India Pakistan Conflict: 'সন্ত্রাসবাদ পাগলা কুকুর হলে, পাকিস্তান তার লালনকারী..' ! জাপানে গিয়ে ইসলামাবাদকে নিশানা অভিষেকের
Abhishek Attacks Pakistan In Japan: জাপানে গিয়ে পাকিস্তানকে চাঁচাছোলা আক্রমণ অভিষেকের, সন্ত্রাসবাদের বিরুদ্ধে গোটা বিশ্বকে সবাইকে এক হতে আহ্বান
সন্ত্রাসবাদ পাগলা কুকুর হলে, পাকিস্তান তার লালনকারী..' ! জাপানে গিয়ে ইসলামাবাদকে তোপ অভিষেকের
কলকাতা: জাপানে গিয়ে পাকিস্তানকে চাঁচাছোলা আক্রমণ অভিষেকের।টোকিও-তে গোটা বিশ্বের সামনে পাকিস্তানের আসল রূপ প্রকাশ্যে আনলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, সন্ত্রাসবাদ যদি পাগলা কুকুর (Rabid Dog) হয়, তাহলে পাকিস্তান তার লালনকারী (Wild Handler)। গোটা বিশ্বের সবাইকে একত্রিত হয়ে সেই প্রশয়দাতা, সেই লালন-পালনকারীকে ধরাশায়ী করতে হবে। নতুবা সে আরও এমন অজস্র পাগলা কুকুরের জন্ম দেবে।'