Operation Kellar: একাধিক অপরাধমূলক কাজে যুক্ত, 'অপারেশন কেল্লারে' নিকেশ ৩ জঙ্গি
Operation Kellar Update: মঙ্গলবার দক্ষিণ কাশ্মীরের সোপিয়ানে 'অপারেশন কেল্লারে' লস্কর-ই-তৈবার ৩ জঙ্গিকে নিকেশ করল ভারতীয় সেনা।
৩ জঙ্গিকে নিকেশ করল ভারতীয় সেনা: প্রবল প্রত্যাঘাতে পাকিস্তানের মনোবল ভেঙে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। এই আবহেই মঙ্গলবার দক্ষিণ কাশ্মীরের সোপিয়ানে 'অপারেশন কেল্লারে' লস্কর-ই-তৈবার ৩ জঙ্গিকে নিকেশ করল ভারতীয় সেনা। সূত্রের খবর, নিহত জঙ্গি শাহিদ আহমেদ কুট্টে সোপিয়ানের হিরাপুরা এলাকার বাসিন্দা। ২০২৩ সালের ৮ মার্চ লস্কর-ই-তৈবাতে যোগ দেয়। ২০২৪ সালের ৮ এপ্রিল জার্মান পর্যটক খুনে জড়িত ছিল সে। এক পঞ্চায়েত প্রধানকে গুলি করার ঘটনাতেও যুক্ত ছিল শাহিদ আহমেদ কুট্টে। পহেলগাঁওয়ে জঙ্গি হানার পর গত ২৬ এপ্রিল সোপিয়ানে গুড়িয়ে দেওয়া হয় এই শাহিদ আহমেদ কুট্টের বাড়ি। নিহত আরেক জঙ্গি আদনান শাফি দারের বাড়িও সেদিনই বিস্ফোরণে ভেঙে পড়ে। নিহত আদনান সোপিয়ানের ওয়ানদুনা মেলহোরার বাসিন্দা ছিল। ২০২৪ সালে লস্কর-ই-তৈবায় যোগ দেয় সে। সেই বছরই ভিনরাজ্য থেকে আসা শ্রমিকদের খুনের অভিযোগ ওঠে আদনানের বিরুদ্ধে।
'অপারেশন কেল্লারে' নিকেশ তৃতীয় লস্কর জঙ্গি এহসান উল হক শেখ পুলওয়ামার বাসিন্দা। ২৬ এপ্রিলের পুলওয়ামার মুরানে এই লস্কর জঙ্গি এহসান-উল-হকের বাড়িও ধূলিসাৎ হয়ে যায়। মঙ্গলবার এনকাউন্টারের পর সার্চ অপারেশন আরও জোরাল করে নিরাপত্তাবাহিনী। গোটা এলাকাকে স্য়ানিটাইজের প্রোসেস চলো। কোথাও কেউ লুকিয়ে রয়েছে কিনা। পুরো এলাকা কর্ডন করা হয়। বদগামের পর্যটন কেন্দ্র বন্ধ রাখা হয়। ৪-৫ কিমি দূরে সার্চ অপারেশন চলে।
এদিকে পহেলগাঁও হামলার পর ২৩ দিন কেটে গেছে। এখনও হামলাকারী জঙ্গিদের তন্ন তন্ন করে খুঁজে চলেছে নিরাপত্তাবাহিনী। এই পরিস্থিতিতে জঙ্গিদের ধরতে দক্ষিণ কাশ্মীরের বিভিন্ন এলাকায় পোস্টার লাগিয়েছে জম্মু কাশ্মীর পুলিশ। ৩ জঙ্গির ছবি দিয়ে পোস্টারে লেখা, খোঁজ দিতে পারলে পুরস্কার মিলবে ২০ লক্ষ টাকা।
'অপারেশন কেল্লারে' নিকেশ তৃতীয় লস্কর জঙ্গি এহসান উল হক শেখ পুলওয়ামার বাসিন্দা। ২৬ এপ্রিলের পুলওয়ামার মুরানে এই লস্কর জঙ্গি এহসান-উল-হকের বাড়িও ধূলিসাৎ হয়ে যায়। মঙ্গলবার এনকাউন্টারের পর সার্চ অপারেশন আরও জোরাল করে নিরাপত্তাবাহিনী। গোটা এলাকাকে স্য়ানিটাইজের প্রোসেস চলো। কোথাও কেউ লুকিয়ে রয়েছে কিনা। পুরো এলাকা কর্ডন করা হয়। বদগামের পর্যটন কেন্দ্র বন্ধ রাখা হয়। ৪-৫ কিমি দূরে সার্চ অপারেশন চলে।
এদিকে পহেলগাঁও হামলার পর ২৩ দিন কেটে গেছে। এখনও হামলাকারী জঙ্গিদের তন্ন তন্ন করে খুঁজে চলেছে নিরাপত্তাবাহিনী। এই পরিস্থিতিতে জঙ্গিদের ধরতে দক্ষিণ কাশ্মীরের বিভিন্ন এলাকায় পোস্টার লাগিয়েছে জম্মু কাশ্মীর পুলিশ। ৩ জঙ্গির ছবি দিয়ে পোস্টারে লেখা, খোঁজ দিতে পারলে পুরস্কার মিলবে ২০ লক্ষ টাকা।
আরও পড়ুন :>>