Live

কী কী লিখলেন অনুষ্কা? #anushkasharma #viratkohli

 Anushka on Kohli: 'আমি মনে রাখব সেই সমস্ত চোখের জল, যা কেউ দেখেনি..', বিরাটের অবসরের দিন লিখলেন অনুষ্কা

Anushka Sharma on Virat Kohli: সোশ্যাল মিডিয়ায় অনুষ্কা লিখেছেন, 'ওরা সবাই তোমার রেকর্ড আর মাইলস্টোনের কথা বলবে.. কিন্তু আমি মনে রাখব সেই সেই সমস্ত চোখের জলগুলো, যেটা কেউ দেখেনি

আমি মনে রাখব সেই সমস্ত চোখের জল, যা কেউ দেখেনি..', বিরাটের অবসরের দিন লিখলেন অনুষ্কা

কলকাতা: সকালবেলা খবরটা কার্যত বজ্রপাতের মতোই শুনিয়েছিল অনুরাগীদের কাছে, কিছুটা হতবাক, কিছুটা মনখারাপ। ৭ মে টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করে সকলকে চমকে দিয়েছিলেন রোহিত শর্মা (Rohit Sharma)। এবার সেই পথে হাঁটলেন কোহলিও। রোহিতের টেস্ট থেকে অবসরের ঠিক পাঁচ দিনের মাথায় লাল বলের ক্রিকেটকে বিদায় জানালেন কিংগ কোহলিও। রোহিতের ধাঁচেই সোশ্যাল মিডিয়ায় টেস্ট থেকে অবসরের বার্তা দিলেন কোহলি। সোমবার বেলা পৌনে বারোটা নাগাদ কোহলি ইনস্টাগ্রামে লম্বা পোস্ট করেন। লেখেন, 'টেস্ট ক্রিকেটে ব্যাগি ব্লু টুপি পরার পর ১৪ বছর কেটে গিয়েছে। সত্যি কথা বলতে কী কোনও দিন ভাবিনি এই ফর্ম্যাটে সফরটা আমাকে এই জায়গায় নিয়ে যাবে। এই ফর্ম্যাট আমার পরীক্ষা নিয়েছে, আমাকে তৈরি করেছে, আর যা শিক্ষা দিয়েছে, আজীবন মনে রাখব।' আর কোহলির অবসর ঘোষণার পরেই সোশ্যাল মিডিয়ায় লম্বা চওড়া পোস্ট করে স্বামীর সম্পর্কে ভালবাসা আর আবেগ উজাড় করে দিলেন অনুষ্কা শর্মা (Anushka Sharma)।

সোশ্যাল মিডিয়ায় অনুষ্কা লিখেছেন, 'ওরা সবাই তোমার রেকর্ড আর মাইলস্টোনের কথা বলবে.. কিন্তু আমি মনে রাখব সেই সেই সমস্ত চোখের জলগুলো, যেটা কেউ দেখেনি। সেই সমস্ত লড়াইগুলো মনে রাখব, যেগুলোর কথা কেউ জানে না। আর সেই সমস্ত ভালবাসা আমি মনে রাখব, যেটা তুমি খেলার এই ফরম্যাটটাকে দিয়েছো। আমি জানি, তুমি ঠিক কতটা খেলার এই ফরম্যাটটাকে দিয়েছো। প্রত্যেকটা টেস্ট ক্রিকেট খেলার পরে তুমি আরও একটু বেশি জ্ঞানী, আরও একটু নম্র হয়ে গিয়েছো। আর তোমায় খেলতে দেখা আমার কাছে ভীষণ আবেগের, অনেক বড় পাওয়া।'
অনুষ্কা আরও লিখেছেন, 'আমি ভেবেছিলাম আন্তর্জাতিক ক্রিকেট থেকে তুমি সাদায় অবসর নেবে। কিন্তু তুমি সবসময় নিজের হৃদয়ের কথা শুনেছো। আমি শুধু তোমাকে একটা কথাই বলতে  চাই, তুমি প্রত্যেকটা বিদায় অর্জন করে নিয়েছো।'

সিদ্ধান্ত নেওয়ার কাজ যে সহজ ছিল না, সেটাও জানিয়েছেন কোহলি। লিখেছেন, 'এই ফর্ম্যাটকে বিদায় জানানো সহজ ছিল না। কিন্তু এটাই সঠিক বলে মনে হচ্ছে। আমি এই ফর্ম্যাটকে নিজের সবকিছু দিয়েছিলাম। আর আমাকে ফিরিয়ে দিয়েছিল এত কিছু, যা আশাও করিনি।' যোগ করেছেন, 'আমি বিদায় নিচ্ছি কৃতজ্ঞ হৃদয়ে, খেলাটির প্রতি, যাদের সঙ্গে মাঠে সময় কাটিয়েছি তাদের প্রতি, আর সেই সমস্ত ব্যক্তিদের প্রতি যারা গোটা সফরে পাশে ছিল। আমি সব সময় নিজের টেস্ট কেরিয়ারের দিকে হাসিমুখেই তাকাব।' সঙ্গে নিজের টেস্ট ক্যাপের নম্বর ২৬৯-কে বিদায় জানিয়েছেন বিরাট। 
Previous Post Next Post