Dilip Ghosh: একুশে জুলাইয়ের মঞ্চে আপনাকে দেখা যাবে ? কী বললেন দিলীপ ঘোষ
Dilip Ghosh On 21 July: একুশে জুলাইয়ে কি বড় 'চমক' অপেক্ষা করছে ? দিলীপ ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে

একুশে জুলাইয়ের মঞ্চে আপনাকে দেখা যাবে ? কী বললেন দিলীপ ঘোষ
Source : ABP ANANDA
কলকাতা: অতীতে বহু বিতর্ক। বরফ গলেছিল দিলীপ ঘোষের বিয়েতে। শুভেচ্ছা বার্তা পাঠিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক তার পরপরই দিঘার জগন্নাথ মন্দিরে উদ্বোধনে মুখ্যমন্ত্রীর সঙ্গে দিলীপের সঙ্গে সাক্ষাৎ ঘিরে ভিডিও প্রকাশ্যে আসে। বলাইবাহুল্য দলের একাংশের নিশানায় পড়েন দিলীপ ঘোষ। এরপর জল গড়িয়েছে অনেকদূর। ছাব্বিশের বিধানসভা ভোটের আগে উইকেট পড়ুক, কোনও দলই চায় না। তবুও জল্পনা তুঙ্গে। এদিকে সামনেই তৃণমূলের একুশে জুলাই। তবে কি কোনও বড় 'চমক' অপেক্ষা করছে ? দিলীপ ঘোষের মন্তব্যে জল্পনা বাড়ল আরও।
প্রশ্ন : বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলছেন, দিলীপ ঘোষ ছিলেন, আছেন, থাকবেন। অথচ আপনি বলছেন ২১ জুলাই বড় একটা চমক। তাহলে কি একুশে জুলাইয়ের মঞ্চে আপনাকে দেখা যাবে ?
দিলীপ ঘোষ : একুশে জুলাই একটা হবে নাকি, অনেক মঞ্চ হবে। বিজেপিরও মঞ্চ হবে।
প্রশ্ন : তৃণমূলের মঞ্চে কি আপনাকে দেখা যাবে ?
দিলীপ ঘোষ : দেখা যাক।
প্রশ্ন : বড় কোনও চমক হবে ?
দিলীপ ঘোষ : বিজেপি মানেই চমক।
দিলীপ ইস্যুতে শমীক ভট্টাচার্য বলেন, দিলীপ ঘোষ ছিলেন, আছেন, থাকবেন। দিলীপ ঘোষের বিষয়ে যা সিদ্ধান্ত নেবার, দল সিদ্ধান্ত নেবে। দিলীপ ঘোষকে যেখানে কাজে লাগানোর কথা, সেখানে দিলীপ ঘোষ যাবেন। দিলীপ ঘোষ অন্য কোথাও যাবেন না। যেতে পারবেন না। যায়ে তু, যায়ে কাহা ?' হেসে বলেন শমীক।
ছাব্বিশের বিধানসভা ভোটের আগে, রাজ্য বিজেপির সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েই কার্যত বিরোধীদের মহাজোটের বার্তা দিলেন শমীক ভট্টাচার্য। তিনি বলেন, পতাকাগুলো কিছুদিনের জন্য একটু আলমারির ওপরে তুলে রাখুন। পথে নামুন, তৃণমূলকে সরান। পাশাপাশি শুভেনদু অধিকারী যখন হিন্দু বাঁচাও বলে ডাক দিচ্ছেন, তখন শমীক ভট্টাচার্য বলেন, বিজেপির লড়াই সংখ্যালঘুর বিরুদ্ধে নয়।বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, এই বাংলায় পরিবর্তন নয়, বিসর্জন হবে বিসর্জন। ওই বঙ্গোপসাগরেই তৃণমূলের বিসর্জন হবে।
রাজ্য় বিজেপির আনুষ্ঠানিক দায়িত্ব নিলেন শমীক ভট্টাচার্য। আর নতুন রাজ্য় সভাপতি হয়েই কি তৃণমূলকে হারাতে কার্যত মহাজোটের ডাক দিলেন তিনি? শমীক ভট্টাচার্য বলেন, যার যা পতাকা আছে, ওই পতাকাগুলো কিছুদিনের জন্য একটু আলমারির ওপরে তুলে রাখুন। পথে নামুন। তৃণমূলকে সরান। ২০২৬-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের সঙ্গে বিজেপির অতীত সম্পর্কের কথা মনে করিয়ে দিয়ে পাল্টা খোঁচা দিয়েছে কংগ্রেস, সিপিএম । সিপিএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন,বিজেপিকে প্রশ্রয় দিয়েছে তৃণমূল। তৃণমূল আছে বলে বিজেপি টিকে আছে। ২০১৬-র পর থেকে বিজেপি বাড়ছে।