Cooperative Election: অনুব্রত মণ্ডলের জেলায় সমবায় ভোটে বিজেপির জয়জয়কার, সবকটি আসনেই হার তৃণমূলের
Birbhum Co operative Bank Election: পঞ্চায়েতের ১৮টি গ্রাম এই সমবায় সমিতির মধ্যে পড়ে। এর আগে এই সমবায় সমিতি ছিল তৃণমূলের দখলে।

গত ১০ বছর কোনও নির্বাচন হয়নি!
Source : ABP Ananda
ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: অনুব্রত মণ্ডলের জেলায় সমবায় ভোটে বিজেপির জয়জয়কার। সবকটি আসনেই হার তৃণমূলের। কোর কমিটির ভূমিকা নিয়ে প্রশ্ন উঠল দলেই। বীরভূমের ময়ূরেশ্বর বিধানসভার ইটাহাট কৃষি সমবায় সমিতির পরিচালন কমিটির ৯টি আসনে গতকাল নির্বাচন ছিল। সবকটি আসনেই লড়েছিলেন তৃণমূল ও বিজেপি সমর্থিত প্রার্থীরা।
সিপিএম সমর্থিত প্রার্থীরা ৭টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন। পঞ্চায়েতের ১৮টি গ্রাম এই সমবায় সমিতির মধ্যে পড়ে। এর আগে এই সমবায় সমিতি ছিল তৃণমূলের দখলে। গত ১০ বছর কোনও নির্বাচন হয়নি। তৃণমূলের কোর কমিটির সদস্য কাজল শেখের দাবি, এটা রাম-বামের জোটের জয়। বিধানসভা ভোটে এর প্রভাব পড়বে না বলে জানিয়েছেন কাজল শেখ। স্বচ্ছ নির্বাচন হলে বিজেপি জিতবে বলে ভোট করাতে দিচ্ছে না, অভিযোগ গেরুয়া শিবিরের। বামেদের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
এর আগে গাইঘাটা মৎসজীবী সমবায় সমিতির নির্বাচনে জিতেছে বিজেপি। প্রায় ১০ বছর পর সমবায় সমিতি হাতছাড়া হয়েছে তৃণমূলের। দুর্নীতির বিরুদ্ধে ভোট দিয়েছে মানুষ, প্রতিক্রিয়া বিজেপির। প্রাকৃতিক দুর্যোগে অনেকেই ভোট দিতে আসেননি। অস্বস্তি ঢাকতে বক্তব্য তৃণমূলের।
এই সমবায় সমিতিতে মোট আসন ১২ টি। ফলপ্রকাশের পর দেখা যায়, সবকটিতেই জয়ী হয়েছে বিজেপি এখানে ১২ টি আসনের মধ্যে সবকটিতেই প্রার্থী দিয়েছিল তৃণমূল। বামেরা প্রার্থী দিয়েছিল ৪ টি আসনে। নির্দল প্রার্থী দিয়েছিল ২ টি আসনে। বিধানসভা ভোটের একবছর আগে এই জয় নিয়ে উচ্ছ্বসিত বিজেপি।
বিজেপির জয়ী সদস্য দেবব্রত মল্লিক বলেন, 'এতদিন তৃণমূলের দখলে ছিল। কমপক্ষে ৭ থেকে ৯ বছর পরে ভোট করেছে। নিজেদের ক্ষমতাবলে তারা ভোট করতে দেয়নি। দীর্ঘদিন মানুষকে এভাবে হয়রানি করেছে।' বনগাঁ সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি প্রসেনজিৎ ঘোষ বলেন, 'আমাদের মনে হচ্ছে যে ভোটের যে খবরটা, বা ভোটের যে নির্ঘণ্ট সেটা সবার কাছে পৌঁছানো যায়নি। সবার সঙ্গে যোগাযোগ করা যায়নি। কালকে একটা প্রাকৃতিক দুর্যোগ ছিল। তার জন্য অনেকে ভোট দিতে আসেনি।'