Live

আগ বাড়িয়ে প্রস্তাব ট্রাম্পের। সমর্থন পাকিস্তানেরও। নিজের অবস্থান জানিয়ে দিল ভারত। #DonaldTrump #Pakistan #Kashmir #ABPAnanda

 Kashmir Issue: ‘কাশ্মীর নিয়ে কারও মধ্যস্থতা চাই না, PoK ফেরানোই লক্ষ্য’, ট্রাম্পের প্রস্তাবের পর জানাল ভারত

Donald Trump: শনিবার যুদ্ধবিরতির ঘোষণার পর, রবিবার ট্রাম্প কাশ্মীর নিয়েও ভারত ও পাকিস্তানের মধ্যে মধ্যস্থতার প্রস্তাব দেন।




নয়াদিল্লি: যুদ্ধবিরতি নিয়ে আমেরিকা মধ্যস্থতা করলেও, কাশ্মীর নিয়ে তৃতীয়পক্ষের হস্তক্ষেপ যে মানবে না ভারত, এবার তা জানিয়ে দিল কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার। ভারত পরিষ্কার জানিয়েছে, কাশ্মীর সমস্যায় তৃতীয় পক্ষের হস্তক্ষেপের কোনও প্রয়োজন নেই। বরং পাকিস্তান অধিকৃত কাশ্মীরকেও ফিরিয়ে আনবে ভারত। সন্ত্রাসকে নির্মূল করাই লক্ষ্য ভারতের। কাশ্মীর নিয়ে আর কারও মধ্যস্থতা চায় না ভারত। (Kashmir Issue)

শনিবার যুদ্ধবিরতির ঘোষণার পর, রবিবার ট্রাম্প কাশ্মীর নিয়েও ভারত ও পাকিস্তানের মধ্যে মধ্যস্থতার প্রস্তাব দেন। পাকিস্তানের শেহবাজ শরিফ সরকার সেই প্রস্তাবকে স্বাগত জানালে উদ্বেগ ধরা পড়ে সব মহলে। প্রশ্ন ওঠে, এতদিন ধরে কাশ্মীর-সমস্যায় তৃতীয় পক্ষ যেখানে হস্তক্ষেপের সুযোগ পায়নি, সাম্প্রতিক ঘটনাবলীর জেরে কি তাহলে এবার তৃতীয় পক্ষ ঢুকে পড়বে? (Donald Trump)

কিন্তু রবিবার ভারতের তরফে কাশ্মীর নিয়ে স্পষ্ট অবস্থান জানিয়ে দেওয়া হয়। দিল্লি সূত্রে খবর, ভারত সাফ জানিয়ে দিয়েছে, পাক অধিকৃত কাশ্মীর ফেরানোই ভারতের লক্ষ্য। অন্য কোনও বিষয় নিয়ে কথা বলতে আগ্রহী নয় ভারত। সন্ত্রাস নির্মূল করা নিয়ে কথা বলতে রাজি আছে দিল্লি। কিন্তু কাশ্মীর নিয়ে কারও মধ্যস্থতা চায় না ভারত। এ ব্যাপারে কারও মধ্যস্থতার প্রয়োজন নেই। 

শনিবার ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণার পর, এদিন ফের সোশ্য়াল মিডিয়ায় মুখ খোলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, ভারত ও পাকিস্তান, দুই দেশের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চান তিনি। কাশ্মীর সমস্যার সমাধান বের করা যায় কি না, তা দেখতে চান। 

এর পরই পাকিস্তানের তরফে ট্রাম্পের প্রস্তাবকে স্বাগত জানানো হয়। বলা হয়, 'জম্মু ও কাশ্মীর নিয়ে ন্যায্য ও দীর্ঘমেয়াদি সমাধান বের করতে হবে, যা রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের নীতি-নিয়ম এবং কাশ্মীরিদের মৌলিক অধিকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়। দেখতে হবে কাশ্মীরিদের সিদ্ধান্তগ্রহণের অধিকার যাতে অক্ষুণ্ণ থাকে'।  বিষয়টি নিয়ে কাটাছেঁড়া শুরু হতে সময় লাগেনি। এতদিন কাশ্মীর-সমস্যা ভারত-পাকিস্তানের মধ্যেই সীমিত ছিল, বাইরে থেকে তৃতীয়পক্ষকে কোন হস্তক্ষেপ করতে দেওয়া হয়নি। সেই অবস্থান পাল্টে যাবে কি না, প্রশ্ন উঠতে শুরু করে, উদ্বেগও প্রকাশ করেন অনেকে। কিন্তু কেন্দ্র জানিয়ে দিল, কাশ্মীর নিয়ে তৃতীয় পক্ষের মধ্যস্থতা চায় না তারা। শীঘ্রই ভারত ও পাকিস্তানের মুখোমুখি আলোচনার কথা রয়েছে। সেখানে কী আলোচনা হয়, তা দেখার। 

আরও পড়ুন>>

Previous Post Next Post