Maharashtra News: মহারাষ্ট্রের উপকূলে সন্দেহজনক নৌকা! পাকিস্তান যোগ? উস্কে দিল ২৬/১১-এর স্মৃতি!
Suspicious Boat Near Maharashtra Coast: কোরলাই উপকূল থেকে প্রায় দুই নটিক্যাল মাইল দূরে নিরাপত্তা কর্মীরা রহস্যজনক নৌকাটি দেখতে পান একজন। প্রাথমিকভাবে জানা গিয়েছে সেটিতে অন্য দেশের চিহ্ন রয়েছে।

নিরাপত্তা কর্মীরা রহস্যজনক নৌকাটি দেখতে পান
Source : ABP Ananda
মুম্বই: বহু বছর পেরিয়েছে। কিন্তু এখনও টাটকা মুম্বই হামলার দিনটি। হোটেল থেকে রেলস্টেশন জঙ্গিহামলার সেই ক্ষত আজও দগদগে। পরবর্তীতে জানা গিয়েছিল, একটি নৌকো করেই মুম্বইয়ের জলপথ ধরে বাণিজ্যনগরীতে এসেছিল কাসভরা। এদিন রেভদণ্ডা উপকূলের কাছে একটি সন্দেহজনক নৌকা দেখা গেল। আর তারপরই মহারাষ্ট্রের রায়গড় জেলার উপকূলে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
কোরলাই উপকূল থেকে প্রায় দুই নটিক্যাল মাইল দূরে নিরাপত্তা কর্মীরা রহস্যজনক নৌকাটি দেখতে পান। প্রাথমিকভাবে জানা গিয়েছে সেটিতে অন্য দেশের চিহ্ন রয়েছে। সোমবার সকালেই জানা যায়, মহারাষ্ট্রের উপকূলে সন্দেহজনক বোটের উপস্থিতি। সূত্রের খবর, রবিবার রাতে ওই নৌকার অবস্থান স্পষ্ট হয়। ভারতীয় নৌবাহিনীর রাডারে ওই নৌকাকে লক্ষ করা যায়।
সতর্কতার পর, রায়গড় পুলিশ, বোমা সনাক্তকরণ ও নিষ্ক্রিয়করণ স্কোয়াড (বিডিডিএস), কুইক রেসপন্স টিম (কিউআরটি), নৌবাহিনী এবং উপকূলরক্ষী বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়।রায়গড়ের পুলিশ সুপারিনটেনডেন্ট আঁচল দালাল, ঊর্ধ্বতন পুলিশ আধিকারিকদের সঙ্গে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে উপকূলে পৌঁছেছেন।
ভারী বৃষ্টিপাত এবং তীব্র হাওয়ার জেরে নৌকা পর্যন্ত পৌঁছনো যায়নি বলে জানান হয়েছে। একটি বার্জ ব্যবহার করে নৌকার কাছে যাওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু প্রতিকূল আবহাওয়ার কারণে ফিরে আসতে হয় বাহিনীকে। তিনি বলেন, এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে এবং সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে জেলার সার্বিক নিরাপত্তা জোরদার করা হয়েছে।
এই নৌকা কোথা থেকে এল? এর সঙ্গে আদৌ পাকিস্তানের কোনও যোগ আছে কি না? এই প্রশ্নই এখন উঠছে। তবে এ বিষয়ে সরকারিভাবে কিছু জানান হয়নি।
আবহাওয়া অনুকূলে এলেই নৌকাটি ঘনিষ্ঠভাবে পরীক্ষা করা হবে। তল্লাশির জন্য প্রস্তুত রয়েছে বোমা নিষ্ক্রিয়কারী দল ও সামুদ্রিক বিশেষজ্ঞ বাহিনী। এর উৎস ও উদ্দেশ্য সম্পর্কে কোনও কড়াকড়ি প্রমাণ মিললে দ্রুত কেন্দ্রীয় সংস্থাকেও জানানো হবে বলে জানা গিয়েছে।