Live

অক্ষয় তৃতীয়ার আগে কোথায় পৌঁছল দাম ?

 Gold Rate In India : অক্ষয় তৃতীয়ার আগেই দেশে রেকর্ড দাম সোনার ! ১ লক্ষও গেল পেরিয়ে?

এবার এক লাখের গণ্ডি পেরোনোয় সোনা কেনা কার্যত সাধারণের ধরাছোঁয়ার বাইরে চলে গেল। বিপাকে পড়েছেন স্বর্ণ ব্যবসায়ীরাও।

অক্ষয় তৃতীয়ার আগেই দেশে রেকর্ড দাম সোনার

মুম্বই : সোনার দামে রেকর্ড। সোনার দামে রেকর্ড। ১ লাখ পার করল সোনার দাম। ২৪ ক্যারেটের ১০ গ্রাম পাকা সোনার দাম হল ৯৯ হাজার ৯৫০। GST মিলিয়ে ১ লক্ষ টাকারও বেশি।



গত কয়েকদিন ধরেই সোনার দাম চড়ছে। এবার এক লাখের গণ্ডি পেরোনোয় সোনা কেনা কার্যত সাধারণের ধরাছোঁয়ার বাইরে চলে গেল। বিপাকে পড়েছেন স্বর্ণ ব্যবসায়ীরাও। অক্ষয় তৃতীয়ার আগে সোনার চড়া দামে ব্যবসা মার খাবে বলে আশঙ্কা। অন্যদিকে, টাকার দাম বেড়েছে। এক মার্কিন ডলারের দাম বেড়ে হয়েছে ৩৩ পয়সা। 

মাসের শেষে অক্ষয় তৃতীয়া। এই সময় সোনা কেনার হিড়িক পড়ে যায়। পয়লা বৈশাখ থেকে অক্ষয় তৃতীয়া, এই সময়টা সোনার দোকানে নানা অফারও চলে। এবারও তার অন্যথা হয়নি। কিন্তু এবার লাফিয়ে লাফিয়ে সোনার দাম যেখানে গিয়ে ঠেকছে, তাতে মেকিং চার্জে ছাড় দিয়ে ক্রেতাদের আকর্ষণ করা যাবে কি না, চিন্তায় স্বর্ণ ব্যবসায়ীরা। বৃহস্পতিবার ও শুক্রবারও দিল্লিতে ১০ গ্রাম সোনার দাম প্রায় ৯৮ হাজার টাকা হয়ে গিয়েছিল। আর সোমবার সকালে ট্যাক্স সহ লাখের উপর চলে গেল সোনার দাম। 

নতুন মার্কিন শুল্ক নীতি বিশ্বজুড়ে পুঁজিবাজারে বিরাট অস্থিরতা সৃষ্টি করেছে। এছাড়াও, চিন ও আমেরিকা একে অপরের উপর কর আরোপ করার রেষারেষি চালাচ্ছে।  এই দুই অর্থনৈতিক শক্তিশালী দেশের মধ্যে বাণিজ্যিক টানাপোড়েনের পরিণাম অস্থিতিশীল আন্তর্জাতিক বাজার। এর ফলে বিনিয়োগের সবচেয়ে নিরাপদ উপায় সোনার দাম হু হু করে বৃদ্ধি পাচ্ছে। বিশ্ববাজারে সোনার দাম সব রেকর্ড ভেঙে ফেলেছে। দেশীয় বাজারেও সোনার দাম বেড়েছে। 

গুড ফ্রাইডের থেকে পরপর তিন দিন বাজার বন্ধ থাকার পর খুলেছে সোমবার । আর সোমেই সোনার দামে ঊর্ধগতি দেখল বাজার। সোমবার সকালে  ১০ গ্রাম সোনার দাম  ১ লক্ষ ১১৬ টাকায় পৌঁছেছে কোথাও কোথাও । যদি পণ্য ও পরিষেবা করের (জিএসটি) পরিমাণ এর সঙ্গে যোগ করা হয়, তাহলে গ্রাহকদের এখন এক ভরি সোনা কিনতে ১ লক্ষ টাকার বেশি খরচ করতে হবে।  

অন্যদিকে মুম্বইয়ের বাজারে ২১ শে এপ্রিল, সোমবার, ভারতে ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে ৭৭০ টাকা বেড়ে হয়েছে ৯৮,৩৫০ টাকায় দাঁড়িয়েছে।  ২২ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে  ৭০০ টাকা বেড়ে  ৯০,১৫০ টাকায় পৌঁছেছে।  ঠিক একইভাবে, ভারতে ১৮ ক্যারেট সোনার দাম ৫৭০ টাকা বেড়ে ৭৩,৭৬০ টাকায় দাঁড়িয়েছে। কলকাতাতেও সোনার দাম লাখ ছুঁইছঁই। 



Previous Post Next Post