Live

বলিউড অভিনেতা রাহুল দেবের ভাই মুকুল। তাঁর আকস্মিক প্রয়াণে হতবাক সকলেই। বিস্তারিত পড়ুন- #MukulDev #bollywood


 Mukul Dev: বলিউড অভিনেতার আচমকা মৃত্যু ! জিতের সঙ্গে কাজ করেছেন বাংলাতেও

Bollywood News: মুকুল দেব, বলিউডের পরিচিত মুখ। খলনায়কের চরিত্রেই বেশি দেখা গিয়েছে তাঁকে। স্ক্রিন শেয়ার করেছেন বহু তাবড় অভিনেতার সঙ্গে। জিতের সঙ্গে কাজ করেছেন বাংলাতেও।




Mukul Dev: প্রয়াত বলিউড (Bollywood) অভিনেতা মুকুল দেব (Actor Mukul Dev)। জিতের সঙ্গে কাজ করেছেন বাংলা ছবিতেও। অভিনেতার মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়। খলনায়কের চরিত্রে পরিচিত মুখ ছিলেন মুকুল। তাঁর আরও একটি পরিচয়, বলিউড অভিনেতা রাহুল দেবের ভাই তিনি। সূত্রের খবর, গত কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন মুকুল। ভর্তি ছিলেন আইসিইউতে। 

মুকুল দেবের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন বিটাউনের আরেক অভিনেতা বিন্দু দারা সিং। মুকুল দেবের সঙ্গে 'সন অফ সর্দার' ছবিতে একসঙ্গে কাজ করেছেন বিন্দু। এই ছবিতে অভিনয় করেছেন অজয় দেবগণ, সঞ্জয় দত্ত, জুহি চাওলা, সোনাক্ষী সিন্‌হা-সহ বলিউডের আরও অনেক পরিচিত মুখ। জিতের সঙ্গে বাংলা সিনেমা 'আওয়ারা'- তে কাজ করেছেন মুকুল দেব। এই ছবির হাত ধরেই টলিউডে ডেবিউ হয় মুকুলের। এরপর জিতের আরও একটি সিনেমা 'সুলতান'- এও দেখা গিয়েছে মুকুল দেবকে। 

১৯৭০ সালের ১৭ সেপ্টেম্বর দিল্লিতেই জন্ম মুকুল দেবের। হিন্দির পাশাপাশি অভিনেতা কাজ করেছেন পঞ্জাবি, তেলুগু, তামিল, কন্নড়, মালয়ালি এবং বাংলা ছবিতে। টেলিভিশনেও অভিনয় করেছেন মুকুল। ১৯৯৬ সালে কেরিয়ার শুরু করেন টেলিভিশনের হাত ধরেই। প্রথম কাজ ধারাবাহিক 'মুমকিন'- এ। ওই বছরই বলিউডে অভিষেক হয় মুকুল দেবের। তাঁর প্রথম ছবির নাম 'দস্তক'। নায়িকা ছিলেন প্রাক্তন বিশ্ব সুন্দরী সুস্মিতা সেন। মূলত ভিলেনের চরিতেই বেশি অভিনয় করতে দেখা গিয়েছে মুকুল দেবকে। 'সন অফ সর্দার', 'ইয়মলা পাগলা দিওয়ানা', 'আর রাজকুমার', 'জয় হো'- র মত ছবিতে অভিনয় করেছেন তিনি। সলমন খান, শাহিদ কাপুর, ধর্মেন্দ্রর সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন মুকুল। শুধু অভিনেতা হিসেবেই দক্ষ ছিলেন না মুকুল। তাঁর কাছে ছিল এরোনটিক্সের ডিগ্রিও। রায়বরেলির ইন্দিরা গাঁধী ইন্সটিটিউ অফ এভিয়েশন থেকে সার্টিফিকেট পেয়েছিলেন তিনি। ২০২১ সালে বলিউডে ২৫ বছর পূরণ করেছিলেন মুকুল দেব। 
 
Previous Post Next Post