সুপ্রিম কোর্ট শেষ শুনানি, ১৬ মে শুনানিতে রাজ্য সরকারকে বকেয়া ২৫% ডিএ ৬ সপ্তাহের মধ্যেই মিটিয়ে দিতে নির্দেশ দিয়েছিল। সেই সূত্র ধরে জুন মাসের মধ্যেই রাজ্যের সরকারি কর্মীদের প্রাপ্য ডিএ দেওয়ার কথা রাজ্যের।

সুপ্রিম কোর্টের নির্দেশের পরই রাজ্যের সরকারি কর্মীরা বকেয়া ২৫% ডিএ বা মহার্ঘ ভাতা এখনও পায়নি। রাজ্য সরকার টাকা দেয়নি বলে অভিযোগ।
সুপ্রিম কোর্ট শেষ শুনানি, ১৬ মে শুনানিতে রাজ্য সরকারকে বকেয়া ২৫% ডিএ ৬ সপ্তাহের মধ্যেই মিটিয়ে দিতে নির্দেশ দিয়েছিল। সেই সূত্র ধরে জুন মাসের মধ্যেই রাজ্যের সরকারি কর্মীদের প্রাপ্য ডিএ দেওয়ার কথা রাজ্যের।
অন্যদিকে রাজ্যের সরকারি কর্মীদের পক্ষ থেকে আইনজীবী ফিরদৌস শামিম ২৬ জুন রাতেই সময়সীমা শেষ হওয়ার পরই রাজ্যের মুখ্যসচিব ও অর্থ সচিবকে নোটিশ দিয়েছিলেন। সেখানে বলা হয়েছিল, ২৭ জুন নির্ধারিত সময়ের মধ্যে রাজ্য সরকার ডিএ না মেটালে আদালত অবমাননার মামলা করা হবে।
সেই মতই রাজ্যে সরকারি কর্মীদের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে আদালত অবমাননার মামলা দায়ের করা হয়েছিল। রাজ্যের কর্মীদের আশা সেই মামলার শুনানি সুপ্রিম কোর্ট খুললেই হবেষ
নির্দিষ্ট সময়, ২৭ জুনের মধ্যে রাজ্য সরকার সরকারি কর্মীদের ষষ্ঠ বেতন কমিশনের অধীনে বকেয়া ২৫% ডিএ না দেওয়ায় রাজ্য সরকারি কর্মীদের পক্ষ থেকে আদালত অবমাননার মামলাটি করা হয়েছে।
বিচারপতি সঞ্জয় করোলের বেঞ্চে এই মামলার রেডিস্টার্ড হয়েছে বলে সূত্রের খবর।
১৪ জুলাই সুপ্রিম কোর্ট খুলবে। সুপ্রিম কোর্ট খোলার সঙ্গে সঙ্গেই ডিএ মামলার শুনানি যাতে হয় সেই দিকেই তাকিয়ে বসে রয়েছেন রাজ্যের সরকারি কর্মীরা। কারণ তারা সর্বোচ্চ আদালত অবমাননার মামলা করেছেন।রাজ্য সরকারি কর্মী সূত্রের খবর জুলাইয়ের মাঝামাঝি থেকে ৪ আগস্টের মধ্যে মামলার শুনানি হওয়ার কথা রয়েছে।
৪ আগস্ট সুপ্রিম কোর্টে ৭৫ শতাংশ ডিএ মামলার শুনানি হতে পারে। তাই রাজ্য সরকারি কর্মীদের আশা জুলাইয়ের মাঝামাঝি থেকে অগস্ট মাসের মধ্যেই তাদের করা আদালত অবমাননার মামলার শুনানি হবে।
Tags
#govermentDA