India Pakistan News: 'সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অবস্থান অটুট থাকবে', যুদ্ধ বিরতি নিয়ে সাফ বার্তা বিদেশমন্ত্রী জয়শঙ্করের
India Pakistan Ceasefire: ভারত-পাক সংঘর্ষবিরতি সম্মতি ২ দেশের। সূত্রের খবর, বিকেল ৩.৩৫ মিনিট নাগাদ ভারতের DGMO-কে ফোন পাক DGMO-র।
জয়শঙ্কর
নয়া দিল্লি: ভারতের প্রবল প্রত্যাঘাতের মুখে রণে ভঙ্গ দিল পাকিস্তান। আমেরিকার হস্তক্ষেপে অবশেষে সংঘর্ষ বিরতি। ভারতীয় ডিজিএমও-কে পাক ডিজিএমের ফোন। ভারতের রণংদেহী মূর্তির সামনেই পাকিস্তানের কাতর আর্তনাদ। সংঘর্ষ বিরতিতে রাজি হলেও, আলোচনার প্রস্তাব খারিজ। হামলা হলে ফের জবাব, বুঝিয়ে দিল দিল্লি।
এর পরই এক্স মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি জানিয়েছেন, 'ভারত-পাকিস্তান আজ গোলাবর্ষণ ও সামরিক আঘাত থেকে বিরত থাকার বোঝাপড়ায় এসেছে। যে কোনও ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারত বরাবর কড়া অবস্থান নিয়েছে। সেই অবস্থান অটুট থাকবে।'
ভারত-পাক সংঘর্ষবিরতি সম্মতি ২ দেশের। সূত্রের খবর, বিকেল ৩.৩৫ মিনিট নাগাদ ভারতের DGMO-কে ফোন পাক DGMO-র। সংঘর্ষ বিরতি চেয়ে ভারতের ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশন্সকে ফোন পাকিস্তানের। ১২ মে, ফের ভারতের সঙ্গে কথা বলবে পাকিস্তান, খবর সূত্রের। ভারতের প্রবল চাপের মুখে সংঘর্ষ বিরতির কথা জানাল পাকিস্তানও। জল, স্থল, আকাশপথে আক্রমণ নয়, নির্দেশ ৩ বাহিনীকে, জানিয়েছেন বিদেশ সচিব।
উল্লেখ্য, আজই পাক সেনা প্রধানের সঙ্গে মার্কিন বিদেশ সচিব মার্কো রুবেয়ার কথা হয়। রাতভর আলোচনার পরে সংঘর্ষবিরতিতে ২ দেশ রাজি, দাবি করেছিলেন মার্কিন প্রেসিডেন্টের। অবিলম্বে পূর্ণ সংঘর্ষ বিরতিতে রাজি ভারত-পাকিস্তান, জানান ডোনাল্ড ট্রাম্প। সংঘর্ষ বিরতিতে রাজি হওয়ায় ২ দেশকেই ধন্যবাদ, জানান মার্কিন প্রেসিডেন্ট। ভারতের কড়া প্রত্যাঘাতের মুখে পাকিস্তানের আর্তনাদ, হস্তক্ষেপ আমেরিকার। পাকিস্তানের কান্নায় মার্কিন হস্তক্ষেপ, সংঘর্ষ বিরতির দাবি ট্রাম্পের।
এদিন মার্কিন বিদেশ সচিবের দাবি, 'নরেন্দ্র মোদি, শাহবাজ শরিফ, জয়শঙ্কর, আসীম মুনির, ডোভালের সঙ্গে কথা। ৪৮ ঘণ্টা ধরে মার্কিন ভাইস প্রেসিডেন্ট, মার্কিন বিদেশ সচিবের দৌত্য। সংঘর্ষে বিরতি দিয়ে আলোচনায় রাজি ২ দেশই।'
আরও পড়ুন >>