Operation Sindoor : সোশাল মিডিয়ায় দেশবিরোধী পোস্ট! উত্তাল বারাসাত, পুলিশকে ইট, পাল্টা কাঁদানে গ্যাস
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্য়াসের শেল ফাটায় পুলিশ। বারাসাতের SDPO জানিয়েছেন, এই ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে।
সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা : পহেলগাঁও সন্ত্রাসের পর থেকেই সোশ্যাল মিডিয়ার উপর কড়া নজর পুলিশের। ভারত-বিরোধী , সেনা-বিরোধী পোস্ট করে অনেকেই গ্রেফতার হয়েছেন। হাতকড়া পড়েছে অপারেশন সিঁদুরের বিরুদ্ধে অশালীন মন্তব্য করে। এবার ভারতবিরোধী পোস্ট করা নিয়ে ধুন্ধমার বেঁধে গেল উত্তর চব্বিশ পরগনার বারাসাতে।
ধুন্ধুমার বাঁধল বারাসাতে
ভারত-পাকিস্তান সংঘাতের আবহে সোশাল মিডিয়ায় দেশবিরোধী পোস্ট করার অভিযোগ ঘিরে ধুন্ধুমার বাঁধল বারাসাতের আরিফবাড়িতে। বিক্ষোভ সামাল দিতে গিয়ে রক্তও ঝরল পুলিশের। সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে তুলকালাম হয়ে গেল বারাসাতে।
পুলিশকে লক্ষ্য করে ইট
বারাসাতের টালিখোলায় এক ব্য়ক্তির বিরুদ্ধে ভারত বিরোধী পোস্ট করার অভিযোগ তুলে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয় কয়েকজন। পুলিশ পরিস্থিতি সামাল দিতে গেলে, তাঁদের লক্ষ্য করে ইট ছোড়া হয় বলে অভিযোগ। জখম হয়েছেন এক পুলিশকর্মী।
কড়া ধারায় মামলা রুজু
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্য়াসের শেল ফাটায় পুলিশ। বারাসাতের SDPO জানিয়েছেন, এই ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। সোশ্য়াল মিডিয়ায় পোস্ট করা ব্য়ক্তির বিরুদ্ধে কড়া ধারায় মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
আরও গ্রেফতারের খবর
একটি সংবাদমাধ্যম সূত্রের খবর, বাঁকুড়া থেকেও অনুরূপ অভিযোগেই পুলিশ বড়জোড়া বাজার থেকে এক জনকে গ্রেফতার করে। Opindia-য় প্রকাশিত প্রতিবেদনে দাবি, মুর্শিদাবাদ থেকে আসা ওই ফেরিওয়ালা, পাকিস্তানের প্রশংসা করে এবং ভারতকে অপমান করে একটি ছবি এবং ক্যাপশন শেয়ার করে। স্থানীয়দের দাবি, বিজেপি কর্মীরা তাকে ধরে ফেলে। তারপর তাকে নিয়ে তুলকালাম বেঁধে যায়। তাকে সবক শেখানোর চেষ্টা করে স্থানীয়রা। তারপর পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
পূর্ব বর্ধমানে থেকেও আরেক যুবককে একটি বিভ্রান্তিকর ছবি পোস্ট করার জন্য গ্রেফতার করে পুলিশ। সেই পোস্টে নাকি দাবি করা হয়েছিল, পাকিস্তানি আক্রমণে ভারত বিধ্বস্ত ! এমনকী এও দাবি করা হয় যে, "ভারত পরাজয় স্বীকার করেছে" । সেই ব্যক্তিকে আদালতে তোলা হলে, সে জানায়, এই পোস্ট নাকি "ভুল করে"।
Tags
#kolkataNews