Anushka on Kohli: 'আমি মনে রাখব সেই সমস্ত চোখের জল, যা কেউ দেখেনি..', বিরাটের অবসরের দিন লিখলেন অনুষ্কা
Anushka Sharma on Virat Kohli: সোশ্যাল মিডিয়ায় অনুষ্কা লিখেছেন, 'ওরা সবাই তোমার রেকর্ড আর মাইলস্টোনের কথা বলবে.. কিন্তু আমি মনে রাখব সেই সেই সমস্ত চোখের জলগুলো, যেটা কেউ দেখেনি
আমি মনে রাখব সেই সমস্ত চোখের জল, যা কেউ দেখেনি..', বিরাটের অবসরের দিন লিখলেন অনুষ্কা
সোশ্যাল মিডিয়ায় অনুষ্কা লিখেছেন, 'ওরা সবাই তোমার রেকর্ড আর মাইলস্টোনের কথা বলবে.. কিন্তু আমি মনে রাখব সেই সেই সমস্ত চোখের জলগুলো, যেটা কেউ দেখেনি। সেই সমস্ত লড়াইগুলো মনে রাখব, যেগুলোর কথা কেউ জানে না। আর সেই সমস্ত ভালবাসা আমি মনে রাখব, যেটা তুমি খেলার এই ফরম্যাটটাকে দিয়েছো। আমি জানি, তুমি ঠিক কতটা খেলার এই ফরম্যাটটাকে দিয়েছো। প্রত্যেকটা টেস্ট ক্রিকেট খেলার পরে তুমি আরও একটু বেশি জ্ঞানী, আরও একটু নম্র হয়ে গিয়েছো। আর তোমায় খেলতে দেখা আমার কাছে ভীষণ আবেগের, অনেক বড় পাওয়া।'
অনুষ্কা আরও লিখেছেন, 'আমি ভেবেছিলাম আন্তর্জাতিক ক্রিকেট থেকে তুমি সাদায় অবসর নেবে। কিন্তু তুমি সবসময় নিজের হৃদয়ের কথা শুনেছো। আমি শুধু তোমাকে একটা কথাই বলতে চাই, তুমি প্রত্যেকটা বিদায় অর্জন করে নিয়েছো।'
সিদ্ধান্ত নেওয়ার কাজ যে সহজ ছিল না, সেটাও জানিয়েছেন কোহলি। লিখেছেন, 'এই ফর্ম্যাটকে বিদায় জানানো সহজ ছিল না। কিন্তু এটাই সঠিক বলে মনে হচ্ছে। আমি এই ফর্ম্যাটকে নিজের সবকিছু দিয়েছিলাম। আর আমাকে ফিরিয়ে দিয়েছিল এত কিছু, যা আশাও করিনি।' যোগ করেছেন, 'আমি বিদায় নিচ্ছি কৃতজ্ঞ হৃদয়ে, খেলাটির প্রতি, যাদের সঙ্গে মাঠে সময় কাটিয়েছি তাদের প্রতি, আর সেই সমস্ত ব্যক্তিদের প্রতি যারা গোটা সফরে পাশে ছিল। আমি সব সময় নিজের টেস্ট কেরিয়ারের দিকে হাসিমুখেই তাকাব।' সঙ্গে নিজের টেস্ট ক্যাপের নম্বর ২৬৯-কে বিদায় জানিয়েছেন বিরাট।