SSC Protest: রাতভর অবস্থানের হুঁশিয়ারি দিয়েও আপাতত প্রত্যাহার, 'এরপর মুখ্যমন্ত্রীর বাড়ি যাব', বলছেন আন্দোলনকারীরা
SSC Case: সরকারের সঙ্গে আর কোনও রুদ্ধদ্বার বৈঠক করা হবে না বলেও জানিয়েছেন আন্দোলনকারীরা। সপ্তাহ শেষে ফের রাস্তায় নামার হুঁশিয়ারিও দিয়েছেন তাঁরা

কলকাতা : রাতভর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েও আপাতত প্রত্যাহার করলেন আন্দোলনকারী চাকরিহারারা। তবে যোগ্যদের তালিকা প্রকাশের দাবিতে অনড় রয়েছেন তাঁরা। এরপর মুখ্যমন্ত্রীর বাড়ি যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তাঁরা। সরকারের সঙ্গে আর কোনও রুদ্ধদ্বার বৈঠক করা হবে না বলেও জানিয়েছেন আন্দোলনকারীরা। সপ্তাহ শেষে ফের রাস্তায় নামার হুঁশিয়ারিও দিয়েছেন তাঁরা। 'এবার আমরা জেড প্ল্যানে যাব। আর কোনও অনুমতির ধার ধারি না। দুর্নীতিটা যদি সরকার নিয়ম বা আইন করে ফেলে, আর সেই আইনে যদি আমাদের শাস্তি হয়, তাহলে তা অমান্য করার অধিকার আমাদের আছে। আমরা আইন অমান্য করব। এবার মুখ্যমন্ত্রীর বাড়ি যাব। ঘরোয়া লোকের মতো কালীঘাটেই যাব। রাস্তায় বসে থাকব। আত্মীয় এলে যেমন স্বাগত জানানো হয়, আমরা চাই মুখ্যমন্ত্রী সেভাবে আমাদের স্বাগত জানিয়ে বলুন যোগ্যদের তালিকা প্রকাশ করছি। নবান্ন প্রশাসনিক জায়গা। আসতে অনেক প্রোটোকল লাগে। আমরা ঘরোয়া লোকের মতোই কালীঘাটে গিয়ে রাস্তায় বসে থাকব' বলছেন আন্দোলনকারী মেহবুব।
আরেক আন্দোলনকারী মৃন্ময় মণ্ডল জানিয়েছেন, পুলিশের তরফে তাঁরা জানতে পেরেছেন আজ তালিকা প্রকাশ হবে না। তিনি আরও বলেছেন, 'আমাদেরও বড় বড় আইনজীবী রয়েছেন। তাঁরা বলেছেন রিভিউ পিটিশনে এই তালিকা প্রকাশ করা যায়। কোনও বাধা নেই। তাও কেন দিচ্ছে না? অযোগ্যদের হয়েই সরকার কথা বলছে, এটাই দুঃখের বিষয়। আমদের বলা হচ্ছে সরকার ধাপে ধাপে এগোচ্ছে। যোগ্যদের পাশেই আছে সরকার। মন ভোলানো কথা চলছে। আর এসব চলবে না। মাননীয়া মুখ্যমন্ত্রী লুকিয়ে বেড়াচ্ছেন। তালিকাটা আমাদের দরকার। আমাদের সম্মানের জন্য দরকার। সেটা প্রকাশ করুন। রিভিউতে বেনিফিট হোক বা না হোক লিস্ট আমাদের দরকার। আমরা মাথা উঁচু করে বাঁচতে চাই। কারণ আমরা জানি আমরা দুর্নীতির সঙ্গে যুক্ত নই। এই সপ্তাহেই আমরা আরেকটা অভিযান করব। সিদ্ধান্ত নিয়ে জানানো হবে। আমরা জানি আইনত আমাদের অধিকার আছে। শুধু সরকারের সদিচ্ছা নেই। যোগ্য-অযোগ্য তালিকা না দিয়ে আমাদের রাস্তায় নামিয়েছে। আমাদের উপর ঢাল করেই সবটা চালানোর টার্গেট।'
আজ শিবপুর লাইনে মুখ্যসচিব, পুলিশ কমিশনার-সহ আরও অনেকের সঙ্গে বৈঠকের পর আন্দোলনকারী চাকরিহারারা জানিয়েছিলেন, আজ রাতের মধ্যে যোগ্য-অযোগ্যদের তালিকা প্রকাশ না হলে, রাস্তাতেই থাকবেন তাঁরা। রাতভর আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছিল। তবে পরবর্তী সময়ে এই কর্মসূচি প্রত্যাকার করে নেন আন্দোলনকারীরা। কিন্তু যোগ্য-অযোগ্যদের তালিকা প্রকাশের দাবিতে অনড় রয়েছেন তাঁরা। সেই সঙ্গে সঙ্গে এও জানিয়ে দিয়েছেন যে সরকারের সঙ্গে আর কোনও রুদ্ধদ্বার বৈঠক করবেন না তাঁরা। মুখ্যমন্ত্রীর বাড়ি যাবেন।