Molestation News : দিনে দুপুরে 'ওড়নায় টান, প্রাইভেট পার্টে হাত', ফের শ্লীলতাহানির ভয়ঙ্কর অভিযোগ
North 24 Pargana News : অভিযোগ, টিউশন পড়ে ফেরার পথে ওই ছাত্রীর ওড়না ধরে টেনে তাঁকে শ্লীলতাহানি করে ওই যুবক।

ফের শ্লীলতাহানির ভয়ঙ্কর অভিযোগ
সমীরণ পাল , বারাসাত : কসবায় ল' কলেজে ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ ঘিরে রাজ্য জুড়ে তোলপাড়। এরই মধ্যে ফের নারী নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠল উত্তর ২৪ পরগনার বারাসাতে। এবার দিনে-দুপুরে জনবহুল রাস্তায় এক কলেজ ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠল । ঘটনাস্থল বারাসাত। রবিবার ভরদুপুরে কলেজছাত্রীকে শ্লীলতাহানি করার অভিযোগ উঠেছে। অভিযুক্ত বসিরহাটের বাসিন্দা বলে পুলিশ সূত্রে খবর। অভিযোগ, টিউশন পড়ে ফেরার পথে ওই ছাত্রীর ওড়না ধরে টেনে তাঁকে শ্লীলতাহানি করে ওই যুবক।
অভিযোগ, রবিবার দুপুর ১টা নাগাদ, বারাসাতের ১২ নম্বর রেলগেটের কাছে, টিউশন ফেরত ছাত্রীর পিছু নেয় এক যুবক।
তাঁর শ্লীলতাহানি করে। নির্যাতিতার কান্নার আওয়াজে আশেপাশের দোকানদাররা অভিযুক্তকে ধরে ফেলেন ও পুলিশের হাতে তুলে দেন। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত রাজু শেখ (২৮) বসিরহাটের বাসিন্দা। ঘটনার পর বারাসাত থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে নির্যাতিতা কলেজ ছাত্রী।
তাঁর শ্লীলতাহানি করে। নির্যাতিতার কান্নার আওয়াজে আশেপাশের দোকানদাররা অভিযুক্তকে ধরে ফেলেন ও পুলিশের হাতে তুলে দেন। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত রাজু শেখ (২৮) বসিরহাটের বাসিন্দা। ঘটনার পর বারাসাত থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে নির্যাতিতা কলেজ ছাত্রী।
অভিযোগকারিণীর এক বান্ধবী বললেন, 'আমার এক সহপাঠী এখান দিয়ে যাচ্ছিল। একটি অচেনা অজানা ছেলে বারাসাতে দাঁড়িয়ে ওর প্রাইভেট পার্টে হাত দিয়েছে।' এক প্রত্যক্ষদর্শীও জানান, অভিযোগকারিণীর ওড়না ধরে টানে ওই যুবক। মেয়েটিকে হেনস্থা করার চেষ্টা করে। লোকজন গিয়ে ছেলেটিকে ধরে, মারধর করে, পুলিশকে হস্তান্তর করে। অভিযুক্তকে গ্রেফতার করে তদন্ত শুরু করেছে পুলিশ। আরেক প্রত্যক্ষদর্শী জানান, দুটি মেয়ের কান্নার আওয়াজ পেয়ে তাঁরা ছুটে যান। ছেলেটিকে ধরে ফেললে, তাঁদের উপরও চোটপাট করতে থাকে ছেলেটি। দেখে নেব , বলে হুমকি দেয়। তারপর সকলে মিলে ধরে তাকে পুলিশের হাত তুলে দেওয়া হয়। কিন্তু, এখনও আতঙ্কের ছাপ অভিযোগকারিণীর বান্ধবীদের মুখে। প্রশ্ন, 'ওর ওড়না পিছন থেকে টেনে ধরেছে। দিনের বেলা এত লোকের মাঝে যদি ও এরকম করে, রাতের অন্ধকারে কী করবে?'
এদিকে কসবার ঘটনাতেও নানারকম চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। আর জি কর মেডিক্যালে চিকিৎসক - পড়ুয়ার ধর্ষণ ও খুনের এক বছর কাটতে না কাটতেই কলকাতা শহরে আইন কলেজে আইনের ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠল। প্রতিবাদে আছড়ে পড়ছে প্রতিবাদের ঢেউ। কলকাতা থেকে জেলা, কোথাও মশাল মিছিল, কোথাও পথ অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছে বিরোধীরা। কিন্তু সবার উপরে একটাই প্রশ্ন, এত প্রতিবাদ, বিক্ষোভের পরও ছবিটা বদলাল কই? কোথায় নিরাপদ মহিলারা? কলকাতা থেকে শহরতলি, প্রশ্নটা সর্বত্র।