Operation Sindoor: অপারেশন সিঁদুরে নিহত পাক সেনার অন্তত ৩৫ থেকে ৪০ জন, জানালেন DGMO
DGMO Lt Gen Rajiv Ghai: DGMO Lt Gen রাজীব ঘাই জানিয়েছেন, ৭ থেকে ১০ মে- এর মধ্যে নিয়ন্ত্রণরেখা বরাবর কামান এবং ছোট অস্ত্রের গুলিবর্ষণে পাকিস্তানি সেনার অন্তত ৩৫ থেকে ৪০ জনের মৃত্যু হয়েছে।
Operation Sindoor: ৭ মে পহেলগাঁও হামলার জবাবে প্রত্যাঘাত করেছিল ভারত। অপারেশন সিঁদুরে গুঁড়িয়ে দেওয়া হয়েছিল পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জঙ্গি ঘাঁটি। ভারত বেছে বেছে জঙ্গি ঘাঁটি নিশানা করলেও, পাকিস্তান পাল্টা হামলা শুরু করে। টার্গেট করা হয় ভারতের সাধারণ নাগরিক এবং সেনা ছাউনিকে। যোগ্য জবাব দিতে শুরু করে ভারতও। শনিবার অপারেশন সিঁদুর নিয়ে বিশেষ সাংবাদিক বৈঠকে ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনস (DGMO), লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই জানিয়েছেন, ৭ থেকে ১০ মে- এর মধ্যে নিয়ন্ত্রণরেখা বরাবর কামান এবং ছোট অস্ত্রের গুলিবর্ষণে পাকিস্তানি সেনার অন্তত ৩৫ থেকে ৪০ জনের মৃত্যু হয়েছে।
অপারেশন সিঁদুরের বিশেষ সাংবাদিক বৈঠকে সেনার তরফে জানানো হয়েছে ভারত পাকিস্তানের কয়েকটি বিমান নামিয়েছে। কিন্তু সংখ্যা প্রকাশ করা হয়নি। রীতিমতো হুঁশিয়ারি দিয়ে এও বলা হয়েছে যে এরপর পাকিস্তান আর হামলা করলে ফের কড়া প্রত্যাঘাত করা হবে। ভারত জবাব দিতে প্রস্তুত। জঙ্গিদের শিক্ষা দিতেই অপারেশন সিঁদুর করা হয়েছে। জঙ্গি এবং জঙ্গি ঘাঁটিই শুধুমাত্র লক্ষ্য ছিল। পাকিস্তানের সাধারণ মানুষ কিংবা সেনা নয়। তবে পাকিস্তান বারবার নিশানা করেছে ভারতের সাধারণ মানুষকে। কিন্তু ভারতের লড়াই কেবলমাত্র জঙ্গিদের সঙ্গে। উত্তেজনা বৃদ্ধি করা কিংবা পাকিস্তানের সামরিক শক্তি, সেখানকার সাধারণ নাগরিককে নিশানা করা ভারতের লক্ষ্য একেবারেই নয়।
৭ মে অপারেশন সিঁদুরের লক্ষ্য ছিল জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া। নিজেদের লক্ষ্য যে তারা পূরণ করতে পেরেছেন সেকথা জানানো হয়েছে সেনা এবং বায়ুসেনার তরফে। ৭ মে মধ্যরাতে ২৫ মিনিটের নিখুঁত অপারেশনে মুরিদকে, বাহাওয়ালপুর-সহ মোট ৯টি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এর মধ্যে জইশ-ই-মহম্মদ, লস্কর-ই-তৈবা, হিজবুল মুজাহিদিনের জঙ্গি ঘাঁটি ছিল। ভারত জঙ্গি ঘাঁটিকে নিশানা করলেও পাকিস্তানের তরফে আকাশপথে ছোট ড্রোন এবং মানুষ না থাকা আকাশযান নিয়ে হামলা চালানো হয়েছে ভারতের বিভিন্ন জায়গায়, বিশেষত সীমান্তবর্তী এলাকাগুলিতে। তবে এই সমস্ত ড্রোন হামলা সফলভাবে প্রতিহত করেছে ভারতীয় এয়ার ডিফেন্স। কিছু ড্রোন মাটিতে নামানো সম্ভব হয়েছে। তবে তার জেরে বিশেষ ক্ষয়ক্ষতি হয়নি বলেই এদিন জানিয়েছেন ডিজিএমও রাজীব ঘাই এবং এয়ার মার্শাল এ কে ভারতী। সেনার তরফে এও জানানো হয়েছে যে পাকিস্তানের ড্রোন হামলার জবাবে লাহোর এবং গুজরানওয়ালার কাছে ড্রোন র্যাডার ধ্বংস করা হয়েছে।
আরও পড়ুন>>