু এবার শিরোনামে উঠেছে এসেছে কেন্দ্রীয় সরকারের এই ব্রডব্যান্ড সংক্রান্ত এক প্রকল্পের নাম।‘ভারতনেট’ নামক এই প্রকল্পের অধীনে দেশের প্রতিটি কোণায় জলের দরে ইন্টারনেট পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে কেন্দ্রের। স্টারলিঙ্কের ভারতে আসার খবর সামনে আসার পর ভারতনেটের ভবিষ্যত নিয়ে চিন্তা বেড়েছিল। কিন্তু তারপর যে খবর আসছে তাতে ইলন মাস্কের সংস্থা ভারতে এলেও তার প্রভাব পড়বে না এই ‘ভারতনেট’ প্রকল্পে।
ইতিমধ্যে, ভারতনেট প্রকল্পের জন্য স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রায়ত্ত সংস্থা আইটিআই লিমিটেড বিএসএনএলের সঙ্গে প্রায় ১ হাজার ৯০১ কোটি টাকার একটি চুক্তি স্বাক্ষর করেছে। এর মধ্যে প্রায় ১ হাজার ১৬৮ কোটি টাকা হল ক্যাপিটাল এক্সপেন্ডিচার বা মূলধন ব্যয়, প্রায় ৭০০ কোটি টাকা অপারেটিং এক্সপেন্ডিচার বা পরিচালন ব্যয়। আর বাকি ৩২ কোটি টাকা খরচ হবে বর্তমান নেটওয়ার্কের রক্ষণাবেক্ষণের কাজে।জানা গিয়েছে, ভারতনেট প্রকল্পে ১৫ নম্বর প্যাকেজের অধীনে ৩ নম্বর ফেজে অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড ও মণিপুরের প্রায় ১.৫ কোটি পরিবার এই প্রকল্পের সুবিধা পেতে চলেছে।