Nabanna Abhijan On SSC: পরীক্ষা না দিয়ে পুনর্বহালের দাবি, আজ চাকরিহারা শিক্ষকদের নবান্ন অভিযান
Nabanna Abhijan Updates: আজ যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চের ডাকে নবান্ন অভিযান

পরীক্ষা না দিয়ে পুনর্বহালের দাবি, আজ চাকরিহারা শিক্ষকদের নবান্ন অভিযান
Source : ABP ANANDA
ঐশী মুখোপাধ্যায়, হাওড়া: পরীক্ষা না দিয়ে পুনর্বহালের দাবি, আজ যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চের ডাকে নবান্ন অভিযান। হাওড়া স্টেশনের সামনে জড়ো হয়ে নবান্নর দিকে মিছিল করে যাওয়ার কর্মসূচি রয়েছে। যোগ্য শিক্ষকদের সসম্মানে স্বপদে পুনর্বহালের দাবি চাকরিহারা শিক্ষকদের। রিভিউ থেকে যোগ্যদের চাকরি ফেরানোর ক্ষেত্রে রাজ্যের উদ্যোগের দাবি চাকরিহারাদের। আনটেন্টেড সার্টিফায়েড লিস্ট ও OMR শিট প্রকাশ করে রি-প্যানেলিংয়ের মাধ্যমে চাকরি ফেরানোরও দাবি তোলা হবে।
হাওড়ার থেকে যেকটি রাস্তা, মূলত যে চারটি পয়েন্ট দিয়ে নবান্নে যাওয়া যায়, সেই চারটি পয়েন্ট আর কিছুক্ষণের মধ্যেই বন্ধ করে দেওয়া হবে। বড়বড় গার্ডরেল নিয়ে আসা হয়েছে। এবং তার মাধ্যমে রাস্তাগুলিকে একেবারে যে বন্ধ করে দেওয়ার ব্যবস্থা, তা কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। হাওড়া সিটি পুলিশের উচ্চ পদস্ত আধিকারিকরা ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন। এবং যাবতীয় ব্যবস্থা খতিয়ে দেখছেন।