Kartik Maharaj : কার্তিক মহারাজকে এবার আইনি নোটিস, থানায় হাজিরার নির্দেশ নবগ্রাম থানার পুলিশের
Police Summons Kartik Maharaj: আগামীকাল সকাল ১০ টায় কার্তিক মহারাজকে নবগ্রাম থানায় হাজিরার নির্দেশ
Updated at : Mon, June 30,2025, 3:32 pm (IST)
কার্তিক মহারাজকে এবার আইনি নোটিস, থানায় হাজিরার নির্দেশ নবগ্রাম থানার পুলিশের
Source : ABP ANANDA
কলকাতা: বেলডাঙার ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রধান কার্তিক মহারাজের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ মহিলার। কার্তিক মহারাজকে এবার আইনি নোটিস, থানায় হাজিরার নির্দেশ নবগ্রাম থানার পুলিশের। আগামীকাল সকাল ১০ টায় কার্তিক মহারাজকে নবগ্রাম থানায় হাজিরার নির্দেশ। ভারত সেবাশ্রম সঙ্ঘ কর্তৃপক্ষের হাতে আইনি নোটিস ধরাল বেলডাঙা থানার পুলিশ। গত বৃহস্পতিবার অভিযোগের ভিত্তিতে এফআইআর রুজু করে নবগ্রাম থানার পুলিশ।
এবার তাঁর পদ্মশ্রী কেড়ে দেওয়ার দাবি জানালেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর
বেলডাঙার ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রধান কার্তিক মহারাজের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলে আগেই সরব হয়েছিলেন এক মহিলা। এবার তাঁর পদ্মশ্রী কেড়ে দেওয়ার দাবি জানালেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। তাঁর আরও কুকীর্তি আছে বলে আক্রমণ শানিয়েছেন নবগ্রামের তৃণমূল বিধায়ক। সত্য একদিন সামনে আসবে, মন্তব্য করেছেন কার্তিক মহারাজ।
কার্তিক মহারাজের বিরুদ্ধে দায়ের হওয়া ধর্ষণের অভিযোগের ঘটনায় ক্রমশ চাপ বাড়াচ্ছে তৃণমূল
সাউথ ক্যালকাটা ল'কলেজে ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ ঘিরে রাজ্য জুড়ে যখন শোরগোল পড়ে গেছে, তখন বেলডাঙার ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রধান কার্তিক মহারাজের বিরুদ্ধে দায়ের হওয়া ধর্ষণের অভিযোগের ঘটনায় ক্রমশ চাপ বাড়াচ্ছে তৃণমূল। অভিযোগকারিণীর দাবি, তাঁকে একটি স্কুলে চাকরি পাইয়ে দিয়েছিলেন বেলডাঙার ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রধান। তারপর একাধিকবার তাঁকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ মহিলার। ২০১৩ সালের এই ঘটনায় কার্তিক মহারাজের চরম শাস্তির দাবি করেছেন তিনি।
দিদিই আমাকে পরিচিতি দিয়েছে..'
এই অবস্থায় এদিন বহরমপুরে পদ্মশ্রী প্রাপক কার্তিক মহারাজকে সম্বর্ধনা দেয় একাধিক সংগঠন। সেই মঞ্চ থেকে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে সরব হন কার্তিক মহারাজ। ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রধান কার্তিক মহারাজ বলেন, দিদিই আমাকে পরিচিতি দিয়েছে। আমাকে দাঙ্গাবাজ বলেছে।আমি ভোটদানে বাধা দিই।আর এবার আমার বিরুদ্ধে এই ধরনের অভিযোগ এনেছে।আমি শুধু এটুকু বলব সত্যমেব জয়তে। একদিন সব সত্য সামনে আসবে।'
Tags
#KartikMaharaj